যদি YouTube Red এর সাবস্ক্রাইবার না হই তবে কি হবে?

আপনারা জানেন যে YouTube নতুন একটি সার্ভিস চালু করছে তা হলো YouTube Red। তথ্য প্রযুক্তির খবরের সাইট সি-নেট এ এই খবর প্রথমবার প্রকাশের পর পর সারা পৃথিবী তে ছড়িরে পরে হই হুল্লোড়। যে ইউটিউব আর ফ্রী থাকছে না। মাসিক চার্জ বাতিত ইউটিউব চালানো যাবে না আরো কত কি! শুধু কি সারা পৃথিবী তে? বাংলাদেশে ও কম হুল্লোড় পরেনি। প্রথম-আলো এর মত বড়ো বড়ো  সাইট গুলোতে প্রথম লাইন ছিল যে, "অবশেষে ফ্রী বলে আর কিছু থাকল না।" কতো যে গুজব। কেও কেও তো আবার বলেছে, "ইউটিউব কে টাকা দেবো? কিন্তু কেনো? ইউটিউব এইবার শেষ।" তো এই YouTube Red নিয়ে যখন এত মাতামাতি তো চলুন জেনে আসি এর আসল কাহানী।

ইউটিউব রেড
ইউটিউব রেড

ইউটিউব রেড কি জিনিষ?

YouTube Red সম্পূর্ণ একটি নতুন সেবা। যেটা ইউটিউব এর কনো কিছুর ই নিয়ম পরিবর্তন করবেনা। বরং নতুন কিছু ফিচার যোগ করবে ইউটিউব এ যা আগে কখনও ছিল না। YouTube Red আসলে তিনটি বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথমটি হলো বিজ্ঞাপন মুক্ত ভিডিও, দ্বিতীয় টি ফ্রেস এবং Exclusive কন্টেন্ট। যদিও বেশির ভাগ মানুষ Exclusive কন্টেন্ট এর পরঅয়া করে না। আসলে আপনি যদি PewDiePie এর মতো বিখ্যাত YouTubers এর সাবস্ক্রাইবার হয়ে থাকেন তবে Exclusive কন্টেন্ট এর পরঅয়া হতে পারে। তার পর ও আমি ইউটিউব ভিডিও দেখতে টাকা দিতে চাইব না। ঠিক আছে আপনার টিউমেন্ট। আপনি যদি টাকা না দিতে চান তো কিছু এ হবে না, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি Exclusive কন্টেন্ট  গুলো মিস করতে চাইনা তবে এটি মতলব রাখে। তখন আপনি মাসে ৳৮০০ টাকা প্রদান করতে পারেন ইউটিউব কে। আসলে উচ্চ অবস্থানের চ্যানেল গুলো বা নিয়মিত ইউটিউব চ্যানেল এর কনো পরিবর্তন করা হচ্চে না। আগে যা ছিল ঠিক তা ই থাকবে। YouTube Red এ নতুন  চ্যানেল নতুন ভিডিও যোগ করা হবে। যা দেখতে আপনাকে পরিশধ করতে হবে ইউটিউব কে। আপনি এখনও আপনার পছন্দের PewDiePie এর মতো বিখ্যাত চ্যানেল গুলো বিনা মুল্যেই দেখতে পারবেন। ঠিক আগে যে ভাবে দেখতেন। আর তৃতীয়ত YouTube Red এ যোগ হচ্ছে ইউটিউব মিউজিক যা আসলে গুগল প্লে মিউজিক। এই সেবাটি অনেক টা Spotify এর মত। যা আপনাকে অনলাইন মিউজিক স্ট্রিম করার শুবিধা দেবে। এখানে আপনি সকল নতুন প্রাপ্ত  মিউজিক গুলো উপভোগ করতে পারবেন। সুতরাং আপনি YouTube Red এ Subscriptions নিলে অনলাইন মিউজিক স্ট্রিম করার ও শুবিধা পাচ্ছেন।

যদি YouTube Red এর সাবস্ক্রাইবার না হই তবে কি হবে?

