টেঁকি খবর : microsoft hololence 3D

মাইক্রোসফট সম্পর্কে কে না জানে। এর যে এত কত গুন তা বলে বোঝানো অসম্ভব । আর এই টেক জায়ান্ট তৈরি করছে নতুন এক গ্যাজেড যা দেখে আপনার মুখ একবার হলেও হা হবে। আর আজকে টেক নিউজের এই একটা খবরই আপনাদের জন্য আমি উপস্থাপন করবো । যা আপনাকে গুগল গ্লাস বা অন্যান্য যা স্মার্ট গ্লাস আছে সেটা পরার পুরো অভিজ্ঞতা বদলে দিবে।

তো চলুন আগে আমরা আগে এর লুক তা দেখে নেই। অসম্ভব সুন্দর ডিজাইন। গুগ্লের টার চেয়ে ভাল মনে হয় 😛

কি দেখে কি মনে হল। যাই হক। রিভিও তা শুরু করি তবে।

এর টাইটেল হলঃMicrosoft Holo lence : Where 3D meets the real world

দেখতে তো Robocop মুভির নায়কের চোখের ওইটুকুর স্টাইল আশে। এটা আপনাকে true বা real 3D Experience দিবে । আপনি হাঁটতে, চলতে , খেতে ফিরতে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। আপনি এই Hololence পরা অবস্থায় নিজের পৃথিবী বানিয়ে নিতে পারবেন এক কথায়। জা খুশি বানাতে পারবেন। তবে সব আপনার চশমা পরা অবস্থায় । চশমা খুললেই হরতাল। 😀 আপনি আপনার কম্পিউটার থেকে কাজ করে সেটার ডাটা দিয়ে নানা কাজ করতে পারবেন।

দেখেছেন তো। আবার চাইলে পুরো কম্পিউটারটাকেই আপনার সামনেই উপস্থাপন করতে পারবেন। আপনার সব কাজ চলবে হাতের ইশারায় এবং Voice command এ । আপনি আপনার সামনে জিনিস তৈরি করতে পারবেন সেটা ঘুরিয়ে কাজ করতে পারবেন। মানে সত্যি সত্যি না কিন্তু। আপনার চোখেই সুধু দেখবেন কিন্তু বাস্তবে কিছুই হবেনা।

এটা দিয়ে আপনি কল করতে পারবেন। ভিডিও কলও করতে পারবেন।

এটা অটো আপডেট হতে থাকবে। নতুন কিছু তৈরি হলে সেটা Memories করে রাখবে এবং পরে কাজে লাগাতে পারবে। পুরো বিশ্বকে আপনার সামনে এনে দিতে পারবে আপনি সেটা চাইলে এডিট করতে পারবেন। সেটা যা খুশি করতে পারবেন। কিন্তু আগেই বলেছি চশমা খুললেই হরতাল। 😛 এটার মদ্ধে No cords, no phones, no wires, no tethers. মেইনলি এটা আপনার কম্পিউটার চালানোর অভিজ্ঞতা পুরটা পাল্টে দিতে সক্ষম।

আর হ্যাঁ এতা চলবে Windows 10 মোডে।এটাকে একটা smart glass বলা যেতে পারে। আমার কাছে তো বেশি কিছু মনে হচ্ছে। আপনি এটা দিয়ে Xbox এ গেম খেলতেও পারবন যেটা খুবই সুখবর। এটার দাম সম্পর্কে পরিস্কার ধারনা পাওয়া যায়নি তবে ধরা হচ্ছে দাম হতে পারে $300 অথবা $500 . যা গুগল গ্লাসের থেকে ৫ ভাগের এক ভাগ। কি ভাল না। তবুও আমাদের জন্য অনেক :’( কিন্তু শেষে দুঃখের বিষয় হল এটার রিলিজএর তারিখ এখনও জানানো হয়নি।

আজ আর নয় । আশা করি এতটুকুই আপনাদের মাথা ঘুরাতে সক্ষম না ঘুরলে আমি অক্ষম ভাই মাফ করে দিয়েন। আর কারো সাথে মিলে গেলে আন্তরিক ভাবে দুঃখিত। আর কিছু ভুল হলে আন্তরিকতার সাথে দেখবেন এবং মাফ করে দিবেন। ধন্যবাদ J

Microsoft হললেঞ্চ এর ভিডিও দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন।

সময় পেলে আমার এই ব্লগটিতে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছুই পারিনা। পুরা মাকাল ফল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ!