গ্রামীণফোন নিয়ে এলো মিনিপ্যাক 99MB মাত্র ৯৯ টাকায়

আপনার সকল সোশাল নেটওয়াকিং প্রয়োজন মেটাতে গ্রামীণফোন নিয়ে এলো নতুন ইন্টারনেট প্যাকেজ “মিনিপ্যাক 99MB,” যা চালু হয়েছে ২০ মে ২০১১ থেকে। এই ইন্টারনেট প্যাকেজে গ্রাহক ৯৯ মেগাবাইট ডাটা ব্যবহার করতে পারবেন মাত্র ৯৯ টাকায়, যার মেয়াদ হবে ১৫ দিন। বর্তমানে এই প্যাকেজ শুধুমাত্র প্রিপেইড গ্রাহকরা ব্যবহার করতে পারবেন

কিভাবে সাবস্ক্রাইব করবেন
মিনিপ্যাক 99MB চালু করতে গ্রাহককে ৯৯ লিখে এসএমএস প্রেরণ করতে হবে 5000 নম্বরে অথবা *500*9# ডায়াল করতে হবে। এসএমএস প্রেরণের জন্য কোন চার্জ প্রযোজ্য হবে না।
কিভাবে অব্যবহৃত ব্যালান্স চেক করবেন
মেয়াদ ও অব্যবহৃত ব্যালান্স চেক করতে *500*60# ডায়াল করতে হবে ।
বিস্তারিত বিবরণ
• মিনিপ্যাক 99MB প্রিপেইড গ্রাহকদের জন্য একটি ইন্টারনেট প্যাকেজ যার মাধ্যমে ৯৯ মেগাবাইট ডাটা ব্যবহার করা যায় ৯৯ টাকায় (ভ্যাট +)
• চালু করার দিন থেকে এর মেয়াদ ১৫ দিন
• ১৫ দিন পর গ্রাহকের একাউন্টে প্রয়োজনীয় ব্যালান্স থাকলে মিনিপ্যাক 99MB স্বয়ংক্রিয় ভাবে নবায়িত হবে
• গ্রাহকের একাউন্টে প্রয়োজনীয় ব্যালান্স না থাকলে মিনিপ্যাক 99MB নিস্ক্রিয় হয়ে যাবে এবং গ্রাহককে রিচার্জ করার পর নতুন করে মিনিপ্যাক 99MB চালু করতে হবে
• স্বয়ংক্রিয় নবায়ন প্রক্রিয়া বন্ধ রাখতে মেয়াদ শেষ হবার আগেই off লিখে এসএমএস পাঠাতে হবে 5000 নম্বরে
• যদি গ্রাহক ১৫ দিন এর আগেই ৯৯ মেগাবাইট ডাটা ব্যবহার করে ফেলেন তাহলে তিনি আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, কিন্তু মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চালু মিনিপ্যাক 99MB থাকবে
• মেয়াদ শেষ হবার সময়ও যদি গ্রাহকের সব ডাটা ব্যবহার শেষ না হয় তাহলে স্বয়ংক্রিয় নবায়নের সময় তা নতুন ডাটার সাথে যুক্ত হবে

সুএ -গ্রামীণফোন ওয়েব সাইড

Level 0

আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

১৫ দিন খুব সময় । তার চেয়ে তেত্রিশ টাকা দিয়ে P7 প্যাকেজ নেয়া ভাল । P7 এর পরিমান ১৫MB . মেয়াদ ১৫ ।

    ধন্যবাদ………জানানোর জন্য

প্যাকেজটা ভাল তবে হারামীরফোন চার্জটা একদম বেশী করে ফেলেছে।
চিন্তা করে দেখুন যেখান ১ গিগা দিচ্ছে ৩০০ টাকায় সেখানে ৯৯ মেগার জন্য ৯৯ টাকা।

    ঠিক

    Level 0

    আপনার প্রথম লাইনটা খুব ভাল লাগল । আমিও হারামি ফোনরা দাম একটু বেশিই রাখছে ।

    একতা সিমে কিন্তু 1 GB মাত্র 250 টাকায় দিচ্ছে! কাজেই P9 নিঃসন্দেহে একটা বাজে অফার!

    Level 0

    সত্য বলেছেন । অন্য অপারেটর যেখানে 1 GB দিছছে ২৭৫ টাকায় ১ মাস মেয়াদ সেখানে ৯৯ মেগা কি করে ৯৯ টাকা ধরে GP ? ওদের কত টাকার দরকার? এটা কি ব্যবসা??????????????????????????

    শাহ আলম ভাযের সুরে সুর মিলিয়ে আমি০ বোলবো "হারামীরফোন চার্জটা একদম বেশী করে ফেলেছে" কারন তাদেরই p4 সার্ভিসটা ৬০টাকায় ১৫০মেগা মেয়াদ ১দিন ……….আর এটা ৯৯ টাকায় ৯৯মেগা .. তাহলে কি মেগাবাইটএর চেয়ে দিন দিন গননার গুরুত্ই বেশী ?????? কি বুঝাতে চাই বাঙ্গালীদের …………????????????/আর কত ধান্দাবাজী…………..!!

