দেখুন 2G, 3G, 35g, 39g, 4g এসবের মানে কি?

2G, 3G, 3.5g, 3.9G এসবের মানে কি?

অনেকের অনেকের হয়তো মাথায় ঘুরপাক খাচ্ছে 3G,
3.5g, 3.9G  4G এসব কি, চলুুুন জেনে নেই

2G = GSM (Global System for Mobile) গ্লোবাল সিস্টেম ফর মোবাইল

○ 2.5G = GPRS (General Packet RadioService) জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস * জিপিআরএস প্রতি সেকেন্ডে 56-114 kbit ডাটা প্রদান করতে সক্ষম

○ 2.75G = EDGE (Enhanced Data Ratefor GSM Evolution) উন্নত ডাটা রেট GSMবিবর্তনের জন্য EDGE : প্রতি সেকেন্ডে 400kbit পর্যন্তডাটা প্রদান করতে সক্ষম।

○ 3G = (Third Generation) তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা। যা WCDMA-(UMTS) প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা হয়, WCDMA = (Wideband Code Division Multiple Access) ওয়াইডব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাকসেস* যার গতি EDGE চেয়ে বেশী

○ 3.5G HSDPA (High Speed Downlink Packet
Access) হাই স্পিড ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস, HSDPA এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 7.2 Mbit ডাটা পাওয়া সম্ভব HSUPA (High Speed Uplink Packet Access) হাই স্পিড আপলিংক প্যাকেট এক্সেস HSUPA প্রতি সেকেন্ডে 5.8 mbit আপলোড স্পীড পাওয়া যায়|

○3.75G HSPA (High Speed Packet Access) হাই
স্পিড প্যাকেট এক্সেস HSPA প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 21থেকে 28 mbit স্পিড পাওয়া সম্ভব

○ 3.8G, 3.85G, 3.9G (Pre-4G)
HSPA+ (Evolved High Speed Packet Access) প্রসূত হাই স্পিড প্যাকেট এক্সেস HSPA+ প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 168mbit পর্যন্ত স্পিড পাওয়া সম্ভব।

○4G = (Fourth Generation) চতুর্থ LTE (Long Term Evolution) দীর্ঘ মেয়াদী বিবর্তন LTE প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 299.6 Mbit পর্যন্ত গতি পাওয়া সম্ভব.

Banglalink Free facebook

নতুন নতুন ফ্রি নেট এবং নিউজ আপডেট পেতে আমাদের সাইটে ভিজিট করুন - http://www.mohinbd24.com

Level 4

আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

MASA-ALLAH Khub Valo Hoyche