Mobile e বাংলা দেখা!!! ভুল হলে রক্ষা করেন

আমরা মবিলে এ বাংলা দেখা নিয়ে সমস্যায় পরি.আপনাদের কে সমাদান দেওয়ার চেষ্টা করলাম.প্রথমে এখান থেকে অপেরা download করুন

computer থেকে হলে http://www.opera.com/mobile/download/ mobile থেকে হলে

ব্ব্ব.অপেরা.কম/mini

তারপর অপেরা চালু kore Menu>Tools>settings >font size>large নির্বাচন করুন.

তারপর mobile view চালু করুন. Browser এর homepage e যান. address bar এ লিখুন about:config এর ফলে Power user setting আসবে এখানে user bitmap fonts for comples script>yes করে দিন. tune ti আগে কথাও করা হলে মুছে দিন. র কাজ করলে আমাকে জানান .

Level 0

আমি donof09। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই এভাবে তো বাংলা দেখা যায় তা ঠিক আছে। এতে ডাটা ইউজেস খুব বেশী হয়। আর নোকিয়ার সিরিজ ৪০ সেটে এমনিতেই বাংলা আসে। সমস্যা শুধু সিম্বিয়ান সেটে। আমি আমার নোকিয়া ৫২৩৩ সেটে বাংলা ফন্ট ইনস্টল করতে পারছি না। এ বিষয়ে আমার একটি লেখা আছে https://www.techtunes.io/mobileo/tune-id/24805/ এতে। যদি কেউ এই সেটে বাংলা ইনস্টল করার উপায় জানাতেন তাহলে খুব ভাল হত। কেননা about:config এর সিস্টেম ব্যবহার করে বাংলা দেখতে একদমই ভাল লাগেনা। এই সেটে হিন্দি, আরবী ইত্যাদি ফন্ট আছে। কিন্তু বাংলা নেই। যদিও made by NOKIA এবং বাংলাদেশের নকিয়া সেন্টার হতে কেনা।

    ভাই সিম্বিয়ান সেটে বাংলা দেখা যবে কি ?

Level 0

ভাই আমি মোবাইলে বাংলা লেখা আনতে পারছিনা । আপনেদের ভাল মতামত থেকে শিখতে চাই। তারপর ও টিউনটির জন্য ধন্যবাদ।

১ম টিউন তাই সাগতম জানাই টেকটিউনস পরিবারে !! আর ভাই পরের টিউন এ বানান এর দিকে একটু নজর দিবেন আশা করি !!!

আর… বঙ্গ সন্তান ভাই টিউনটির জন্য ধন্যবাদ।

ভাই আমার নোকিয় ৬৬৩০ মোবাইল। অপেরা মিনি আছে কিন্তু বাংলা সাইট দেখতে পারি না। কোন ভারশনটায় আমার সেটে বাংলা দেখা যাবে বলবেন কি ?

ধণ্যবাদ ভাই । উপকৃত হলাম । খু্বই ভাল তথ্য । আমার কাজে আসবে । ডাউনলোড করতেছি ।

ভাই এভাবে তো বাংলা দেখা যায় তা ঠিক আছে। এতে ডাটা ইউজেস খুব বেশী হয়। ভাই, Nokia 7610 সেটে বাংলা দেখা যবে কি ?

Level 0

Opera mini 4.2 or 5 beta version এ কাজ করবে। আমি দেখেছি কোন কোন সেটে বাংলা লিখা পরিস্কার বোঝা যায় না। তবে আমি Nokia N70,N73,N82 এবং Nokia E90 তে খুব ভাল কাজ করে এবং বাংলা পরিস্কার পড়া যায়।Opera Mini ইন্সটল করে তারপর Browser এর homepage এ যান. address bar এ শুধুমাত্র about:config লিখে ক্লিক করলে Power user setting আসবে এখানে user bitmap fonts for complex script> No এর জায়গায় yes করে দিন.তারপর মোবাইল Restart করুন। আশা করি কোন সমস্যা হবে না।

onek din por amar account ta ferot pelam jara tune ti dekhecen shobaike dhonnobad o krittogota janacci.