লিনাক্স কমিউনিটি ফোরামঃ ২৫দিন, ৯৮জন সদস্য, ৯৮১টি পোস্ট

মনে করুন, আপনি নতুন লিনাক্স ব্যবহারকারী কিংবা লিনাক্স বিষয়ে আগ্রহী মহলের একজন। বন্ধুমহলে এ সম্পর্কে কথা বলে কোন লাভ নেই, কারণ, ফ্রেন্ড সার্কেলে সবাই উইন্ডোজ লাভার। লিনাক্সের জন্য সাহায্য কোথায় পাব? হুমম, অনলাইনে!  কিন্তু, যেসব দন্তভঙ্গক (দাঁত ভাঙ্গা) ইংরেজী শব্দ দেখি, তাতে তো মনে হয় "লিনাক্স ইজ দ্যা হার্ডেস্ট থিং টু লার্ন"।  লিনাক্সের ওপর কোন বই চেক করবেন? শুরুতেই কমান্ডলাইনের বাহার দেখে মাথার স্ক্রু খুলে বেরিয়ে পড়বে।  তাহলে, লিনাক্সের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন? তাই তো?

টেকটিউনস, প্রজন্ম, রংমহল, আমাদের প্রযুক্তিতে তো লিনাক্সের জন্য আলাদা বিভাগই আছে!  কিন্তু, তাতে কি সবসময় কাজ হয়?

এই ধরুন, আপনি লিনাক্সের রূপ দেখে প্রেমে হাবুডুবু খেয়ে আপনার কম্পিউটারে লিনাক্স ইন্সটল করেছেন।  কিন্তু, কিছুক্ষণ পর দেখেন আপনার মেশিন কাজ করছে না, সমস্যা!  বসকে আজকে ফাইল জমা না দিতে পারলে আবার "বেকার" পদে প্রমোশনের সম্ভবনা আছে। তখন তো আপনার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য চেয়ে সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষা করাই স্বাভাবিক।  কিন্তু, আপনি যখন পোস্ট করলেন, অন্যান্য পোস্টের ঠেলায় তা নেমে গেল সুদূর পাতালে। কেউ উত্তর দিল না। আবার এক ইংলিশ ফোরামে ঢুকে যে ভাষা দেখলেন, তা ইংরেজী নাকি মার্শান ভাষা তাই বুঝতে পারছেন না।  তখন? তাছাড়া লিনাক্স গুরুরা সমসময় ফোরামে থাকেনও না। কি হবে?

টেকটিউনসে তো বটেই অন্যান্য প্রায় সব জনপ্রিয় ফোরামেও লিনাক্স বিভাগ আছে। এটি লিনাক্সের প্রসারের ব্যাপারে আশাব্যঞ্জক। কিন্তু, একই সাইটে বা ফোরামে কি রাজনীতি, অর্থনীতি, হাস্যকৌতুক, ধর্মীয় আলোচনা একসাথে ঠিকভাবে করা সম্ভব? সম্ভব নয়। যেমনটি "একের ভেতর দশ অমুক গাইড" এর ক্ষেত্রেও প্রযোজ্য।

লিনাক্স ফোরাম ছিল একটা বটে, কিন্তু তা এখন শুধুই ইতিহাস। তারপরে, অনেক ভাবনাচিন্তার পর আমজনতার একজন একটি ফোরাম তৈরী করে। প্রথমে নাম ছিল একেবারে ৪র্থ শ্রেণির, "লিনাক্সদেশ ফোরাম"। তারপর, এখন কিছুটা উন্নতি হয়ে নাম হয়েছে "লিনাক্স কমিউনিটি ফোরাম"। এই ফোরামটি চালু হবার পরে যখন এর প্রচারণা শুরু হল, তখন অনেক বাধাঁর সম্মুখীন হল। তবুও, অনেক বাধাঁ বেরিয়ে অনেক দিন পর "লিনাক্স কমিউনিটি ফোরাম" আত্মপ্রকাশ করল একটি পূর্ণাঙ্গ ডেডিকেটেড লিনাক্স ফোরাম হিসেবে।

বর্তমানে আমাদের পরিবার প্রতিদিন বড় হচ্ছে। ১ জন সদস্য থেকে এখন তা ৯৮ জনের পৌছে গেছে। ০টি টপিক থেকে হয়ে গেছে ১৬৭টি, পোস্ট ৯৮৩টি এবং এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ফোরামের বয়স বেশী হয় নি, মাত্র ২৭ দিন।

