অ্যাপল এর নতুন ডিভাইস ওএস সিষ্টেম “কার-প্লে”

বিশ্বের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত অ্যাপল এবার আনুষ্ঠানিকভাবে অ্যাপল কার-প্লে ইন-কার অপারেটিং সিস্টেমএর কথা ঘোষনা করল।

শুধুমাত্র নতুন ফেরারী, মার্সিডিজ ও ভলভো গাড়ীতে এই সিস্টেমটি দেয়া হবে। তাদের ভাষ্য অনুযায়ী, অ্যাপলের এই সিস্টেমটি একেবারে শুরু থেকে নতুন ভাবে ডিজাইন করা হয়েছে।
তবে অ্যাপল কার-প্লে স্ট্যান্ড সতন্ত্র ভাবে ডিজাইন করা হয়নি, বরং ব্যবহারকারীর আইফোন ও আইপ্যাডের একটি এক্সটেনশন হিসেবেই বানানো হয়েছে।

এর টাচ স্ক্রীনের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের কনট্যাক্ট, ভয়েস মেইল, নোটিফিকেশন, ম্যাপ ও মিউজিক ব্যবহার করতে পারবেন।
শুধু তাই নয়, গাড়ীতে শোনার জন্য ব্যবহারকারীরা স্পটিফাই, আইহার্টরেডিওর মত থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করতে পারবেন এইটির মাধ্যমে।

টাচ ছাড়াও গাড়ীর স্টিয়ারিল হুইলের একটি বাটন ব্যবহার করে ভয়েস কমান্ড - অর্থাৎ সিরিকেও ব্যবহার করা যাবে। তবে এই সার্ভিসটি শুধুমাত্র লাইটেনিং পোর্ট সমৃদ্ধ অ্যাপল ডিভাইস অর্থাৎ আইফোন ৫ ও এর পরের মডেলের ফোনগুলোর সাথেই শুধু এটি ব্যবহার করা যাবে।আশা করাযাচ্ছে বছরের শেষের দিকেই কার-প্লে সমৃদ্ধ গাড়ী বাজারে আসতে শুরু করবে।

ভিডিও ফুটেজ:
অ্যাপল জানিয়েছে ভবিষ্যতে ওয়াই-ফাই সিন্ক, আরও সুযোগ-সুবিধা নিয়ে কার প্লে বিএমডব্লিউ, টয়োটা বা হোন্ডা গাড়ীর সাথেও দেয়া হবে।
পূর্বে সূত্র:
ফেসবুকে অ্যান্ড্রয়েড বিষয়ক ফ্যানপেজ:

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস