Remastersys: আপনার পিসির উবুন্তু/মিন্টকে হুবহু ইন্সটল দিন বন্ধুর পিসিতে

মনে করুন আপনি উবুন্তু ইন্সটল করে মনের মত চালাচ্ছেন। আপনার সিস্টেমে প্রয়োজনীয় প্রায় সব সফটওয়্যার আপডেট সহ ইন্সটল করা আছে। এখন আপনার বন্ধুও উবুন্তু ইন্সটল করতে চায়। ভাবছেন ইন্সটল করলে আবার ও সেই নেট থেকে সবকিছু নামাতে হবে। অনেক ঝামেলার ব্যাপার। কিংবা আপনি চাচ্ছেন আপনার পিসিতে যে অবস্থায় উবুন্তু ইন্সটল করা আছে, হুবহু যেন আপনার বন্ধুর পিসিতে ইন্সটল করার পর পাওয়া যায়। কিংবা আপনি আপনার পুরো সিস্টেমের ব্যাকআপ নিতে চান? সমস্যা নেই, এর সবকিছুই করা যাবে একটি ছোট টুল ইন্সটল করে।

টুলটির নাম Remastersys(168 kb). নিচের লিঙ্ক থেকে deb package(শুধুমাত্র ৯.১০ এবং ১০.০৪ ব্যবহারকারীদের জন্য)ডাউনলোড করে ডবল ক্লিকে ইন্সটল করে নিন। কোনো ডিপেনডেন্সি থাকলে সেটা আগে ইন্সটল করে নিন।

http://sourceforge.net/projects/remastersys/files/remastersys-ubuntu-karmic-lucid/remastersys_2.0.17-1_all.deb/download

যেভাবে কাজ করবেনঃ

ইন্সটল করার পর Application-->Accessories থেকে টার্মিনাল চালু করুন।

ব্যাক্তিগত সেটিংস বাদে করতে চাইলে(আপনার বন্ধুর জন্য):

টার্মিনালে লিখুন

sudo remastersys dist

এই কমান্ডের মাধ্যমে আপনার উবুন্তুতে ইন্সটল করা সমস্ত সফটওয়্যার সহ একটি live CD/DVD ISO তৈরি হবে। এতে আপনার হোম ফোল্ডার যুক্ত হবে না।

ব্যাক্তিগত সেটিংস সহ করতে চাইলে(নিজের জন্য):

টার্মিনালে লিখুন

sudo remastersys backup

এই কমান্ডের মাধ্যমে আপনার ব্যক্তিগত সেটিংস সহ সমস্ত সফটওয়্যার backup CD/DVD তৈরি হবে।

সম্পূর্ণ কাজ শেষ হতে প্রায় ২০-২৫ মিনিট লাগতে পারে।(আপনার পিসির কনফিগারেশন ভেদে)

এভাবে তৈরি করা ISO পাবেন File system-->home-->remastersys ফোল্ডারে।

ISO ডিভিডিতে বার্ন করে নিন অথবা অন্য কোনো ফোল্ডারে কপি করে নিন।

এরপর ISO প্রয়োজন না হলে sudo remastersys clean কমান্ডের মাধ্যমে ডিলিট করে দিন।

উপরের কাজটি গ্রাফিক্যালি করা যায়, কিন্তু তাতে সময় ও ক্লিক বেশি লাগে।

বিশেষ দ্রষ্টব্যঃ সর্বপ্রথম যখন কমান্ডটি রান করাবেন, তখন নেট কানেক্টেড হয়ে নিবেন। কেননা শুরুর দিকে একটি প্যাকেজ ইন্সটল করতে হয়। এই প্যাকেজটাই উবুন্তু ইন্সটলার অপশন নিয়ন্ত্রণ করে।

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন!!!!

হুম……………

মাত্র ৩য় টিউনেই চমৎকার কোয়ালিটি টিউনের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার এ টিউনের লিঙ্কটি আমি আমার এমন কয়েকজন বন্ধুকে শেয়ার করেছি যাদের কেউ মাত্র অল্প কিছুদিন হয়, উবুন্টু ব্যবহার করছে, কেউ ব্যবহার করবে কি-না ভাবছে।

আপনার কাছ থেকে পাওয়ার চাহিদা বেড়ে গেলো। উবুন্টু ১০.০৪ নিয়ে আপনার কাছে আরও টিউন চাই।

অনেক ভালো টিউনের জন্য ধন্যবাদ…

Level 0

ধন্যবাদ কাজে লাগবে… ঃ)

এটি আমি খুঁজছি। আগে ইউজ কোরে দেখি।কাজের হলে পরে ধন্যবাদ জানাব।