ওয়াইফাই নেটওয়ার্ক লুকিয়ে রাখুন সারাক্ষণ, আর ফুল স্পীড নিজেই ব্যবহার করুন।

আসসালামুয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন, আমি আলহুমদুলিল্লাহ সব সময় ভালোর দলেই থাকি, কতো কিছু ডাউনলোড, কতো কিছু নিয়ে ঘাটা ঘাটি, ইচ্ছা মতো গান সুনা, ইন্টারনেট নিয়ে কত্ত কিছু, তবে যদি ইন্টারনেট এর স্পীড কম হয় তাহলে তাহলেতো ভালই লাগে না, আবার যদি স্পীড বেশি দিয়ে ডাটা কিনতে হয় তাহলেতো খরচ এর মাত্রা অনেক,  এই জামেলা থেকে অনেকেই এখন মুক্ত, কারন অনেক জায়গায় এখন Brodband Internet চলে এসেছে, তাই অনেকেই এখন এই ইন্টারনেট ব্যবহার করছেন,

তার মধ্যে অনেকেই রাউটার দিয়ে ব্যবহার এটা ব্যবহার করেন যেমন খরচ বাচে তেমন আবার স্পীড ও বেশি পাওয়া জায়, যারা রাউটার ব্যবহার করেন আজ আপনাদের টিউটোরিয়াল কিভাবে আপনি আপনার ওয়াইফাই এর নেটওয়ার্ক লুকিয়ে রাখবেন, বুজতেসেন না নাকি, ধরুন আপনার একটা ওয়াইফাই রাউটার আছে কিন্তু পরিচিত কেও বুজতে পারলেই খালি বলে ভাই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড টা দিন একটু চালাই, আরকি বাধ্য হয়ে দিতে হল আর যদি আশে পাশে কেও থাকে বা বন্ধু থাকে তাহলে তো কোন কথাই নাই, রেগুলার হয়ে গেল, স্পীড ও একটু কমে গেল আর যদি আপনি চান কাওকে দিবেন না,

তাহলে আজ আপনাদের কে দেখাব কিভাবে আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্ক লুকিয়ে রাখবেন, যেমন আপনার ওয়াইফাই সারাক্ষণ অন থাকবে কিন্তু কার ওয়াইফাই এ আপনার নেটওয়ার্ক টা শো করবে না, আর এটা করাতে আপনার থেকেও কেও পাসওয়ার্ড চাইবে না, স্পীড ও কমলো না তো চলুন শিখে ফেলি কিভাবে করবো।

  • এটা করাতে আপনার রাউটার এর কোন ক্ষতি হবে না
  • একদম সোজা করতে কোন অসুবিদা হবে না
  • আইফোন, আন্দ্রইদ, যে কোন ডিভাইস এ ব্যবহার করা যাবে লুকনো নেটওয়ার্ক
  • সবার শেষের কথা হোল খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখুন আর শিখে ফেলুন

ভিডিও দেখুন এখন টিউন এর পাতায়

আপনাদের যদি কোন কিছু বলার থাকে বা জানার দরকার হয় তাহলে টিউন এর টিউমেন্ট বক্স এ টিউমেন্ট করুন অথবা আমার ফেসবুক পেজএ ইনবক্স করুন, আজ এই পর্যন্তই সবাই ভাল থাকুন, আবার আসবো নতুন কিছু নিয়ে, আল্লাহ হাফেজ।

Level 3

আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস