বাংলালিংকে ১ জিবি নিয়ে নিন একদম ফ্রিতে এবং প্রতি রেফারে পাবেন ৫১২ এমবি যেকোন সময়

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

হ্যালো বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আর টেকটিউনসের সাথে থাকলে ভালো থাকারই কথা। সামনে যেহেতু ঈদ তাই ভাবলাম আপনাদের জন্য একটা স্পেশাল টিউন নিয়ে আসি। আপনার ঈদ ভালো কাটার মতো একটা টিউন নিয়ে হাজির হয়েছি। তা হলো কিভাবে আপনি একদম ফ্রিতে বাংলালিংক সিমে এক জিবি নিতে পারেন। এবং অন্যজনকে রেফার করলেই পেয়ে যাবেন ৫১২ এমবি। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

শুরু করার আগে একটা কথা বলে রাখা ভালো। আপনারা যে এক জিবি এমবি পাবেন তা শুধু আপনারা Toffee অ্যাপটিতে ব্যবহার করতে পারবেন। আর এই অ্যাপটিতে রেজিস্ট্রেশন করার মাধ্যমে একজিবি এমবি পাবেন। এই অ্যাপটিতে রয়েছে সকল প্রকার টিভি চ্যানেল। এবং বাংলা নাটক গান এবং ছবি ইত্যাদি।

কিভাবে রেজিস্ট্রেশন করবেন

প্রথমে আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে। তারপর সার্চ বারে গিয়ে Toffee অ্যাপটি সার্চ করবেন।

 

এইরকম একটি অ্যাপ পাবেন তা ডাউনলোড করবেন। তারপর ডাউনলোড শেষ হলে তা অপেন করবেন।

এখানে প্রথমে আপনার বাংলালিংক মোবাইল নাম্বারটি দিবেন। তারপর Have a refferel code এই বাটনে ক্লিক করবেন। তারপর আপনার রেফারাল কোডটি দিবেন। কোডটি আমি টিউমেন্টে দিয়ে দিবো আপনারা সেখান থেকে ব্যবহার করবেন। অবশ্যই মনে রাখবেন রেফারাল কোড ব্যবহার না করলে এক জিবি পাবেন না। কোডটি দিয়ে নিচের বক্সটিতে টিক দিয়ে next বাটনে একটি ক্লিক করবেন।

আপনার ব্যবহারকৃত নাম্বারটিতে একটি ম্যাসেজ যাবে তা এখানে সঠিক ভাবে দিয়ে SIGN IN বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার একাউন্ট হয়ে যাবে। এবং আপনার বাংলালিংক নাম্বারে এক জিবি চলে যাবে।

কিভাবে রেফার করে এমবি নিবেন

আপনার বন্ধুকে রেফার করার জন্য তার মোবাইলেও অ্যাপটি ডাউনলোড করবেন। তারপর আপনার একাউন্টে গিয়ে উপরের মানুষ আউকোনটিতে ক্লিক করবেন। এবং একটু নিচে আসলে দেখতে পাবেন লেখা আছে Invite Friends এই বাটনটিতে ক্লিক করবেন। তারপর আপনার রেফারাল কোডটি দেখতে পাবেন। সেই কোড দিয়ে উপরের নিয়মে একাউন্ট করলে আপনি পেয়ে যাবেন ৫১২ এমবি এবং সে পাবে এক জিবি। এভাবে যত খুশি নিতে পারবেন। অ্যাপটিতে স্ক্রিন সর্ট নেওয়া যাচ্ছে না তাই ছবি দিতে পারিনি।

আশা করি টিউনটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি জোসস দিবেন। এবং নিত্য নতুন টিউন পেতে আমাদেরকে ফলো করবেন।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউন থাম্বনেইলে যোগ করা ইমেইজটি টিউনের সাথে প্রাসঙ্গিক হয়নি।

আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইলে ইমেজটি টিউনের সাথে অবশ্যই প্রাসঙ্গিক হতে হয়।

করণীয়:

আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, টিউন থাম্বনেইলে, টিউনের সাথে প্রাসঙ্গিক ইমেইজ যোগ করে নতুন টিউন থাম্বনেইল তৈরি করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।