নতুন আইফোনে যা থাকতে পারে আর যা পারে না

ঘন্টাখানেক আগে রিয়া একটা টিউন করেছে যে নতুন আইফোনের আলামত নাকি পাওয়া গেছে। এরকম আলামত পাওয়ার কিছুদিনের মধ্যেই নতুন ভার্সানের অফিসিয়াল রিলিজ নোট দেওয়া হয়। তবে এর মধ্যেই টেকি মহলে রব উঠে গেছে যে নতুন এই আইফোনে নতুন কি কি ফিচার থাকতে পারে না। তাই নিয়ে একটু ঘেটে দেখার চেষ্টা করব আমার এই টিউনে –

যা থাকতে পারে (হার্ডওয়্যার)

.  মাল্টিকোর প্রোসেসর ; অর্থাৎ এ্যাপ্লিকেশান লঞ্চিং এবং ডেটা হ্যান্ডেলিং আরো দ্রুততর   করা।

.          RFID – রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান

.          মাল্টি ফর্ম ফ্যাক্টার – আইফোন মিনি অথবা আইফোন ন্যানো

.          এইচডি ভিডিওর জন্যে আরো আপডেট ক্যামেরা – কমপক্ষে ৪ মেগা পিক্সেল

.          ম্যাট ফিনিশ

.          ৩২ এবং ৬৪ গিগা স্টোরেজ

.          রঙে ভিন্নতা – ব্ল্যাক, হোয়াইট, সিলভার এবং এ্যালুমিনিয়াম

.          ওয়াই ফাই এর মাধ্যমেও আইটিউনস সিন্ক্রোনাইজেশান. যেটা এখন কেবল মাত্র ইউএসবি ক্যাবলের মাধ্যমে হয়ে থাকে।

যা না ও থাকতে পারে (হার্ডওয়্যার)

.          ইজি ভিডিও কনফারেন্সিং এর জন্যে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা।

.          ব্যাটারী লাইফটাইম ৮ঘন্টার বেশি করা।

.          হার্ডওয়্যার কি বোর্ড

.          লাল, নীল, গোলাপী এবং সবুজ রঙের আইফোন

.          আরো লার্জ স্ক্রীন, কোন এজ থাকবে না।

.          ম্যাজিক মাউসের মত বাটনলেস ইন্টারফেস

.          থার্মোমিটার

.          রিপ্লেসেবল ব্যাটারী

.          ওয়ারলেস চার্জিং (এটা না থাকাটাই স্বাভাবিক বলে মনে করি)

যা থাকতে পারে (সফটওয়্যার)

.          আইফোন অপারেটিং সিস্টেম ৪.০

.          আইট্যাবলেট কম্প্যাটিবল ই রিডার এ্যাপ্লিকেশান

.          ফ্ল্যাশ সাপোর্ট

.          ওয়াই ফাই এর মাধ্যমেও আইটিউনস সিন্ক্রোনাইজেশান. যেটা এখন কেবল মাত্র ইউএসবি ক্যাবলের মাধ্যমে হয়ে থাকে।

.          নেক্সট রেভেলের গুগল ম্যাপ যেখানে ল্যান সাপোর্ট এবং ডিরেকশান বলে বলে দেয়া হবে।

যা না ও থাকতে পারে (সফটওয়্যার)

.          ব্লু – টুথ এবং RFID এর মাধ্যমে প্রোফেশনালদের বিজনেস কার্ড এক্সচেঞ্জ ফ্যাসিলিটি।

.          ওপেন এ্যাপ্লিকেশান স্টোর (এই স্বপ্নটা মনে হয় একটু বেশী দেখে ফেললাম!!)

.          মাল্টিপল এ্যাপ্লিকেশান সাপোর্ট এবং কাজ করার সময় এক এ্যাপ্লিকেশান থেকে আরেক এ্যাপ্লিকেশানে সুইচ করার সুবিধা!

.          অফিস ডকুমেন্টের ক্ষেত্রে কমপ্লিট এডিটিং ফ্যাসিলিটি

আপাতত আমার মাথা থেকে এবং টেকদের মতামত জেনে উপরেরগুলো আশা করা যাচ্ছে। আইফোনের কাছে আপনার নিজেরও কোন চাওয়া পাওয়া থাকলে অবশ্যই জানাবেন।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্যামেরা’টি ফ্ল্যাশ যুক্ত হওয়া দরকার এইবার। ফ্রন্ট ক্যামেরাও যদিও খুব দরকার আছে। আর, WiFi sync অবশ্যই চাই।

Level 0

ভাই আমার iPhone আছি কিন্তু কোন সফটওয়্যার ইন্সটল হয়না শুদু 4.0 Version চায় কিন্তু আমার iPhoner Version হাল 3.1.3(7E18) সফটওয়্যার ইন্সটল করার কোন অপাই আছে থাকলে বাল্বেন কি ??