কিভাবে আপনার youtube এর চ্যানেল Customize করবেন এবং আরো বেশি আকর্ষনীয় করে তুলবেন।(নতুনদের খুব উপকারে আসবে)

সবাই কেমন আছেন?

আশা করি ভালো আছেন। এই টিউন লেখার আগে ধরে নিচ্ছি আপনার একটা youtube চ্যানেল আছে।আর না থাকলে আপনি কোন ভিডিও আপলোড করলে অটোমেটিক account হয়ে যাবে যদি আপনার একটা gmail account থাকে।এখন টিউনে আসি। প্রথমেই আপনি youtube  যাবেন আপনার ব্রাউজার এর মাধ্যমে। তারপর my channel যাবেন। সেখানে গেলে নিচের চিত্রের মত দেখা যাবে

এখন আপনি  settings যাবেন। settings বলতে উপরের চিত্র দেখেন আমি setting টিকে সবুজ color এর বর্ডার দিয়ে একে দিয়েছি।

এটা ক্লিক দিলে আপনি এরকম একটা চিত্র পাবেন Customize the layout of your channel এটা অন করে দিবেন এখন আপনার চ্যানেল customize এর জন্য উপোযোগী হয়ে যাবে।

তারপর চ্যানেল art এর edit option যেয়ে Edit Links click করুন

এখন আপনার facebook page কিংবা website link দিতে পারবেন আপনার youtube channel art এর ভিতর। এখন Add a Selection ক্লিক করে আপনার চ্যানেল customize করুন আরো আকর্ষনীয় ভাবে।

এখন channel থেকে Future Content click করে একটা ভিডিও ক্লিক করুন যেটা আপনার প্রত্যেক ভিডিও দেখার শেষে একটা ভিডিও সাজেষ্ট করবে viewer এর কাছে। চ্যানেল থিকে branding click করে একটা ফোটো সেট করুন যেটা আপনার ভিডিও এর ভিতর সাবস্ক্রাইব বাটন হিসেবে কাজ করবে।

টিউনটি বুঝতে সমস্যা হলে এর উপর একটা ভিডিও আছে দেখে নিন ভালো হবে টিউনে সবকিছু লিখতে পারি নাই অলসের কারনে।

এই বিষয়ে কোন কিছুর জানার থাকলে আমি Omar Faruk  এবং আমার Youtube channel সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। সবাই ভালো থাকবেন ব্যাই।

Level 1

আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস