Android phone (Samsung ) দ্বারা কিভাবে পিসিতে ইন্টারনেট সংযুক্ত করবেন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আনড্রয়েড ফোন দ্বারা ইন্টারনেট সংযুক্ত করার জন্য অনেকের সমস্যায় পড়তে হয় । Nokia, LG, Motorolla, Sonyricsson এর নিজস্ব PC Suite রয়েছে ।এছাড়া এগুলো নিজস্ব ব্র্যান্ডের সব প্রায় মডেল সাপোর্ট করে । কিন্তু যারা Samsung ব্যবহার করেন তারা জানেন এর কিছু মডেল এর জন্য একটি PC suite এবং অন্য মডেলের জন্য PC suite  যেমন : Samsung fixed operating system(Java)  গুলো পিসিতে সংযুক্ত করতে PC studio 3.2 নামে সফটওয়্যারটি ব্যবহার করতে হত , আর যারা Windows কিংবা symbian ব্যবহার করত তাদের লাগতো New PC studio নামক সফটওয়্যার ।  আর যারা Android ব্যবহার করছেন তারা ব্যবহার করেন Kies নামে একটি সফটওয়্যার যেটি দ্বারা শুধুমাত্র contact number ও SD card ব্যাকআপ নেওয়া যায় । এছাড়া অন্য কিছু করা যায় না ।এ সমস্যার আমি নিজেও একজন ভুক্তভোগী । তবে আপনাদের আর ভুগতে হবে না । কেননা আমি একটি পধতি বের করে ফেলেছি যেটি অনেক কাজের ! ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এখানে tutorial হিসাবে Samsung GT-S5360 [Galaxy Y] ব্যবহার করা হয়েছে ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নির্দেশনা

১ প্রথমত Google play হতে PDANet free নামক সফটওয়্যারটি নামিয়ে নিন এবং সেটআপ দিন । এরপর ওপেন করুন  মেসেজ দিবে  >> যে আপনি PC version PDANet সফটওয়্যারটি ডাউনলোডকরে নিন ।

২ আপনার ডাউনলোড হয়ে গেলে সেটআপ(বা ইন্সটল ) দিন ।

৩ এখন আপনি মোবাইল এর ইন্টারনেট চালু করুন । এবং USB cable পিসিতে সংযুক্ত করুন ।

৪ মোবাইল এর সেটিং অপশন এ হতে Wireless and Network এ যান এবং দেখুন Tethering and Portable hotspot নামে একটি অপশন আছে এটি সিলেক্ট করুন , এরপর USB tetheringঅপশনটিতে টিক দিন ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৫ এবার মোবাইল এর PDANet free সফটওয়্যার টি ওপেন করুন এবং USB tether Mode এ ক্লিক করুন ( পিসিতে ব্যবহার এর উপযোগী হল )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৬ এখন Desktop এর নোটিফিকেশান বার হতে দেখুন PDANet software টি চালু অবস্থায় আছে । ডান ক্লিক করে Connect internetকরুন ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এখন ব্রাউজার দিয়ে টেস্ট করুন ।

সারসংক্ষেপ

সবশেষে একটি কথা না বললেই নয় , সেতি হচ্ছে আমি এটির জন্য Customer care এ গিয়েছিলাম কিন্তু তারা কোন সমাধান দিতে পারেনি । এরপর Samsung Canada wesite এ chat করলাম তারা বলল Canada এর বাইরে কাউকে সমাধান দিতে পারবেনা । Samsung সাইট এর এবার ইন্ডিয়ায় গেলাম (যেহেতু বাংলাদেশ এর সাইট নেই ! ) । সবশেষ google এর কাছে সমাধান পেলাম , ৮ থেকে ১০ টি ব্লগ সাইট ঘেঁটে অবশেষে সমাধান টি পেলাম । সেটি আপনাদের কাছে খুব সহজ করে তুলে ধরলাম ।

আশা করি সবার আপনাদের(ভুক্তভোগী) কাজে লাগবে ।

সফটওয়্যার দুটি একসাথে Downloadকরুন ।

পূর্বে প্রকাশিত : bditnews24.blogspot.com

Level 0

আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা করতে তো কোনো সফটওয়্যার ব্যবহার করতে হয় না, একটা ডাটা ক্যাবল হলেই তো হয়….এন্ডয়েড সব ফোনেই প্রায় ট্রিটার থাকে …

শুধু trether হলে হয় না

Level New

vai aro age post den nai kano ? modem hisebe use korte na pare sese olpo dame set sell kore diyachi

    @nayonb: আরে ভাই এই নিয়ে আমি কত সমস্যায় পরেছি ঠিক নাই , তবে শেষ মেশ করে ছাড়লাম , ধন্যবাদ

Vaiya onek din pore TT te Log in Korlem Shudhu apnake ekta thanks dewar jonno……………….Excellent Job……….

    @সুমন: ধন্যবাদ আপনাকে , জানি অনেকের কাজে লাগবে এজন্য শত ব্যাস্ততায় পোস্ট করলাম , এখন টিটিতে কম আশা হয় (দিনে ২ বার ) , পুরানো লেখকরা সব নিজ নিজ ব্লগ তৈরি করে পোস্ট করে এজন্য(টিটিতে) মানসম্পন্ন পোস্ট খুব কম পাওয়া যায় । তবে সময় পেলে আমি Advance PHP and Mysql development নিয়ে পোস্ট করব আশা করি । আবারো ধন্যবাদ

ভাইয়া একই পদ্ধতি তে পিসি থেকে মোবাইলে নেট দেয়া যাবে কিনা তা এক্তু জানাবেন ।

    @Nirjon ahmed Aronno: না , তবে WiFi দ্বারা সম্ভব

      @GM অর্ণব:

      lol ভাইয়া WiFi দিয়ে যে সম্ভব তা তো আমি জানি … কিন্তু আমি পিসি এর নেট ডাটা কেবল অথবা ব্লু তুথ দিয়ে ব্যাবহার করতে চাচ্ছি ।

Goto kalke ami onek try korsi pari nai … aske apnar tune er maddhome solution peye jabo chinta o kori nai. Thanx a lot vai. chaliye jan….

    @faisaaal007: উপকারে এসেছে জেনে খুশি হলাম , এ রকম সমস্যার সমাধান আপনিও জেনে থাকলে পোস্ট করবেন তাতে অনেকের উপকার হবে

pc te ke kono software install kora lagbe??

জী লাগবে , আপনি একটু কষ্ট করে পোস্ট টি ভাল ভাবে পড়ুন বুঝতে পারবেন আশা করি

onno vabe o to kora jay……kies/pc studio, pc te install thaka obosthay set usb cable die connect
korle Start menu te Device and Printers a mobile modem show korbe. Okhan e modem ar upor
right click kore acta dial up connection create kore nile e hoy, dialling nimber dite hoy *99# .

many many thanks

Apni to darun kaj korechhen. Thanks a lot.
*** ei S5360 e live tv (SET MAX) ki vabe dekha jete pare?

ভুক্তভোগী হলে না করে আর উপায় থাকে না । আপনি play.google.com এ এধরণের আপস খুঁজতে পারেন পেয়ে যেতে পারেন (পায় ৪৫০০০০ লক্ষ আপস ) , আর আমি পেলে জানাবো । ধন্যবাদ

ধন্যবাদ। আমি SAMSUNG ACE ব্যাহার করি। এই টিউনটি আমার অনেক উপকারে এসেছে।

PAD NET er Full version ki vabe pete pari ?
Thanks.

torrent এ সার্চ দিতে পারেন আশা করি পাওয়া যাবে । না হলে কিনে ফেলুন 🙂

Plz help me
Ami foxfi,pdanet deya laptop a net connect kortam but aj thake eta r kaj korce na.Pc te android phone deya net connect korar kono way ase.Ami samsung galaxy pop use kori(s5570).Foxfi er full verson hobe karo kase?

Superb ………… tnks vi… oneek oneek tnks
Onek Zhamalay chilam eta neya…..

ধন্যবাদ ! @এহসানুর রহমান এবং
@Mohammad Omar ভাইকে 🙂