198=১৯৮মেগা ১মাস, Airtel 275=১গিগা ১মাস
>_< ফালতু অফার (proved)

    তাদেরই p4 সার্ভিসটা ৬০টাকায় ১৫০মেগা মেয়াদ ১দিন ……….আর এটা ৯৯ টাকায় ৯৯মেগা .. তাহলে কি মেগাবাইটএর চেয়ে দিন দিন গননার গুরুত্ই বেশী ?????? কি বুঝাতে চাই বাঙ্গালীদের …………????????????/আর কত ধান্দাবাজী…………..!! yeas u r right..! (proved)

    ভাই Airtel এর কথা বলবেন না এরা কোটি টাকা কর ফাকি দিয়ে বাংলাদেশে ব্যবসা করে।আমরা বিদুৎ পাইনা আর এ Airtel এর ২০৫ টি টাওয়ারে নিরবিচিন্ন বিদুৎ দেওয়া হচ্ছে কেন সুধু ভারতের কোম্পানি বলে ।আসুন আমরা সবাই Airtel কে বয়কট করি।

Level 0

বাজে অফার

    মন্তব্য এর জন্য ধন্যবাদ

Level 0

ভাল নিউজ ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

Level 0

খবরটি জানানোর জন্য ধন্যবাদ। রাসেল ভাই, গ্রামীনফোনের মডেম huawei E1550 দিয়ে অন্য কোন মোবাইল কোম্পানির সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করা যাবে কিনা জানালে উপকৃত হবো।

    আমি ঠিক জানিনা আপনি অন্য সিম লগান দেখেন ইন্টারনেট কানেক্ট হয় কিনা…………..

    কাজ হয় ১০০% এর মধ্যে ২ %। নেটওয়ার্ক পায় আবার পায় না।

    ১০০% ই কাজ হয় । কারন আমি প্রায় সব সিম ব্যবহার করি আমার জিপি মডেমে। এখন আমি রবি ব্যবহার কড়সি। কোন সমস্যা নেই।

৯৯টাকায় ৯৯মেগাবাইট হলে ১জিবির দাম ১০২৪টাকা।এই রকম ডাকাতি এক মাত্র হারামি ফোনই করতে পারে।

আসলে ৯৯ টাকাটা অবশ্যই বেশি। টাকা কমান নইলে মেগাবাইট ও মেয়াদ বাড়ান।

গ্রামীনের অফার বরাবরই বেশি টাকায় কম সুবিধার হয়ে থাকে। তবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

    ধন্যবাদ……….

    Level 0

    হারামি ফোন সত্যিই বেশিই টাকায় কম সুবিধা দেয় ।

Level 3

সিটিসেল ONE এর অফার টা তো অনেক ভাল। কারন ৩০০ এমবি ১০০ টাকা ৩০ দিন মেয়াদ।

    ধন্যবাদ আপনাকে তথ্য টি শেয়ার করার জন্য

    Level 0

    সত্য বলেছেন এ জন্য ধন্যবাদ। ওদের Net Speed ও ভালো। Zoom300 লিখে 9666 এ send করলেই হবে। কাটবে মাএ ১১৫ টাকা। দালালি করছিনা ভাই। সত্য বললাম শুধু।

ধন্যবাদ আপনাকে তথ্য টি শেয়ার করার জন্য………কিন্তু গ্রামীণফোন আমদের শেষ করতেছে আর AIRTEL দেশটাকে শেষ করতেছে………….সাথে আবার SUPPORT দিতেছে আমাদের প্রাণ প্রিয় সরকার………।।আওয়ামী লীগ থাকলে INDIA………….আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বীএম্পী থাকলে আমেরিকা……………..আমরা কতো শান্তিতে আছি………………………

    আপনার কথা ১০০%সত্যি ……………আনেক ধন্যবাদ

Level 0

গ্রামীন ফোন ইন্ডিয়াতে ইউনিনর, এরা ইন্ডিয়াতে দেয় ৬ জিবি মাত্র ৯০ টাকা (১ মাস)।:)

    বলেন কি ৬জিবি………

    নির্যাতিত বাঙ্গালীর সময় এসেছে প্রতিবাদের।

১ মাস হলে ভালো হত.. 🙁

প্রিয় rasel japan, আপনি কি এই প্যাকেজে উৎফুল্ল হয়েছেন?

    না সুধু যারা জানেনা তাদের জন্য…………ধন্ন

মজা পাইলাম। পি-৬ ৩০০ টাকা = ১০২৪ মেগা। ৩০ দিন মেয়াদ
পি-৯ ৯৯ টাকা = ৯৯ মেগা। ১৫ দিন মেয়াদ

এসব নিয়া চিল্লাচিল্লি করতে আর ভালো লাগে না….