কোন ইমেইল সঠিক কিনা বুঝতে পারছেন না? চেক করে নিন ইমেইলটি সঠিক কিনা সাথে সেই সার্ভার সম্পর্কিত বিস্তারিত তথ্যও!

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

প্রয়োজনের খাতিরে তো কত কিছুই না জানতে হয়। প্রয়োজন ছাড়া আমাদের কাছে সব কিছুই অপ্রয়োজনীয় লাগে। তবে যাদের প্রয়োজন তাদের জন্যই আজকের টুলসটি। আপনি কি জানতে চাচ্ছেন কোন ইমেইল এড্রেসটি সঠিক অর্থাৎ Valid? এর জন্য তো সহজ উপায় হচ্ছে তাঁকে মেইল পাঠালে সেটা সেন্ড হলেই বোঝা যাবে। কিন্তু মেইল পাঠানোর আগেই কিংবা মেইল পাঠান ছাড়াই যদি আপনি জানতে চান যে সেই ইমেইল এড্রেসটি সঠিক কিনা? তার জন্যই আজকের শেয়ার করা টুলসটি। আপনি এই টুলসের মাধ্যমে সেই ইমেইল এড্রেস এর সার্ভার, আইপি ছাড়াও প্রয়োজনীয় ইনফরমেশন গুলো জানতে পারবেন। এবার যাদের যাদের কাছে টুলসটি প্রয়োজনীয় মনে হল তাঁরা চলুন আমার সাথে।

  • এই লিংক এ ভিজিট করে একটু নিচের দিকে একটা বক্স পাবেন।
  • সেখানে আপনি যে ইমেইল সম্পর্কে জানতে চাচ্ছেন সেই ইমেইল এড্রেসটি লিখুন।
  • এবার Check Address ক্লিক করুন।
  • পেয়ে যাবেন সেই ইমেইলটি সঠিক কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য।

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । বিনুদুন পাইতে চাইলে এই টিউন এর কমেন্ট গুলা পড়েন > http://www.techtunes.io/mobileo/tune-id/305714

    ভাই এই বিনোদন কি মিস করা যায়? আগেই পড়ে নিছি। 😛

      @ব্লগার মারুফ: 🙂 হা হা হা , আর ওঁই জিপি আর আই ফোন এর দালাল টাকে দেখা জায় না । ব্যান খাইসে নাকি?

        @Technology Pagol: না খেয়ে যাবে কই?

          @ব্লগার মারুফ: হুম ,কিন্তু আবার অ্যাকাউন্ট খুলতে পারে ,তাই টার আইপি ও ব্যান করা হোক । । যে কোন বাংলালিংক সিম এ নিয়ে নিন ফ্রী ৬০ এমবি ডাটা , ৩০ এসএমএস এবং ৩০ একদম ফ্রী তে । (অফার শেষ হওার আগেই নিয়ে নিন ) > https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/307847

আপনার TUNE VALO.AMI AGE THEKE E PORE

দারুন টিপস ।

একটা প্রশ্ন : – Techtunes এ কিছু Tune এ লেখা থাকে “টিউমেন্টস are closed.” । এর কারন কি Plz বলবেন ?

    @নীলোৎপল বেদী: আপনি টিউমেন্ট বন্ধ করে রেখেছেন।

    আপনি পোস্ট যখন লিখবেন তখন ওখানে সবার শেষে দেখবেন Discussion নামের একটি
    জায়গা ওইখানে Allow টিউমেন্টস অপশনটায় টিক দিন।
    আর যদি Discussion নামের জায়গাটিই খুঁজে না পান তাহলে ওই পেজেরই সবার
    উপরে ডান কানিতে Screen Option নামের লেখা পাবেন সেখানে ক্লিক করে
    Discussion এ টিক দিন তাহলে এবার দেখবেন সবার নিচে Discussion নামের
    এরিয়াটা চলে আসবে আর সেখানে Allow টিউমেন্টস লেখায় টিক দিয়ে দিন।