নোকিয়া জাভা মোবাইল এর জন্য ছোট কিছু ট্রিক্স………………

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই আমার পোস্ট টি শুরু করছি। আশা করছি আপনাদের কাজে লাগবে  ! !

আমাদের মাঝে মধ্যেই মোবাইল এ কিছু পারসোনাল জিনিস হিডেন করার প্রয়োজন পড়ে । অনেকে এর জন্য হয়ত বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করেন বা অনেক গুলো ফোল্ডার তৈরি করে তার মাঝে লুকিয়ে রাখেন (Old+Lame !:P :P ) . আজকে আমি ফাইল হিডেন করার কয়েকটি ট্রিক শিখাব । তবে কোন সফটওয়্যার ব্যাবহার করে নয় । অনেকেই হয়ত এগুলো আগে থেকেই জানেন । তারপর ও আমার কাছে ভালো লেগেছে জন্য শেয়ার করলাম ।

১. প্রথমে একটি নতুন ফোল্ডার তৈরি করুন বা আগে থেকে থাকা কোন ফোল্ডার রিনেম করে তার শেষে .jad যোগ করুন । ঐ ফোল্ডার এ যে ফাইল গুলো হাইড করতে চান সেগুলো মুভ করুন । এরপর ঐ নামেই আরেকটি ফোল্ডার খুলে তার শেষে এক্সটেনশন দিন .jar । কাজ শেষ, যেই ফোল্ডার টির নামের শেষে  .jad ছিল ঐ ফোল্ডার টি হিডেন হয়ে গেছে । আর থেকে যাবে .jar এক্সটেনশন এর ফোল্ডার টি । এখন ফাইল গুলো ফেরত পেতে চাইলে .jar এক্সটেনশন এর ফোল্ডার টি রিনেম বা ডিলিট করে দিন । আপনার ফাইল গুলো ফেরত পেয়ে যাবেন ।

Example: মনে করি আপনি Image ফোল্ডার টি হাইড করতে চান ।
তাহলে প্রথমে Image.jad ।
এবং Image.jar দুটি ফোল্ডার তৈরি করবেন । তাহলে Image.jad ফোল্ডার টি হিডেন হয়ে যাবে।

২. কোন ফোল্ডার এর নামের শেষে .nth যোগ করুন । ফোল্ডার টির আইকন থিম এর মত দেখতে হয়ে যাবে । থিম ভেবে আর কেউ তা সাধারনত ওপেন করবে না ।

৩. কোন ফোল্ডার এর নামের শেষে .otb যোগ করুন । ফোল্ডার টি আর কোন আইকন ই শো করবে না।

এই ছিল আজকের পোস্ট । ট্রিক গুলো নোকিয়ার জাভা সাপোর্টেড মোবাইল গুলোতে কাজ করবে । আশা করি ভালো লেগেছে । সবাইকে আজকের মত বিদায় জানিয়ে পোস্ট টি শেষ করছি ।

এক নজর আমার এই ওয়েব সাইট এ এক বার গিয়ে ঘুরে আসতে পারেন আজকের মত এখানে শেষ দেখা হবে আগামী পোস্টে
http://www.love-story32.webnode.com
সবাইকে ধন্যবাদ........

Level 0

আমি habib20। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানা ছিলো না। ধন্যবাদ..

old, bt tnx

Level 0

shudhu folder hide hoy but galarrey te gele sob dekha jay………..

    Level 0

    @urmi:
    এইটাতে শুধু ফোল্ডার হিডেন হবে আর কিছু না …..

Valo laglo, intelligent.

ধন্যবাদ