বিডি ডোমেইন বিষয়বস্তু আজানা বিষয়

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউনটি। আজকের টিউনটির বিষয় বস্তু হচ্ছে : বিডি ডোমেইন বিষয়বস্তু আজানা বিষয়।

.bd (.বিডি) বাংলাদেশের জন্য আন্তর্জাল প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত এবং ডোমেইন সাফিক্স। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বোর্ড (বাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড) ".bd"-র নিবন্ধন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। বিটিসিএল সরাসরি ".bd"-র অধীন কোন ডোমেইন নিবন্ধন করে না, ডোমেইন নামকে অবশ্যই কোন একটি সাবডোমইন হতে হবে। এই মুহূর্তে বিটিসিএল যে সমস্ত সাব ডোমেইনের নিবন্ধন অনুমোদন করে তা হল-

 

অধীনস্থ সাব ডোমেইন

সাব-ডোমেইনধরননিবন্ধন যোগ্যতার
.com.bdব্যবসায়িকসংস্থার বা ব্যক্তিদের
.edu.bdশিক্ষাপ্রতিষ্ঠানশিক্ষাপ্রতিষ্ঠানসমূহ
.ac.bdবিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়সমূহ
.net.bdনেটওয়ার্কআন্তর্জাল সংযোগ সংস্থা
.gov.bdসরকারকেবলমাত্র প্রশাসন, আইন,
বিচার ও অন্যান্য সরকারি সম্পর্কিত বিষয়ে সীমাবদ্ধ
.org.bdসংস্থাসংস্থাসমূহ
.mil.bdসামরিক বাহিনীকেবলমাত্র সামরিক বাহিনী ও সামরিক বাহিনীর
প্রতিষ্ঠানের সম্পর্কিত বিষয়ে সীমাবদ্ধ
.বাংলাযে কোনো(ব্যবহারে নেই এখনো)

 

".bd"-র অধীন কোন ডোমেইন নিবন্ধন করতে হলে বিটিসিএল বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। আবেদন ফরমের সাথে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। আবেদন ফরম, ফির অঙ্ক ও অন্যান্য তথ্য বিটিসিএল এর ওয়েব সাইটে পাওয়া যায়। এই মুহূর্তে বিটিসিএল অন্য কোন পক্ষের মাধ্যমে ডোমইন নিবন্ধন করতে দেয় না।

নিবন্ধনকৃত ডোমেইনের তথ্য নিয়ে বিটিসিএল একটি হুইজ ডেটাবেস পরিচালনা করে।

 
সর্বশেষ কথা :
আজকের টিউনটি করতে বিভিন্ন স্থান থেকে তথ্য খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই
টিউনমেন্ট/টিউমেন্ট এর মাধ্যমে জানাবেন। আপনাদের টিউনমেন্ট/টিউমেন্ট পেলে আরো নতুন টিউন করতে ভালো লাগলে। সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন এই কমনায় আসকের মতো বিদায় নিলাম।

 

ফেসবুক |  টুটইটার | আমার ব্লগ

Level 2

আমি তাহসিন হামিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারন একজন। প্রযুক্তি নিয়ে লেখালেখি করতে ভালো লাগে । এর থেকে বেশি কিছু বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ম। কিছুটা অ জানা ছিলো। জানতে পারলাম।