এবার আপনার সিমবিয়ান ফোনে ব্যাবহৃত Opera mini এর internet spreed বাড়িয়ে নিন।

টেকটিউনস এর টিউনার ভাইয়েরা কেমন আছেন?নিশ্চয় ভাল!আমিও ভাল আছি।ইন্ডিয়াতে বসে এটা আমার দ্বিতীয় টিউন।প্রথম টিউন এখানে।

ইন্ডিয়া এসে অনেক কিছু দেখেছি।ন্যাশনাল মিউজিয়াম,ভিট্টোরিয়া,ইকো পার্ক,সাউথ সিটি সহ আরো অনেক কিছু।তবে সবচেয়ে যেটা বেশী ভাল লেগেছে,সেটা হল ভিট্টোরিয়া।

এদের ইন্টারনেট সার্ভিস খুবই ভাল।এখানে 3G তে মাত্র 250 টাকায় 1GB এবং 2G তে মাত্র 101 টাকায় 1GB ইন্টারনেট ডেটা পাওয়া যায়(for 30 days)।এছাড়া weekly pack এ 3G তে 42 টাকায় 150MB এবং 2G তে 34 টাকায় 350MB পাওয়া যায়।আর সব থেকে বড় বিষয় হল আপনি যদি 1 days vaildity কোন ডেটা প্যাক নেন,তাহলে আপনি যে সময়ে ডেটা প্যাক Active করবেন পরের দিন ঠিক সেই সময় পর্যন্ত আপনার ডেটার vaildity থাকবে।

যাহোক অনেক ফালতু বকবক করলাম,এবার মূল বিষয়ে আসি।আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সিমবিয়ান ফোনে ব্যাবহৃত অপেরা মিনির ইন্টারনেট স্প্রিড বাড়িয়ে নিবেন।


যা যা করতে হবে:-

1.প্রথমে আপনার ফোনের অপেরা মিনি ওপেন করুন।

2.এবার Address বারে about:config টাইপ করুন।

3.Browse করুন।নিচের মত একটা পেজ আসবে।

4.Scroll করে নিচে আসুন।খেয়াল করুন আপনি Loading timeout নামে একটা অপশন পাবেন।এখানে ডিফল্ট ভাবে 30 দেওয়া আছে।এটা পরিবর্তন করে 3600 করে দিন।

5.এবার scroll করে একদম নিচে আসুন এবং Save বাটনে ক্লিক করে সেভ করে বেরিয়ে আসুন।

প্রথম কাজ শেষ-

1.এবারXplore ওপেন করুন।Xplore না থাকলে এখান থেকে ডাউনলোড করুন।

2.এবার আপনি যে ড্রাইভে অপেরা মিনি install করেছেন,সেই ড্রাইভের system-apps-operamini ফোল্ডারে প্রবেশ করুন।এখানে আপনি reksio.ini নামে একটা ফাইল পাবেন।

3.এইটা আমাদের এডিট করতে হবে।8 কী প্রেস করুন।নিচের ছবিতে চিহ্নিত এই লেখাটুকু Cluster=1 খুজে বের করুন।

4.এবার Cluster=1 লেখাটুকু পরিবর্তন করে Cluster=0 করে দিন এবং ফাইলটি সেভ করে বেরিয়ে আসুন।

এবার অপেরা মিনি ওপেন করুন এবং browse করুন।দেখুন আগের থেকে ইন্টারনেট স্প্রিড অনেকটা বেড়ে গেছে।

Note: I test it s60v2 handset.Try others at your own risk.

কষ্ট করে আমার টিউনটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

আজ এ পর্যন্ত।সবাই ভাল থাকুন এবং সুস্থ থাকুন,বিজ্ঞান ও পযুক্তির সাথে থাকুন।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হয়েছে, ট্রাই করে দেখতে হবে । আচ্ছা অপেরা দিয়ে বাংলা কিভাবে লেখা যায় ??? আগে একটা ট্রিকস জানতাম তবে এখন সেটা কাজ করে না । যদি নতুন করে জানেন তা হলে একটু বলুন

টিউন এর মন্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

আমার সেট নকিয়া এন 70
আমার সেট এ কাজ হবে কি ?

Nokia 6120c (S60 V3) e hobe?

thanks,for you good tune.

thanks,for your good tune.

vai ami tu amar s60v2 mobile a dilam but 4 press korlao explore a kaj hoina.4 press korla page full screen hoiya jai.ki korbo bolben.

    @MAHEDI HASAN: Xplore এ কোন ফাইল এডিট করার জন্য 8 press করতে হয়।আমার দেওয়া লিংক থেকে Xplore ডাউনলোড করুন।আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

valo laglo 🙂

nice, Bhaia, apni to amar dol er lok. ami nokia 6730c (Vodafone) use kori, I am from khulna city of bangladesh…. amar phone a ki support korbe

vy xplore e to cluster=1 option ny