মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন [৬ষ্ঠ-ক্লাস] :: Result Sheet Grade System

মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন

আসালামু আলাইকুম ।কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন। আলহামদুল্লিাহ  আমি ও ভাল আছি। আজকে আমি মাইক্রোসফট এক্সেল উপর ধারাবাহিক পর্বের ৬ষ্ঠ পর্ব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক………………..

Result Sheet Grade System

আজকে আমরা গ্রেডিং সিস্টেম এ একটি রেজাল্ট শীট তৈরী করব। চলেন এবার গ্রেডিং সিস্টেমের নিয়ম গুলো দেখে নেই:

  • মোট প্রাপ্ত নম্বর  ৮০ নম্বেরর উপরে হলে হবে A+ Grade
  • মোট প্রাপ্ত নম্বর  ৭০-৭৯ নম্বেরর মধ্যে হলে হবে A Grade
  • মোট প্রাপ্ত নম্বর  ৬০-৬৯ নম্বেরর মধ্যে হলে হবে A- Grade
  • মোট প্রাপ্ত নম্বর  ৫০-৫৯ নম্বেরর মধ্যে হলে হবে B Grade
  • মোট প্রাপ্ত নম্বর  ৪০-৪৯ নম্বেরর মধ্যে হলে হবে C Grade
  • মোট প্রাপ্ত নম্বর  ৩৩-৩৯ নম্বেরর মধ্যে হলে হবে D Grade
  • মোট প্রাপ্ত নম্বর  ৩৩ নম্বেরর নিচে হলে অকৃতকার্য বা Fail.

এবার নিচে মত করে একটি ডাটাবেজ তৈরী করুন:

প্রথমে A1 থেকে M1 পর্যন্ত সেলকে সিলেক্ট করে Merge Cell করে ফেলুন, তারপর টাইপ করুন Result Sheet Grade System । (Merge Cell নিয়ে আগের টিউন এ আলোচনা করা হয়েছে)।

লক্ষ্য করে দেখুন লেখা গুলো ভার্টিক্যালি রয়েছে। এক্সেলে আমরা যেকোন লেখাকে বিভিন্ন angle এ  লিখতে পারি । যে লেখাকে আপনি angle  করবেন ঐ লেখাকে সিলেক্ট করে Home Menu এর Orientation থেকে লেখাকে Angle বা Vertical করুন।

Average: Average বের করার জন্য সেল পয়েন্টারটিকে L3 সেল এ রাখুন। তারপর নিম্নের সুত্র টাইপ করুন:

=AVERAGE(C3:K3) তারপর এন্টার দেন।

এ কাজটি আপনি Auto Sum দিয়ে ও করতে পারেন । Auto Sum নিয়ে আমি পূবের টিউন এ আলাচনা করেছি।

Grade: এবার আমরা আমাদের আসল কাজটি করব গ্রেড বের করব। গ্রেড বের করার জন্য সেল পয়েন্টারটিকে M3 সেল এ রাখুন । তারপর নিম্নের সূত্র টাইপ করুন:

=IF(OR(C3<33,D3<33,E3<33,F3<33,G3<33,H3<33,I3<33,J3<33,K3<33),

"Fail",IF(L3>=80,"A+",IF(L3>=70,"A",IF(L3>=60,"A-",IF(L3>=50,"B",IF(L3>=40,"C",IF(L3>=33,"D",IF(L3<33,"F"))))))

তারপর  এন্টার দিন। সূত্রটি কিছুটা লম্বা তাই দুই লাইনে দিলাম । লক্ষ্য রাখবেন সূত্রের মাঝখানে কোন স্পেস হবে না । আর এটা হচ্ছে  ( " ) ডাবল কোটেশন, কখন ভুলে সিঙ্গেল কোটেশন দিবনে না তাহলে সুত্র ভূল দেখাবে । মূলত ডাবল কোটেশনের ভিতর যা লেখা হয়, তাই ফলাফলে প্রদর্শিত হয়।

দেখেন তো এরকম হয়েছে কিনা!!!!!!!!!!!!!!!!!!!!

আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।।। আল্লাহ হাফেজ।।।।।।।।।।। আর অবশ্যই আপনার মতামত জানাবেন।।।।।।।।।।

Level 0

আমি আজাদ খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhai GPA ta kibhabe ber korbo?

Level 0

ধন্যবাদ, তবে র্ভাসিটি লেবেল এর 10 গ্রেড এর টা কি পোষ্ট করা যাবে।

GPA বের করার টিউন ইনশা্আল্লাহ পরবতীতে দিব @মনির হুসাইন

আপনাকে অনেক ধন্যবাদ @মেল্লা আনিসুজ জামান ভাই

ট্রাই করব @sultan27

খুবই কাজের টউন । আমার কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে।

Level New

ধন্যবাদ অনেক কিছু শিখতে পারলাম।

আপনাকে ও ধন্যবাদ @রাশেদ

ভাল লাগলো , ধন্যবাদ আপনাকে ও @jehad boksh

Level 0

আপনার টিউন গুলো থেকে অনেক কিছু শিখতে পারলাম। মেসের মিল রেট হিসাব করার জন্য কিছু দিবেন ।

