Play Store এ আমার তৈরীকৃত Apps কী ভাবে বিতরণ করবো?

অ্যাপ ডেভেলোপমেন্ট

আমি কিছুদিন যাবৎ এন্ডোয়েড অ্যাপস তৈরী করতেছি বিভিন্ন রকমের। করতেছি  ঠিক আছে কোন সমস্যা নেই। কিন্তু সমস্যা যে জায়গায় সেটা হলো Play Store মানে এই আমার তৈরীকৃত এ্যপস কি করবো, কিভাবে বিতরণ করবো কাকে দেব তার এক পদ্ধতি হলো প্লে-স্টোর।

এখন আমি স্টোরে একাউন্ট মানে জিমেইল দিয়ে ষ্টুডিও করেছ। মানে গুগলের প্লে-স্টোরের জন্য। কিন্তু আপলোড করতে গিয়ে দেখি 25 ডলার পেইড করতে হয়। আমার জানার বিষয় হলো আমি 25  ডলার ছাড়া কিভাবে ফ্রিতে অ্যাপস আপলোড দেব? যদি আপনার জানা থাকে তো বিস্তারিত বললে আমি ‍খুবই উপকৃত হবো। কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।


দেখা
2,196
উত্তর
1

25 ডলার ছাড়া ফ্রিতে অ্যাপস আপলোড দেবার কোন উপায় নেই। এটা ওয়ান টাইম ফি। আপনাকে দিতে হবেই।