MS Word এর একটি কাজের টিপস (যারা জানেন না তাদের জন্য)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।


আমরা যারা গ্রাফিক্স এর কাজ করি, তারা বিভিন্ন ডিজাইন করি থাকি, আর গ্রাফিক্স ডিজাইন জানতে হলে ফটোশপ আর ইলাষ্ট্রর সফট লাগবে কিন্তু আপনি তো আর এডভান্স ইউজার না আপনি এগুলো জানবেন কই থেকে আর আপনি যদি সাধারণ ইউজার হোন তাহলে আপনি গ্রাফিক্স এর কাজ MS Word করতে পারবেন শুধু একটু মেধা খাটিয়ে। তাই আজ আমি আপনাদের MS Word এর টিপস শিখাব যা দিয়ে আপনি বক্স এর ভিতর লেখা এবং কালার দিতে পারবেন অতি সহজে।

প্রথমে MS Word আপনার কাঙ্গিত লেখাটি লিখুন ।

তারপর লেখার মধ্যে ১টি বক্স দিন নিচের মত করে ।

এবার খেয়াল করুন বক্স দেওয়ার কারনে আমাদের লেখা কিন্তু শো হচ্ছে না লেখাকে শো করতে হলে Fill কালার থেকে No Fill বাটনে ক্লিক করুন তাহলে লেখা শো করবে।

এবার আমরা বক্স এর মধ্যে কালার দিব সেজন্য Fill বক্স থেকে পছন্দের কালার সিলেক্ট করে বক্সকে কালার দ্বারা ফিল করুন। তার আগে বক্স কে সিলেক্ট করতে হবে।

এবার দেখুন ফিল কালার দেওয়ার ফলে লেখা শো করছে না আপনি লেখাকে শো করতে হলে Drawing টুলবার থেকে Draw>Order> Send Behind Text এ ক্লিক করুন তাহলে লেখা শো করবে এভাবে আপনি যে কোন বক্স এর মধ্যে লেখার ডিজাইন করতে পারবেন সহজ ভাবে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।