পরবর্তী টিউনগুলোতে এ দেয়ার চেষ্টা করব @:khadem

    Level 0

    @আজাদ খাঁন রাসেল: বস “ডোন্ট মাইন্ড” আমার মনে হয় OR ব্যবহার করাটা ঠিক হয়নি কারন যদি সবগুলি বিষয় ফেল করে তবেই শুধু ফেল দেখাবে। তার চেয়ে AND ব্যবহার করলে যেকোন একটি বিষয়ে ফেল করলে ফেল দেখাত।
    সুন্দর টিউন ধন্যবাদ

ভাই তাহলে আপনি ঠিক মত করতে পারেন নি, আমার এটাতে যেকোন একটাতে Less than 33 পেলেই ফেল দেখাবে@sikor

বড় ভাইয়ের সালাম নিও ভাই… আজ হেভভি একখান উপকার করলা আমার… 🙂 পথে ঘাটে কোন দিন যদি দেখা হয়ে যায় তবে আমার কাছ থেইক্যা এক প্লেট বিরিয়ানির টাকা নিয়ে নিও। মনে কইরা নিও কিন্তু, আমার ত বয়স হইছেরে ভাই, কিচ্ছু মনে থাকেনা সব ভুইল্যা যাই… 🙁

আলাইকুম সালাম বড় ভাই, বড় ভাই বিরিয়ানি লাগবে না, শুধু এই ছোট ভাইটার জন্য একটু দোয়া করিয়েন। @বড় ভাই

Level 0

আজাদ খাঁন রাসেল ভাই খুবই সুন্দর উপস্থাপনা চালিয়ে যান আপনার কাছ থেকে আর অনেক কিছু শিখতে পারব আশা করি।

আমাদের প্রতিষ্ঠানের জন্য এক্সেলে একটা রেজাল্টসীট তৈরী করেছি যে কেউ ইচ্ছে করলে দেখতে পারেন (৪৬৪কেবি)
http://www.mediafire.com/download.php?2ch2ukj23q7jcll

    @mahmud.tsc: ভাই 9mb ফাইলকে কিভাবে মাত্র 464KB তে রূপান্তর করলেন? আমি winrar দিয়ে অনেক চেষ্টা করছি কিন্তু পারি না । ভাই একটু জানালে খুশি হতাম ।

      Level 0

      @মনির হুসাইন: আমি WnRaR 3.90 ব্যবহার করেছি শুধুমাত্র ফাইলের উপর রাইট ক্লিক করে Add to “Result Sheet”.rar দিয়েছি ব্যস হয়েগেছে।

    ও ভাই, আপনার এড্রেস টা ঝড়ের বেগে আমার কাছে পাঠান, আমি আপনার কাছে তুফান বেগে বিরিয়ানী পাঠাব,

    কি এখনো বসেই রইলেন?

    Level 2

    @mahmud.tsc: আপনার ফাইল এ তো পাসওয়ার্ড দেওয়া । মিডিয়াফায়ার এর পাসওয়ার্ড টা একটু দিবেন কি ?

শুনে খুশি হলাম ভাই @mahmud.tsc

নম্বরের ভিত্তিতে যদি মেধা ক্রম করতে চাই তাহলে কি করতে হবে, জানালে উপকার হয়……

ডাটা সর্টিং এর মাধ্যমে মেধাক্রম তৈরী করেত পার@মজার মানুষ

আচ্ছালামু আলাইকুম, আমি আপনার টিউনগুলো দেখেছি, খুব ভালো লেগেছে, তবে 1 টা জিনিস জানতে চাই, তা হল পরিক্ষার্থীর GPA গ্রেড সিষ্টেম টা আমার জানা নেই, দয়া করে এ ব্যপারে আরেকটি টিউন বা আমাকে Mail/Skype/Facebook যেকোন মাধ্যমে জানানোর জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।

e-mail: [email protected]
Skype ID: hello-khaled
Facebook: http://www.facebook.com/hello.khaled
Mobile: 01830371174
বা Reply করুন, আশায় রইলাম।

Level New

ভাই সূত্র টা ভাল করে এক লাইনে কমেন্ট এ পেস্ট করে দেন তো। কি জানি একটা ভুল দেখাচ্ছে।

Level 2

এটা তো সিম্পল স্কুল এর রেজাল্ট ।

এখানে যদি ফোর্থ সাবজেত্ট এর রেজাল্ট ইনক্লুড করতে চাই । যেখানে 2.00 এর উপরে কেও থাকলে যোগ হবে এবং ফোর্থ সাবজেক্ট এ ফেল করলে কোন ছাত্র ফেল করবে না ।

এরকম করলে কন্ডিশন টা কিরকম হবে জানাবেন কি ? আমি আপনার কন্টাক্ট নাম্বার খুজতে খুজতে হয়রান ।

প্লিজ উত্তর দিবেন আশা করি ।

ভাই আপওয়ার্ক এ ডাটা এন্ট্রির কাজ করার জন্য কিভাবে এক্সেল শীড তৈরী করে