এখন থেকে MS Word ফাইল সেভ হবে অটোমেটিক, তাই হঠাত কারেন্ট গেলেও ডাটা হারাবার ভয় নাই

সবাইকে আমার জানিয়ে আজকের লেখ সুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা টিপস নিয়ে। আশা করি সবার কাজে লাগবে। যাহোক কাজের কথায় আসি। পোস্ট এর নাম দেখে হয়তো বুঝে গেছেন কি নিয়ে আজকে লিখবো। আমরা সবাই MS Word এর সাথে পরিচিত। বিভিন্ন কাজে আমাদের এই MS Word এ কাজ করতে হয়। কিন্তু কাজ করতে করতে অনেক সময় সেভ করতে ভুলে যাই আমরা। সেভ করার কথা মনে থাকে না বা ভাবি কাজ শেষ করে সেভ করবো।

কিন্তু যাদের ল্যাপটপ নাই বাই ডেক্সটপ এ UPS নাই তাদের যদি হঠাত করে কারেন্ট চলে যায় তখন আফসোস এর সীমা থাকে না কারন এতক্ষণ যে কাজ করলো সেভ না করার কারনে সব ডাটা চলে গেছে। তাই যদি এমন হয় যে আপনার ডাটা একটা নির্দিষ্ট সময় পর পর অটো সেভ হবে তাহলে কেমন হয়। হা বন্ধুরা আজকে কি অটো সেভ অপশন অন করবেন বা সময় কম করে দিবেন যাতে আপনার ডাটা একটা নির্দিষ্ট সময় পর পর অটো সেভ হবে।

যাহোক কাজের কথায় আসি। কি করে এই সেটিং করবেন। সাধারনত এটি অন থাকে তবে সম্য একটু বেশি দেয়া থাকে তাই আপনার কাজ হল সময় কম করে দেয়া।

প্রথমে MS Word ফাইল খুলুন। এরপর বাম দিকে অপশন বাটন এর উপর মাউস রেখে রাইট ক্লিক করে Customize Quick access toolbar এ ক্লিক করুন। না বুঝলে ছবির দিকে খেয়াল করুন।

এর পর নিছের ছবির জায়গায় আপনার ইচ্ছা মতো সময় দিন। সবশেষে OK ক্লিক করে বের হয়ে আসুন। বাস কাজ ওকে। যে সময় দিবেন সে সময় পর পর এখন থেকে আপনার ফাইল সেভ হবে অটোমেটিক।

প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। এরকম আরও ভালো ভালো টিপস পেতে একবার হলেও ঘুরে আসুন অ্যানিটেক থেকে অথবা জয়েন করুন অ্যানিটেকের ফেসবুক পেজ এ।

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai, Ami office 2003(Xp) te use kori. kintu apnar dekhano option Customize Quick access toolba khuje pelam na.Please help.

    @2012kafi: ok ami dekhtechi

      Level 0

      Atikur Rahman, apnito assa lok. dekhtechi bole ar kono answer dilen na. Tar mane amar kono somadhan nai?

ভাই সত্যিই অনেক উপকারী একটা ট্রিক্স, ধন্যবাদ।

    @ব্লগার মারুফ: thanks vai

      Level 0

      Atikur Rahman, apnito assa lok. dekhtechi bole ar kono answer dilen na. Tar mane amar kono somadhan nai?

ধন্যবাদ শেয়ার করবার জন্য। আসলেই অনেক কাজের টিউন

    @Atikur Rahman: @জুবায়ের আহমেদ: dhonnobad

Office 2013 te kivabe korbo ?

ধন্যবাদ ভাই।

Level 2

Office Professional Plus_2013 তে কিছুই করতে হয়না

Level 0

lots of thanx. bdother.

office xp te ki korbo

সুন্দর একটা পোস্ট, তবে ভাই যদি মিনিট না হয়ে সেকেন্ডে হত আরও ভাল হত

আমার একটু হেল্প প্রয়োজন, আমি মাইক্রসফট অফিস 2003 ব্যবহার করি, একটি আমি এম,সি,কিউ প্রশ্ন পত্র বানাতে পারতাছিনা, আমার সমস্যা হচ্ছে, আপনি জানেন এম, সি, কিউ প্রশ্ন পত্রে সাধারণত একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চারটি গোল ঘর থাকে আমি (ক) (খ) (গ) (ঘ) আমি এই ঘর গুলো আনতে পারছি না, কি করবো।