সি প্যানেল চেইন টিউন [পর্ব–২] :: Preferences

সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 2 এ  সবাইকে সাগতম।  কিছুদিন আগে প্রথম টিউটোরিয়াল  লিখেছেলাম একটু ব্যস্ত থাকার কারনে দেরিতে হলেও আবার হাজির হলাম সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে । প্রথম পর্বে  ইমেইল একাউন্ট তৈরি এবং ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম ।

আজ আলোচনা করব  Preferences  নিয়ে। চলুন একনজরে দেখে নেই কি আছে  Preferences নামের এই অংশে :

  • ১। Getting Started Wizard
  • ২। Video Tutorials
  • ৩। Change Password
  • ৪। Update Contact Info
  • ৫। Change Style
  • ৬। Change Language
  • ৭। Shortcuts
  • ৮। RVSkin Theme Changer

একটি সাধারন  সি-প্যানেল এ Preferences অংশে মুলত উপরের ৮ ধরনের টুলস নিয়েই সাজানো। এখানে ক্লিক করে সিপেনেল এর ডিমো দেখতে পারেন-  সি-প্যানেল ডিমো  (Username: x3demob,Password: x3demob)

  • Getting Started Wizard: নতুনদের জন্য এই অংশ টুকু বিশেষ গুরুত্বপূর্ণ  কেননা এই অংশেই সিপেনেল এর মোটামোটি সব রকম ধারনা ও ব্যবহার বিধি  জানতে পারবেন  এখান থেকে। মুলত নতুন দের জন্যই এই অংশটুকু ।
  • Video Tutorials: লেখা দেখেই বুঝতে পারতেছেন এখানে ভিডিও টিউটোরিয়াল পাবেন। হা এখানে সি প্যানেল ব্যবহার বিধি নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবেন।
  • Change Password: এখান থেকে  আপনি আপনার সি প্যানেল এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন  ।  তবে এর জন্য আপনাকে আপনার পুরাতন পাসওয়ার্ড(বর্তমানে ব্যবহারিত) জানা থাকতে হবে ।
  • Update Contact Info :  এখান থেকে আপনি আপনার যোগাযোগ ইমেইল ঠিকানা পরিবর্তন করতে পারবেন । এই অংশ টুকু বিশেষ গুরুত্বপূর্ণ কেননা , আপনার হস্ট কম্পানি এই ইমেইল ঠিকানাই আপনার হস্টিং এর যাবতিয় আপডেট নিউজ যানাবে যেমনঃ  ডিস্ক কোটা উপনীত হলে,ব্যান্ডউইডথ  কোটা উপনীত হলে ।
  • Change Style :  এখান থেকে আপনি আপনার  সি প্যানেল এর স্টাইল বা ডিজাইন  পরিবর্তন করতে পারবেন ।
  • Change Language : এখান থেকে আপনি আপনার  সি প্যানেল এর ভাষা  পরিবর্তন করতে পারবেন ।
  • Shortcuts: আপনার ডেস্কটপ বা বুকমার্ক টুলবার দিয়ে আপনি সহযেই শর্টকাট কি  ব্যবাহার  করে  সি-প্যানেল বা ওয়েব মেইল ব্যবাহার করতে পারবেন ।  আর একটু ভাল করে বুঝতে এই ভিডিও টি দেখতে পারেন  ।
  • RVSkin Theme Changer :  এখান থেকে আপনি আপনার  সি প্যানেল এর  থিম পরিবর্তন করতে পারবেন ।

আজকের মত এ পর্যন্তই। নতুনরা উপকারিত হলেই আমার টিউন সার্থক। পরবর্তি টিউনে সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 3 নিয়ে হাজির হব। সবাই ভাল থাকবেন।

Level 0

আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ বিপুল ভাই। আগের টিউন টি ভালো হয়েছে। আপনাকে অনুরোধ করব দয়া করে সি প্যানেল নিয়ে চেইন টিউন করেন। আমরা অনেকেই সি প্যানেল এ অজ্ঞ।

চেইন টিউন করার জন্য এডমিন প্যানেল কে জানাচ্ছি 🙂 ভাল টিউন ।

চালিয়ে যান ভাই। সাথে আছি। নতুন দের কাজে আসবে।

Level 0

thanks.

ভাল .. চালিয়ে যা.ন

Please Help me kono vai ki asen……amake ektu somadha din../!!/ Bangla kisu site aR.
{ natokonline.com }
{ bd-natok.com } amar PC te load hoina..

khub valo lagche..calie jan..amra achi apnar sathe 😀

অনেক ধন্যবাদ.. ভাইয়া..

thanks