প্রিয়জনের জন্য পছন্দের স্মার্টফোনটি নিন বাজেটের মধ্যেই!

ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস, মাস জুড়ে নানারকম বিশেষ দিন জুড়ে চলে পছন্দের মানুষকে কাছে পাওয়ার নানা প্রচেষ্টা; তার সাথে যুক্ত মাস জুড়ে চলা বিশেষ বিশেষ সকল দিন! আর ভালোবাসার এই মাসে প্রিয়জনকে দারুন একটি উপহার যেন হয়ে উঠতে পারে সম্পর্কের নতুন একটি মোড়! আর ভালোবাসার মাসে প্রিয়জনের জন্য দারুন এই উপহারটি হতে পারে একটি দারুন স্মার্টফোন। হ্যাঁ, আমরা আলোচনা করব, বাজেটের ভেতর এমনই কতগুলো স্মার্টফোন নিয়ে আপনি দিতে পারেন আপনার প্রিয়জনকে।

অবশ্যই জরুরি নয় প্রিয়জন কেবল আপনার প্রেমিকা বা প্রেমিকই হবে! হতে পারে আপনার বাবা- মা, ভাই- বোন বা জেকেউ। সর্বোপরি ভালোবাসা সবার জন্য, আর প্রকাশের দারুন মাধ্যম হতে পারে স্মার্টফোন এর মত একটি ডিভাইস উপহার! আমরা যে স্মার্টফোনগুলো নিয়ে আলোচনা করব, এগুলো হচ্ছেঃ প্রিমো আরএম৪, প্রিমো জিএইচ৯ এবং প্রিমো এইচ৯।

Walton Primo RM4

  • ১৯.৫ঃ৯ এস্পেক্ট রেশিও সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনসেল আইপিএস ডিসপ্লে প্যানেল
  • ১২ ন্যনোমিটার প্রযুক্তির ১.৮ গিগাহার্জ ক্লক স্পীডের অক্টা-কোর হেলিও এ২৫ চিপসেট
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি র‍্যাম
  • ৫৯৫০ এমএএইচ ব্যাটারি
  • দামঃ ১০১৯৯ টাকা

বিস্তারিত জানতে দেখে আসতে পারেন রিভিউ ভিডিওটি

Walton Primo GH9

  • ৪জি কানেক্টিভিটি
  • হেলিও এ২০ চিপসেট
  • অ্যান্ড্রয়েড ১০
  • ৬.১ ইঞ্চি ১৯ঃ৯ রেসিও সমৃদ্ধ ইনসেল আইপিএস ডিসপ্লে
  • ডুয়াল ক্যামেরা মডিউল
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • দামঃ ৬৭৯৯ টাকা

বিস্তারিত জানতে দেখে আসতে পারেন রিভিউ ভিডিওটি

Walton Primo H9

  • ১৯ঃ৯ রেশিও, ৬.১ ইঞ্চি ইউ-নচ সমৃদ্ধ ডিসপ্লে
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • PowerVR Rouge GE8322 জিপিইউ
  • ৩ জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ৩২ জিবি রম, ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট
  • ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউল
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৩৫০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি
  • দামঃ ৭৮৯৯ টাকা

বিস্তারিত জানতে দেখে আসতে পারেন রিভিউ ভিডিওটি।

স্মার্টফোনগুলোর নিজস্ব প্রাইজ রেঞ্জের ভেতর বাজারের অন্যসকল স্মার্টফোনের চাইতে এগুলো অনেক বেশি প্রতিদ্বন্দ্বী! প্রিয়জনের জন্য আপনার হাতের নাগালের বাজেটে দারুন এই স্মার্টফোনগুলোর যেকোনো একটি কিনে উপহার দিতে পারে নিঃসংকোচে। স্মার্টফোন গুলো দেখতে বা এক্সপেরিয়েন্স করতে যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে চলে যেতে পারেন।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস