বন্ধুদের জন্মদিনে শুভেচ্ছা জানান ফ্ল্যাশ এনিমেশান দিয়ে

আসসালামুয়ালাইকুম।ফেসবুকে ইদানিং বন্ধুসংখ্যা অনেক বেড়েছে।প্রায় প্রতিদিন দুই-চার জনের জন্মদিন এ শুভেচ্ছা জানাতে হয়।প্রায় অনেকেই ছবি বা স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।চিন্তা করলাম এরচেয়ে ভাল কোন জিনিস ফেসবুক ওয়ালে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায় কিনা।সেই চিন্তা থেকে ফ্ল্যাশ এনিমেশান এর কথা মনে পড়ল।গুগলে সার্চ দিয়ে একটা সাইটে কিছু জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কিছু ফ্ল্যাশ এর সন্ধান পেলাম।ফ্ল্যাশগুলো অনেক সুন্দর লাগল তাছাড়া যাদের শুভেচ্ছা জানিয়েছি সবাই খুবেই পছন্দ করল। আপনারা চাইলে বন্ধুর জন্মদিনে এই সকল ফ্ল্যাশ ফেসবুকে বা মেইলের মাধ্যমে পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারেন।যেহেতু টেকটিউনস এ এম্বেডেড ফ্ল্যাশ সাপোর্ট করে না তাই সরাসরি লিঙ্ক দিলাম।ফেসবুকেও ফ্ল্যাশ সাপোর্ট করে না তাই লিঙ্ক ওয়ালে দিতে হবে।লিঙ্কে ক্লিক করে সরাসরি ফ্ল্যাশগুলো দেখতে পাবেন।

১ম ফ্ল্যাশ

২য় ফ্ল্যাশ

৩য় ফ্ল্যাশ

৪র্থ ফ্ল্যাশ

৫ম ফ্ল্যাশ

-----------------------------------------------------------------------------

ফ্ল্যাশগুলো পেয়েছি এই সাইটে

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আনেক সুন্দর………….ধন্যবাদ

ভালো হয়েছে 😀

আসলেই সুন্দর! 🙂

Level 0

খুব ভাল লেগেছে।শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।আমি এগুলো আমার কম্পিউটারে কিভাবে সেইভ করব?

ভাই ফ্লাস গুলো মেক করেছেন না সংগ্রহ করেছেন। সংগ্রহ করলে সাইটের নামটি শেয়াররের আবেদন জানাচ্ছি।

    ফ্ল্যাশগুলো যে আমার বানানো না তা আমি টিউনেই বলেছি এছাড়া টিউনের শেষে সাইটের নামও বলে দিয়েছি। 🙂

ভাল লাগল ।

ভাল লাগল। পরে কাজে দিবে।

    আপনি কি বাংলা লিখতে পারেন না? কমেন্ট বক্স এর নিচে বাংলা লেখার জন্য তিনটি লেয়াউট আছে।এগুলো দিয়ে চেষ্টা করুন।তাতেও সমস্যা হলে অভ্র কিবোর্ড ডাউনলোড করে চেষ্টা করুন বাংলা লিখতে।ইন্টারনেটে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।প্রথম একটু সমস্যা হবে লিখতে তবে ইনশাআল্লাহ পরবর্তীতে আর সমস্যা হবে না।

চ-ম-ৎ-কা-র

চমতকার