সিস্টেম সেন্টার মোবাইল ডিভাইস ম্যানেজার ২০০৮

মাইক্রোসফট এর নিয়ে আসা নতুন কিছু টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে এই ব্যাপারটা আমার চোখে পড়ল। কিছুদিন আগেও আইফোন এর টেকনোলজি নিয়ে লিখেছি। মোবাইল টেকনোলজিগুলো জানতে আমার ভালোই লাগে। তাই মাইক্রোসফটের এই নতুন টেকনোলজিটি টিউন করলাম।

মাইক্রসফট এর এই সিস্টেম সেন্টার মোবাইল ম্যানেজার টেকনলজিটি উইন্ডোজ মোবাইলগুলোকে একই ইনফ্রাস্ট্রাকচার এর আওতায় আনতে সাহায্য করবে। এর মাধ্যমে উইন্ডোজ মোবাইলগুলো এবং এন্টারপ্রাইজ রিসোর্সের মধ্যে চমৎকার ইন্টিগ্রেশান করা হয়েছে যা অন্যান্ন মোবাইল প্লাটফর্মে হয়ত বা অসম্ভব। অন্যসকল মোবাইল প্লাটফর্ম থেকে এন্টারপ্রাইজ রিসোর্সে এক্সেস এ যে সকল সমস্যা হয়ে থাকে তা হল সিকিউরিটি, ম্যানেজমেন্ট এবং একাউন্টিবিলিটি।

mdm.png

এই মোবাইল ডিভাইস ম্যানেজারের প্রধান লক্ষ্য হল উইন্ডোজ মোবাইল কমিউনিটি আরো শিক্তশালি করা এবং এবং এই টেকনোলজিকে আরো সমৃদ্ধ করা।

এতে যে সমস্ত ফিচার যোগ করা হয়েছে -

১. একটিভ ডিরেক্টরি / গ্রুপ পলিসি ডোমেইন জয়েন

২. মোবাইল ভিপিএন সংযুক্ত ডুয়াল ফাক্টর অথেন্টিকেশন এক্সেস

৩. কমিউনিকেশন এবং ক্যামেরা ডিজেবলমেন্ট এবং এ্যাকটিভ ডিরেক্টরি গ্রুপ পলিসি বেজড টার্গেটিং

৪. এ্যাপ্লিকেশান এ্যালাউ এন্ড ডিনাই

৫. ডিভাইস এনক্রিপশন

৬. ওটিএ ডিভাইস প্রভাইজিং এবং বুটসট্র্যাপিং

৭. ওটিএ সফটওয়্যার ডিপ্লয়মেন্ট

৮. ডিভাইস ইনভেন্টরি এবং রিপোর্টিং

৯. হেল্পডেস্ক কনসোল এবং রোল বেজড এ্যাডমিনিস্ট্রেটর

১০. ডিভাইস উইপ

ফিচারগুলোকে আরো বিস্তারিত জানার জন্য মাইক্রোসফটের সাইটে ঢু মেরে আসতে পারেন।

আর এই এমডিএম ( মোবাইল ডিভাইস ম্যানেজার ) যে সকল স্ট্যান্ডার্ড এর উপর বেজ করে করা সেগুলো হল -

১. TCP/IP

২. ওপেন মোবাইল এ্যালিয়েন্স ডিভাইস ম্যানেজমেন্ট ( OMADM)

৩. আইপিসেক এবং ইন্টারনেট কী এক্সচেঞ্জ প্রটোকল (IKEv2)

৪. IKEv2 মোবিলিটি এবং মাল্টিহমিং ( MOBIKE )  প্রোটোকল

৫. সফটওয়্যার কম্পোনেন্ট ম্যানজমেন্ট অবজেক্ট ( SCOMO )

এমডিএম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে এখানে টোকা দিন

আর এই এমডিএম ট্রায়াল ভার্সান ডাউনলোড করতে চাইলে এখানে টোকা দিয়ে দেখতে পারেন।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস