A-Z মাইক্রোসফট অফিস 2016 ও 2013 [পর্ব-৪] :: MS Word 2016 ও 2013 তে লেখা শুরা করা ও দ্রূত লেখার নিয়ম সফটওয়্যার সহ।

টেকটিউনস কমিউনিটির সকল বন্ধু বান্ধব কে ভিশন টিউটোরিয়্যালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে রইল ঈদ পরবর্তি সকলের নীজ গন্তব্যে সুস্থ ভাবে ফিরে আসার শুভ কামনা।

আজকে আমরা A-Z অফিস 2016 ও 2013 শিরো নামের বাংলা ভিডিও টিউটোরিয়্যালের 4তম পর্বে যে সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল যে, অফিস প্রোগ্রোমে লেখালেখি করার নিয়ম এবং কিভাবে দ্রূততার সাথে অনুশীলন করার মাধ্যমে সঠিক মানের টাইপিং স্প্রিড আনা যায় তা নিয়েও আমরা আলোচনা করেছি। আমি দ্রূত টাইপিং স্প্রীড অর্জনের জন্য একটি সফটওয়্যার ব্যবহার করেছি।

তবে প্রথমেই একটি কথা বলে নেয় উচিত আর তা হল যে টাইপিং দ্রূত করার প্রধান হল অনুশীলন তা ছারা অন্য কোন পদ্ধতিই কার্যকর হবে না। তাই আমার দেয় সফটওয়্যার ব্যবহারের পূর্বে সতর্ক হউন এবং যে যেই পদ্ধতিই অবলম্বন করুন না কেন নিয়মিত চর্চা না করলে কোন ফলই পাওয়া সম্ভব হবে না। আমি চেষ্টা করছি যে আপনাদের জন্যে যতটা বিস্তারিত এবং সহজ ভাষায় সহজ ভাবে আলোচনা করার। তাই এটা অনেকের কাছেই বিরক্তিকর বলে মনে হতে পারে। চেষ্টা থাকে ভাল করার, তবে অনেক সময় তো ভুল ত্রুটি কম বেশি হয়েই যায়। তাই আপনারা আমাকে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। তবে একজন আমাকে ভিডিও টিউটোরিয়্যাল না তৈরি করার জন্যে টিউমেন্ট করেছেন আসলে সে কেনই বা এমন চিন্তা করলেন আমি তা বুঝতে পারছি না।

আমি চেষ্টা করছি আপনাদের কে সুন্দর এবং মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে। তাই আপনার মতামত আমাদের একান্ত ভাবে কাম্য। আমার পূর্বের টিউন গুলো দেখে জানাবেন কেমন হয়েছে।

Level 3

আমি Tuton Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস