ফেসবুকের নতুন কঠোরতা ( সেমি টেক হিউমার )

অনলাইন মানেই নিজের কাজের বাইরে দুটা সাইটেই যাই, একটা টিটি, অন্যটা ফেইসবুক। আমি অন্য কোন সোসাল সাইটেই যাই না, প্রায় সময় ই অনেক ভাইয়েরা অবাক হয়ে আমাকে বলেন " আপনি স্কাইপে থাকেন না ? :O " । আজাইরা পেচাল বেশী বলতেছি।

কাজের কথায় আসি। ফেসবুকে সবথেকে বড় সমস্যা এখন " অমুক নাইকা মইরা গেছেন " টাইপ পোস্ট। মানে ডিরেক্ট পোস্ট না, " ওমুক নাইকা মইরা গেছেন, বাকি টুকু পড়তে............। "  কি বুঝেন নাই ? আরেহ ভাই " এই লিঙ্কে" দেখুন <<<< টাইপ পোস্ট দেখেন না আপনারা ??

পদ্ধতি টার আবিষ্কার বাংলাদেশের কিছু নিউজ সাইটের এ্যাডমিনের। একেকজনের শিক্ষগত যোগ্যতা দেখলে চিক্কুর পাইরা কানতে ইচ্ছে করে, তারা একটা সাইট বানায়া নেন কাউকে দিয়ে, তারপর সাইটে কোন নাইকা কার সাথে কি করছে তার রগরগে বর্ননা। এখন লাগবে ভিজিটর, সো একটা আকর্ষনীয় টাইটেল দিয়ে ফেসবুক পোস্ট। উপরে যে বললাম "অমুক নাইকা মারা গেলেন সুইসাইড খেয়ে" ঐটা কিন্তু নাইকা মরে নাই, আসলে নাইকা একটা সিনেমায় মরছে, সেই খবর !!!!!!!!!!!!!

যাক অবশেষে ফেসবুক ব্যাপার টা আমলে নিছে। খবরে দেখলামঃ

“You will never believe what happened on the red carpet last night!!!!! Click HERE to find out.”-  এরকম শিরোনামের পোস্টগুলো প্রাই চোখে পড়ে ফেইসবুকের টাইমলাইনে। শিরোনাম পড়ে অনেকেই কৌতুহলী হয়ে ক্লিক করেন পোস্টের মূল লিংকে, কিন্তু বিস্তারিত পড়তে গিয়ে দেখা যায় কার্যত কোনও তথ্যই নেই মূল লিংকটিতে।

সোর্সঃ http://www.webbdnews.com/archives/365

এরকম আজাইরা ব্যাবসা বন্ধ করতে কঠোর অবস্থানে যাবে ফেসবুক, খবর টা দেখে কেমুন জানি আনন্দ আনন্দ লাগতেছে 😀 এই পোস্টগুলো নিয়ে ফেইসবুকের বক্তব্য, “এ ধরনের পোস্টগুলোতে অনেক বেশি ক্লিক পরে। অর্থ্যাৎ অনেক মানুষ পোস্টগুলো দেখেন, নিউজফিডের উপরেও চলে আসে পোস্টগুলো।”

আই মিন, যত ক্লিক হবে, পোস্ট তত বেশী মানুষের কাছে যাবে। মানে ভুয়া একটা খবর নিজে থেকে ছরিয়ে যাবে !!!!!!!!!!!!!!

একটা উদাহারন দেই দেখেন 😛 😛 😛

ফেসবুকে উপরের খবর দেখে তো আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম প্রায়, আমারেও গুম করে ফেলবে !!!!!!!! আমি গুম হইয়া গেলে এত্তগুলান সাইটের কি হবে !!!! পরে দেখি কোন মন্ত্রী কারে জানি থ্রেট করছে, সঠিক ইয়াদ নাই। সো এরকম ভাবে উলটা পালটা পোস্ট ফেসবুকে দেয়ার জন্য এনাদের ফাসি আমি অনেক দিন থেকেই দাবি করে আসতেছি, আমার কথা কেউ শুনে না। 🙁 🙁 🙁

স্প্যাম পোস্টানো তথাকথিত সাইট মালিক গন সাবধান 😛 😛 😛 😛 পুরা কাহিনী যেনে পরে টিউন করবোক্ষন, ভোর রাতে হাত চলতেছে না, বাট কেন জানি এগেইন আনন্দ আনন্দ লাগতেছে 😛 😛

 

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন

অনেক সুন্দর হয়েছে আপনার পোস্টটা। থ্যাংকস 🙂

একদম আমার মনের কথা কইছেন…. (-_-)

অক্করে উচিত জবাব।