যদি YouTube Red এর সাবস্ক্রাইবার না হই তবে কি হবে? আসল প্রশ্ন কিন্তু এইটাই! এর উত্তর হলোঃ কিছুই হবে না। আপনি আপনার ইউটিউব অভিজ্ঞতা আগের মত ই চালিয়ে জেতে পারবেন। হাঁ বন্ধুরা কনো কিছুই পরিবর্তিত হবে না। আপনি অ্যাড যুক্ত ভিডিও দেখতে পারবেন কনো প্রকারের অসুবিধা ছাড়াই। আপনি যদি চান তো অ্যাড ব্লকার ব্যবহার করে অ্যাড থেকে রক্ষা পেতে পারেন। ঠিক যেমন টা সব সময় করে এসেছেন। কিন্তু আপনি যদি একটু অন্য ধারনার মানুষ হয়ে থাকেন, যেমনঃ আপনি যদি YouTubers দের সাহায্য করতে চান যারা কিনা আশলেই অনেক পরিশ্রমি তবে আপনি মাসিক ১০ ডলার খরচ করতে পারেন ইউটিউব রেড এর জন্য। আপনি যদি অ্যাড মুক্ত ভিডিও দেখতে ভালোবাসেন বা আপনি এমন কিছু ভিডিও দেখতে চাচ্ছেন যা দেখে এখুনি কাজ এ লাগবে তখন আপনি যদি ৩০ সেকেন্ড এর অ্যাড না দেখতে চান অথবা আপনি যদি আপনি Exclusive কন্টেন্ট  এবং গুগল মিউজিক মিস না করতে চান অথবা অ্যাড ব্লকার ব্যবহার করতে ভালো বোধ করেন না তবে $10 আপনার কাছে কিছুই না।  তবে আবার ও যেনে রাখুন YouTube Red আপনার প্রতিদিনের ইউটিউব অভিজ্ঞতার কোনো বিক্রিতি ঘটাবেনা, শুধু মাত্র নতুন কিছু অভিজ্ঞতা যোগ করবে ইউটিউব এ যা আগে কখনও ছিল না। "অবশেষে ফ্রী বলে আর কিছু থাকল না" এই সব গুজব ছাড়া আর কিছু এ না বন্ধুরা।

YouTube Red নিয়ে আরো কিছু ভয় ভিতিঃ

ভোক্তারা এবং Creators রা  ইউটিউব রেড নিয়ে আরো কিছু ভয় এর মদ্ধে আছে। এর মদ্ধে অন্নতম ভয় হলো Creators দের নিয়ে। অনেকে মনে করছেন যে YouTube Red এর জন্য Creators রা Revenue লস করবেন। যারা ফ্রী ইউটিউব ব্যবহার করবে তারা অধিকাংশ অ্যাড ব্লকার ব্যবহার করবেন এবং যারা YouTube Red সাবস্ক্রাইবার তারা Exclusive কন্টেন্ট এবং এবং গুগল মিউজিক নিয়ে বাস্ত থাকবেন। আমি এই সমস্যা গুলোর সমাধান দেয়ার চেষ্টা করছি। সাধারণত একটি ভিডিও যখন ১০০০ বার ভিউ হয় তখন সেটা থেকে আসে মুটামুটি $1 ডলার। যদিও এই হিসাব নির্ভর করে চ্যানেল হিসেবে এবং Viewers এর অবস্থান হিসেবে। কনো কনো চ্যানেল এ এর চাইতেও বেশি আসতে পারে। যাই হোক! আমার মতে YouTube Red থেকে প্রাপ্ত অর্থ গুগল এক জাইগায় একত্রিত করবে তারপর তা YouTubers দের কাছে বিতরন করা হবে। এখন একজন YouTubers এর উপার্জন নির্ভর করবে যে কয়জন ফ্রী সাবস্ক্রাইবার ভিউ করল এবং কয়জন YouTube Red সাবস্ক্রাইবার ভিউ করল তার উপর। যেখানে ১০০০ ভিউ পেতে হত $1 ডলার Revenue এর জন্য সেখানে YouTube Red সাবস্ক্রাইবার থাকার কারনে উপার্জন আরো বেরে যাবে। তাহলে এটাই দেখতে পেলাম যে YouTube Red এর জন্য Revenue কমবে না, বরং কম ভিউ এ বেশি Revenue পাওয়া যাবে।

উপসংহারঃ

পরিশেষে এইটাই বলব যে YouTube Red চমৎকার একটি সেবা। যা আপনার ইউটিউব অভিজ্ঞতা কে প্রশার করবে। আপনার প্রিয় ইউটিউব জন্ম থেকেই ফ্রী ছিল এখনও ফ্রী ই থাকবে। তারা নতুন কিছু ফিচার যোগ করেছে এতে। প্রিমিয়াম ফিচার উপভোগ করতে চাইলে কেন পে করবেন না? যেখানে আপনি পাচ্ছেন অ্যাড ফ্রী ভিডিও, Exclusive কন্টেন্ট এবং গুগল মিউজিক। তাই YouTube Red নিয়ে যত গুজব শুনেছেন এবং গেয়েছেন তার এখানেই সমাপ্তি।

আমার লেখা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার Technology Blog থেকে ঘুরে আশ্তে পারেন। আপনাদের জন্য আমার কিছু জ্ঞান সাজিয়ে রেখেছি সেখানে। ভালো থাকবেন। আবার নতুন কিছু শেখাতে ফিরে আসব কথা দিচ্ছি।

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন ধন্যবাদ ভাই

Thanks every one for support