এডসেন্স এর বিকল্প হিসাবে নতুন বের হল এডমায়া–বিস্তারিত এখানে

আল্লাহ ভরসা
=====================
এডসেন্স এর বিকল্প হিসাবে কত নেটওয়ার্ক ই না বের হয়েছে।তবে নতুন বের হল এডমায়া।আমি 

নিজে এটা ইউজ করিনাই।তবে এরা যা বলেছে তা লেখছি:

১/এরা আপনাকে শিখাবে কিভাবে আপনার টাকা আয় আরো বেশি করা যায়।(এদের নেটওয়ার্ক দ্বারা)

২/তারা আপনাকে ব্যানার ও টেক্স ট এড দেখাবে যে টা থিকেও আপনি ভালো আয় করতে পারবেন।

৩/তারা আপনাকে revenue দিবে যখন তাদের এড এ কেউ ক্লিক করবে।

এবং আরো অনেক কিছু।তাছারাও পাবলিসার রা ৭৫-৮০% আয় করতে পারবেন টোটাল ক্লিক হতে।যেটা কিনা ইনডাসট্রি তে সবচেয়ে বেশি।

সবকিছু দেখে আমার ভালই মনে হল।এই এড নেটোয়ার্ক টি কয়েকদিন হল বের হয়েছে কিন্তু এখনি এলেক্সা রেন্ক ৫৭,৫৯৭

তাই আমার মনে হয় যারা এডসেন্স এ ট্রাই করে হতাশ হয়েছেন তারা এটা ইউজ করে উপকৃত হবেন আশা করি।

পোস্ট টি পূর্বে প্রকাশিত এখানে
___________________________________________________________________________
সাহায্য:
একটা কথা জিগাই কন তো এডব্রাইট ভালো না বিডভারটাইসার ভালো।আমি কয়েকদিন বিডভারটাইসার ইউস করেছি।প্রথম মাসে পেয়েছি ১২.০০ ডলার।এখন কয়েকদিন ধরে খালি ৩ ক্লিক দেখাচ্ছে।আর কেউ ফ্রি সাইট এ পিপিসি এড ইউজ করে সফল হয়েছেন এমন কেউ কি আছেন।যদি থাকেন তাহলে সেই পিপিসি সাইটের লিন্ক দিন।

ভালা থাকিবেন

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 495 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল পোস্ট তবে এ্যাডসেন্স এর বিকল্প হিসাবে কোন এ্যাড নেটওয়ার্কেই তুলনা করা যাবে না। বুঝেন তো গুলগ মানেই বসসসসসসসসসসসসসসসসসসসসস 🙂

আর কটি কথা আপনি আপনার পোষ্টের ট্যাগ সিলেকশনটি ঠিক কনে দিন। রিলেটের কোন লিখাই আসে নাই।

AdMaya ভালো কিনা তা এক্ষুনি বলা যাচ্ছেনা, তবে টিউনে অবশ্যই লিখে দিন যে এরা টাকা দেবে পেপাল দিয়ে। অধিকাংশ বাংলাদেশি ব্লগারদের পেপাল নেই। অন্য কোনো পেমেন্ট সিস্টেম এরা বলেনি। ন্যূনতম পেমেন্ট পরিমানের কথাও লেখা নেই। তার জন্য হয়তো বা রেজিস্টার করতে হবে। অর্থাৎ সবকিছু জেনে ও বুঝে রেজিস্টারের উপায় রাখেনি এরা।
তাছাড়া, from the AdMaya blog অংশটি এক নজরে দেখলেই বোঝা যাবে যে এদের সব সিস্টেম এখনো পরীক্ষামূলক অবস্থায় আছে, নানা ত্রুটি ধরা পড়ছে এবং তারা সেইসব ঠিকঠাক করায় ব্যাস্ত আছে। সাইট সবে ৮-মে-২০১০ তারিখে রেজিস্টার হয়েছে! তাও মাত্র ১ বছরের জন্য রেজিস্টার হয়েছে। কি দেখে আপনার মনে হয়েছে যে গুগলে যারা হতাশ হয়েছে তারা এতে লাভবান হতে পারে?

    খাইসে আমারে!!!আপনার মতো এতো কঠিন বিবেচনা তো করিনি রিয়া আপু।যাই হোক আপনি কোথায় থাকেন?

    আমি কোলকাতায় থাকি এখন প্রায় ৩ বছর হতে চললো।

কিছুই বলার নাই , কারন আমি এইসব বুঝি না, তবে এটাই বলব “ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না”

যদি আপনার অনলাইনে আয় করতে চান তবে সহজ কাজ হিসেবে neobux এ যোগ দিতে পারেন।
আমার রেফারেলে রেজিষ্টার করুন। প্রতি ১০০ ক্লিক এ আমি আপনাকে ১ ডলার দেব। আর আপনার একাউন্টে ১ ডলার হবে। কিছু লোক রেন্ট করবেন আশা করি মাস শেষে কিছু থাকবে।

আমার রেফারেল লিংক: http://www.neobux.com/?r=diganto

    Level 0

    কি ভাই
    আপনার টিউনে ২ জনকে উলটা পালটা কমেন্ট করেছেন

    ১ জঙ্কেতো পুরা পাগল বলেছেন
    আর আরেকজঙ্কে লিঙ্ক দেয় এই কথা বলেছেন

    এখন আপনি কিসের লিঙ্ক দিচ্ছেন ??????????????????????????????

ধন্যবাদ শেয়ার করার জন্য। ষ্টাডি করে দেখি………