আপনি চাইলে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। ভিজিট করুনঃ forum.linuxdesh.com

Level 0

আমি অনিরুদ্ধ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র। জীবনের দুইটি ভালোবাসা হল গণিত এবং লিনাক্স।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আইডিয়া খুব ভালো। সাথে থাকার চেষ্টা করব অবশ্যই। ধন্যবাদ শেয়ার করার জন্য।

বেড়ে ওঠা দেখতে ভাল লাগছে। দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাও।

মাইবিবি ইঞ্জিনের নামও শুনি নাই আগে। দেখতে কিন্তু ভালই লাগছে। লোকালাইজ কি নিজেই করেছো?

    ধন্যবাদ! আপনাদের সাহায্য ছাড়া এতখানি পথ হেটে আসতে পারতাম না।
    MyBB Engine যে কি জিনিস তা একবার না চালিয়ে বুঝতে পারবেন না। এডমিনের জন্য শান্তি।
    তবে হ্যাঁ, অনুবাদ নিজেকেই করা লেগেছে। আমাকে ফোরামের "আশিকুর_নূর" এ কাজে অনেক সাহায্য করেছেন।

ফোরামের পরিসর দিন দিন বড় হচ্ছে।আমিও আছি নিয়মিত লিনাক্স কমিউনিটি ফোরামে।আপনারাও আসুন। অর্থ ও শর্তের বেড়াজাল মুক্ত, পাইরেসির কলঙ্ক ও গ্লানি মুক্ত, ভাইরাস মুক্ত কম্পিউটিং কে ছড়িয়ে দিন সবার মাঝে।

    সন্তানের বাবা হওয়ার পর এখন আমার ইফক্টিভ কর্মঘন্টা ৫০% কমে গেছে। সেজন্যই একটু ডুব মেরে আছি।

    অভিনন্দন ভাই। ভাই বাবুর বয়স কত? 😀

কেউ কি দয়া করে বলবেন, লিনাক্স লাইভ সিডি কোথা থেকে ডাউনলোড করতে পারি।

    কোন ডিস্ট্রোটি আপনি ডাউনলোড করতে চান?

    এতো শত বুঝি না রে ভাই। আগে লিনাক্স ব্যাবহার করি নাই। ভাবলাম লাইভ সিডি ব্যাবহার করে দেখব। ভালো হলে ব্যাবহার করবো।

    লিনাক্স এর সব সিডি তেই লাইভ অপশন থাকে। উবুন্তু ১১.০৪ ব্যাবিহার করতে পারেন।

    আর ভালো হলে ব্যাবহার করেবন এমন ইচ্ছা নিয়ে কাজ করতে গেলে ভালো নাও লাগতে পারে। সবার আগে যেটা খারাপ লাগতে পারে তা হল কোনো উইন্ডোজ এর ফাইল চলেনা, ড্রাইভার ইন্সটল দিতে পারবেন না। আর মজার ব্যাপার – কিচ্ছু ইন্সটল দিতে হবেনা, এমনি এমনি ই চমৎকার ইফেক্ট দেখতে পারবেন, নেটওয়ার্ক ইন্সটল করতে হবেনা, আর খুবই অবাক করা ব্যাপার – মাত্র ১০/১৫ মিনিটেই ইন্সটল শেষ!!!

Level 0

লিনেক্স জানার আমার অনেক আগ্রহ, কিন্তু আমি বড় কিপটা কেথায় গিয়ে অতিরিক্ত সময় বা পয়সা কোনটাই ব্যায় করা আমার পক্ষে বর্তমানে সম্ভব নয়। এন্ড আমাকে একাধারে উইন্ডজ ও লিনেক্স এর সাথে ব্যবহার করতে হবে (নয়তো আমার কাজগুলো করবো কেথায়?)… তাই আমাদের মত নবাগতদের জন্য চেইন টিউনের আবেদন করছি। যেখানে প্রথমিক সিরিয়ালটা এরকম হলে ভাল হয়।
1. installation (to use with win in same pc)
2. how to run windows file (and soft if possible) (specially office files)
3. how to use usb modem (bcz we want to learn via internet)
তাহলে হয়তোবা নতুনরা সাহস করে এগোব, আর পুরোপরি যখন expert হয়ে যাবো তখন চোর থেকে ভদ্দর লোক হয়ে যাব।