কিভাবে আপনি আপনার অ্যাপ লকটি গোপন করবেন জেনে নিন অ্যাপ লকের গোপন একটি সেটিংস

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

আশাকরি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ রয়েছেন। আর ভালো না থাকলেও কোন সমস্যা নেই। কারন আমি আজকে যে টিউনটি নিয়ে হাজির হয়েছি তা জানলে আপনিও ভালো হয়ে যাবেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো কিভাবে আপনি আপনার ব্যবহারকৃত অ্যাপ লকটিকে গোপন করে রাখতে পারবেন। এবং আপনার কাঙ্গিত কোডটি দিলে তা আবার প্রকাশ পাবে। আশাকরি টিউনটি আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন আর ভূমিকা না বাড়িয়ে শুরু করা যাক।

বর্তমানে আমরা অনেকেই নিজেদের বিভিন্ন জিনিস অন্যদের থেকে গোপন রাখার জন্য অ্যাপ লক ব্যবহার করি। কিন্তু তাতে রয়েছে একটি সমস্যা তাহলো কেউ অ্যাপ লকটি ডিলেট করে দেয় তাহলে সবকিছু আবার লক ছাড়া হয়ে যায়। এতে করে আপনি অ্যাপ লক ব্যবহার করেও কোন উপকার হয় না। এই কারনে আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যদি অ্যাপ লকটি গোপন করা যেত তাহলে কেউ আর ডিলেট করতে পারতো না। আপনাদের এই প্রশ্নের উত্তর আমি টিউনে দিতে যাচ্ছি। তাই টিউনটি পুরোপুরি পড়বেন।

প্রথমে আপনি আপনার অ্যাপ লকটি অপেন করবেন।

অপেন করার পর এই রকম একটি পেজ দেখতে পাবেন। যেখানে উপরের দিকে দুটো ট্যাব রয়েছে। প্রথমটা হলো PRIVACY এবং দ্বিতীয়টা হলো PROTECTED। আপনি দ্বিতীয় ট্যাব টিতে ক্লিক করবেন। তখন এই রকম একটি পেজ দেখতে পাবেন।

এখানে সবার শেষে Magic বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটি বাটন রয়েছে যার নাম Hide AppLock। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটি পেজ দেখতে পাবেন।

এখানে Hide AppLock বাটনটিতে ক্লিক করে চালু করে দিন। এবার আপনার অ্যাপটি গোপন হয়ে গেছে। এবার কথা হলো এটি কিভাবে আবার প্রকাশ করবো। তার জন্য আপনি বিভিন্ন উপায়ে করতে পারবেন। কিন্তু আমি দেখাবো কিভাবে ডায়াল করে অপেন করবেন। তার জন্য নিচে চলে যাবেন।

এখানে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে করবেন। তবুও বলে নিই প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল অপশনটিতে যাবেন। তারপর লিখবেন *#*#12345#*#* এটি লিখলে আপনি অ্যাপ লকে পুনরায় প্রবেশ করতে পারবেন। আবার যখন অ্যাপ লক থেকে বের হয়ে যাবেন তখন আবার এটি গোপন হয়ে যাবে।

আশাকরি আপনাদের টিউনটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের টিউমেন্ট করে জানাতে পারেন পরের টিউনটি কি নিয়ে করতে পারি। এবং পরের সকল টিউন পেতে আমাদের ফলো করতে পারেন। যাওয়ার আগে আরেকটি কথা আমরা অনেক কষ্ট করে টিউন করে থাকি তাই যদি ভালো লাগে অবশ্যই জোসস এ ক্লিক করবেন। আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই টিউনের জন্য ধন্যবাদ