ইন্সটাগ্রামে ফলোয়ার আনার সবচেয়ে কার্যকরি উপায় (most effective way PART-1)

টেকটিউনস এর সাথে আমার সখ্য আজ থেকে প্রায় ৭ বছর আগে। টেকি জ্ঞানের হাতেখরি এই টেকটিউনস থেকে। আমার টেকনোলজির জ্ঞান এর ৭০% আমি নিয়েছি এই টেকটিউনস থেকে। প্রায় প্রতিদিন টেকটিউনস আমি ভিজিট করে আসছি কিন্ত কোনদিন টিউন করা হয়নি। আজকে এটা আমার প্রথম টিউন।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমরা জানি, ইন্সটাগ্রাম একটি খুব জনপ্রিয় মাধ্যম। সোসাল মিডিয়ার ক্রেজ বলা যাই। আমাদের বাংলাদেশেও অসংখ্য তরুন-তরুণী ইন্সটাগ্রাম ব্যবহার করে।কিন্ত অনেকেই চাই যেন তার ইন্সটাগ্রামে অনেক ফলোয়ার থাকুক। ইউটিউবে ফলোয়ার বাড়ানোর যে পদ্ধতিগুলো আছে তা অনেক গুলো কাজের না। আর তাই আমি ইন্সটাগ্রাম ইউজারদের এমন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনার ফলোয়ারকে বাড়াবে এবং খুব সহজে।

আসলে ইন্সটাগ্রামে ফলোয়ার বাড়ানোর অনেক গুলো পদ্ধতি চালু রয়েছে কিন্ত সে পদ্ধতিগুলো অনুসরণ করে বেশি দিন স্থায়ী হয়না। আমি যে পদ্ধতিটি দেখাব তা অনেকটা স্থায়ী এবং সহজও;আপনার এনড্রয়েড বা আইওএস যুক্ত স্মার্টফোন থাকলে চলবে।

তো চলোন শুরু করা যাক; নিচে আমি ভিডিও আকারে দিলাম বুঝার সুবিধার জন্য। বুজতে অসুবিধা হলে টিউমেন্ট করে জানাবেন অথবা আমার ইন্সটাগ্রাম আইডি : 5hihab_uddin জানাতে পারবেন। ধন্যবাদ

এখানে দেখুন

Level 2

আমি শিহাব উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস