Microsoft PowerPoint 2013 বাংলা টিউটোরিয়াল – [পর্ব-০১]

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হল মাইক্রোসফট Corporation এ তৈরিকৃত একটি Presentation Design Software যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির কোন বিষয়কে দর্শকদের কাছে বড় পর্দায় প্রদর্শণ করার জন্য Slide তৈরি করে Slide Show করা হয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টথেকে যে কোন ধরনের ডিজাইন তৈরি করা যায়, এবং কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টঅনেক সুন্দর সুন্দর Slide তৈরি করা যায়।

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দ্বারা যে সকল কাজ করা যায় :
১। অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কোন বিষয়কে দর্শকের কাছে বড় পর্দায় প্রদর্শন করার জন্য Slide তৈরি করে Slide Show করা হয় |

২। কোন রিপোর্ট, প্লেন বা এ জাতীয় অন্যন্য বিষয়কে পাওয়ার পয়েন্টের উইজার্ড ব্যবহার করে অতি সহজে উপস্থাপনা করা যায় |
৩। তৈরিকৃত এ ধরনের রিপোর্ট প্লানকে Powerpoint Presentation Design এর ইফেক্ট দেয়া যায় এবং অ্যানিমেটেড করে বিভিন্ন শব্দের এফেক্ট দিয়ে মনোমুগ্ধকর ভাবে উপস্থাপনা করা যায় |

৪। সাধারন প্রজেক্টরে মাপমতো 35 mm সাইজের করে Slide তৈরি করে প্রজেক্টরে সহজে ব্যবহার করা যায় |
৫। Powerpoint এ তৈরিকৃত বিভিন্ন রিপোর্টকে অন স্ক্রীনে শো করা ছাড়াও প্রিন্টারের সাহায্যে ডকুমেন্ট হিসাবে প্রিন্ট করা যায় |

আমার কথা কারো যদি বুজতে অসুবিধা হয় নিচের এই ভিডিও টি দেখে দেখে করে নিতে পারেন।

https://goo.gl/rt2wGT

ভালো লাগলে Like, Comment এবং Subscribe করবেন।

Subscribe my channel: https://goo.gl/BLT77z

Level 0

আমি TechHunt24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 27 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস