ফ্রি সিনক্রোনাইজ করুন আপনার নকিয়া ফিচার(S40) ফোনটিকে

S40 মোবাইল থেকে করা টিউন। ত্রুটি থাকলে ক্ষমা করবেন। নকিয়ার ফিচার ফোনগুলোতে এমন কিছু দরকারী ফিচার থাকে যা আমাদের অধিকাংশই সচরাচর ব্যবহার করিনা। নকিয়ার বিগত কয়েক বছরে বাজারে ছাড়া ফিচার ফোনগুলো syncml সার্ভিস সাপোর্ট করে। এটা করলে আপনার ফোনের সেটিংসে sync and backup নামে একটা অপশন থাকবে। এর মাধম্যে আপনি আপনার ফোনের ফোনবুক, ক্যালেন্ডার, নোট(ফোন সমর্থন করলে মেসেজ, to-do list ও) ইন্টারনেটে সংরক্ষন করে রাখতে পারবেন। এজন্য নকিয়ার অভি sync নামের সার্ভিস থাকলেও s40 ফোন থেকে বর্তমানে এই সুবিধা পাওয়া প্রায় অসম্ভব। এজন্য আপনারা ব্যবহার করতে পারেন O-sync নামের একটা চমৎকার sync সার্ভিস যারা আনস্মার্ট ফোনগুলোতেও ফ্রি এই সুবিধা দেয়। এমনকি এরা নাম্বার এর সঙ্গের ছবিও syncronize করে। এটা পেতে আপনার ফোন থেকে o-sync.com ওয়েবসাইটটিতে যান। এটা মোবাইল ফ্রেন্ডলি। এখানে একটা একাউন্ট খুলুন। একাউন্ট খোলার সময় ফোন নাম্বার দিলে ভাল কারন যদি আপনার ফোন ওদের তালিকায় থাকে তবে আপনি অটো সেটিংস পেতে পারেন। ফোন নাম্বার দেওয়ার সময় ৩টি ঘরে নাম্বার এভাবে আলাদা করে লিখবেন: +880 1** ******। যাদের ফোন লিষ্টে নেই বা অটো সেটিংস পাননি তারা এভাবে ম্যানুয়ালি সেট করুন- Goto: Menu » Settings » Configuration » Personal configuration settings - » Add new » Synchronization: Account name: O-Sync Server Address: http://sync.o-sync.com User Name: «আপনার O-Sync আইডি» Password: «আপনার O-Sync পাসওয়ার্ড» Contacts database: Database address:./contact User name: *খালি রাখুন* Password: *খালি রাখুন* Calendar database: Database address:./calendar User name: *খালি রাখুন* Password: *খালি রাখুন* Notes database - Database address:./note user name ও password খালি রাখুন। Use preferred access point: Yes (সেটিংস শেষ হলে অপসন থেকে একটিভ করুন*) sync করতে যান: Menu » Settings » Connectivity » Data transfer »Server sync: Mark করুন Contacts, Calendar এবং Note» sync চালু করতে yes চাপুন *=অথবা যান:Menu » Settings » Sync and backup »Server sync» Sync settings» Sync profile» Select O-sync এবার Data to be syncronize এ ঢুকে সব Mark করুন। এবার back করে sync now select করুন। Sync চালু হয়ে যাবে। যাদের নকিয়া Nokia s40 এ বেশি অপশন আছে আর যারা লুমিয়া রেখে Series 60 নিয়ে পড়ে আছেন তাদের- Manual Setup: Setup A Sync Profile Name: O-Sync Server Address: sync.o-sync.com Port: 80 (কিছু Non-nokia ফোনে port নাম্বার দরকার হলেও লিখার আলাদা জায়গা নেই। তাদের Server address: http://sync.o-sync.com:80) Username: «Your O-Sync ID» Password: «Your O-Sync Password» Allow Sync Request: Yes Accept All Sync Request: Yes Server version: 1.1/1.2 Setup B Contacts: Yes Database: ./contact Synchronization Type: Normal Calendar: Yes Database: ./calendar Synchronization Type: Normal Notes: Yes Database: ./note Synchronization Type: Normal SMS: Yes Database: ./sms Synchronization Type: Normal Bookmark: খালি রাখুন, এখনো সার্ভিসটি চালু হয়নি। দ্রষ্টব্য: সকলক্ষেত্রেই database address লিখতে আগে ./ (ফুলষ্টপ ও স্ল্যাশ) দিতে হবে। যেমন Contact database:./contact এবার ফোনটা হারিয়ে গেলেও আপনার তথ্যগুলো থাকবে সুরক্ষিত। সঠিক ইন্টারনেট কানেকশন(সঠিক configurtion ও সঠিক access point নির্বাচন) থাকা ফরজ। জেল থেকে মুক্তি পেলে সকল ধরনের Syncronize নিয়ে আরো একটা টিউন করবো ইনশাল্লাহ।

Level 0

আমি Shawon584। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জেল থেকে মুক্তি পাওয়া বলতে কি বুঝাতে চাচ্ছেন বুঝলাম না ।

Level 0

Probably 7 years jail will be declared from a case. Now I am in bail.