এক্সেলে ভাসমান সামারি রিপোর্ট তৈরি করুন VBA কোড ব্যবহার করে

এক্সেলে রিপোট তৈরি করার বিভিন্ন উপায় আছে। যেগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করি। তার মধ্যে একটি হল লাইভ ফ্লাটিং ফটো ইন এক্সেল। অনেক সময় রিপোট তৈরি করার পেরে তার পাশে সামারি তৈরি করতে হয়। সামারিটা যদি ফ্লাটিং হয় তাহলে কেমন হবে বলুন? এক্সেল ফাইল স্ক্রল করলেও ফ্লাটিং সামারি আপনার চোখের সামনে থাকবে। এর ফলে আপনি সামারির সাথে আপনার রিপোটটি ম্যাচ করতে পারবেন খুব সহজেই। এবার যদি সেই রিপোটটি লাইভ হয় মানে যদি মূল ফাইলে কো তথ্য পরিবর্তন হয় তাহলে সামারি ও নিজে নিজে পরিবর্তন হবে।

এই ধরনের রিপেট তৈরি করতে পারলে অফিসের কর্মকর্তারা ও আপনার উপরে খুশি হবে।

ভাসমান রিপোট
ভাসমান রিপোট তৈরি করুন এক্সেলে

এবার চলুন দেখি কিভাবে সেই রিপটটি তৈরি করতে হবে। প্রথমে আপনি আপনার সম্পূর্ন রিপটটি তৈরি করুন। এবং অন্য একটি ট্যাবে একটি সুন্দর সামারিও তৈরি করুন। এবার মূল রিপেটে ফিরে আসুন ctrl+F11 চেপে vba কোড প্রবেশ করুন। ফাইলটি macro মুডে সেইভ করুন। নিচ থেকে vba টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করুন VBA

সহজ ভাবে বুঝার জন্য উপরে একটি ভিডিও টিউটোরিয়াল দেয়া হল। তার পরেও যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন।

Level 0

আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস