SIM ছাড়া মোবাইল, কিন্তু সিমের সব কাজ করবে, কিন্তু কিভাবে!

SIM ছাড়া মোবাইলে হতে পারে এটা হয়তো অনেকেই ভেবেছেন, তবে সেই SIM ছাড়া মোবাইলে যে SIM এর কাজ করা যাবে সেটা কি কখনো ভেবেছেন? যদি না ভেবে থাকেন তাহলে ভাবতে শুরু করে দিন, কারন বাজারে কিন্তু এমন মোবাইল আসছে।

Meizu Zero এ মধ্যে আপনি কোনো SIM card লাগাতে পারবেন না, কিন্তু SIM এর সব কাজ করতে পারবেন। এই smartphone এ ব্যবহার করা হয়েছে eSIM প্রযুক্তি, যেই প্রযুক্তিটি এমন যে, আপনি আপনার SIM card মোবাইলের ভেতরে না লাগিয়েই SIM এর সব কাজ করতে পারবেন, call করতে পারবেন, message করতে পারবেন, internet চালাতে পারবেন, SIM এর মাধ্যমে যা যা করা যায় সবই করতে পারবেন, কিন্তু মোবাইলে SIM থাকবে না।

বুঝিয়ে বলছি, eSIM হচ্ছে এমন একটি SIM এর প্রযুক্তি, যেই প্রযুক্তির SIM গুলো হয় ভার্চুয়াল। SIM card এর বদলে আপনাকে দেয়া হবে SIM এর username আর password যা দিয়ে আপনি আপনার eSIM প্রযুক্তির মোবাইলে SIM না লাগিয়ে SIM এর account এ login করে SIM এর সব কাজ করবেন।

আপনি চাইলে একই সময়ে আপনার অন্য মোবাইল, smart watch, tablet এ একই SIM চালাতে পারবেন যদি সেই মোবাইল বা smart watch বা Tablet গুলোতে eSIM প্রযুক্তি থাকে।

আশা করি বোঝাতে পারেছি, কিন্তু eSIM প্রযুক্তি বাংলাদেশে তো নেই, অনেক উন্নত দেশেও এখনো চালু হয়নি এই প্রযুক্তি। তবে খুব তাড়াতাড়ি এসে পরবে।

Meizu Zero এই মোবাইলে ব্যবহার করা হয়েছে eSIM প্রযুক্তি, শুধু তা ই নয়, এটি হয়তো প্রথম মোবাইল, যেই মোবাইলে কোনো button নেই, এমন কি মোবাইল চালু করার home button ও নেই। Meizu Zero সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিজিট করুন mobile29.com

Level 4

আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস