নকিয়া হ্যান্ডসেটকে মডেম হিসেবে ব্যবহার করে থাকলে ইন্টারনেট গতি বাড়িয়ে নিন

আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশাকরি ভাল।নকিয়া হ্যান্ডসেটকে মডেম হিসেবে ব্যবহার করলে ইন্টারনেট গতি অনেকের ক্ষেত্রেই ধীরগতির থাকে। এ ক্ষেত্রে কিছু সেটিংস পরিবর্তন করে গতি বাড়িয়ে নেওয়া যায়। প্রথমে NokiaPc Suite দিয়ে কম্পিউটারের সঙ্গে হ্যান্ডসেটটি সংযুক্ত করুন। এরপর Connect to the Internet ব্যবহার করে ইন্টারনেটে সংযোগ দিন। সংযোগ দেওয়া হয়ে গেলে আবার ডিসকানেক্ট করুন।

এবার network হতে network and sharing center এ যান।


এখন change adapter setting এ যান।

এখানে nokia phone Bluetooth modem এ লেখার ওপর Right Mouse ক্লিক করে Propertise যান।
এবার Configure ক্লিক করুন।

যে পেইজ আসবে সেখানে Maximum speed (bps)-এর পাশের Box থেকে ক্লিক করে 92160 করে দিন। ok করে বেরিয়ে আসুন।



ইউনডোজ xp জন্যঃ

Start ক্লিক করে Run-এ গিয়ে ncpa.cpl লিখে Enter চাপুন।
এখন যে পেইজ আসবে সেখানে Nokia USB Modem#1 এ রকম একটা লেখা থাকবে। এ লেখার ওপর Right Mouse ক্লিক করে Propertise-এ ঢুকে Configure থেকে Maximum speed (bps)-এর পাশের Box থেকে ক্লিক করে 92160 লিখুন। ok করে বেরিয়ে আসুন।

এবার Nokia USB Modem#1-এ দুবার ক্লিক করে Dial-এ চাপ দিন। দেখবেন নেট কানেক্ট হয়ে গেছে।

আগের চেয়ে ইন্টারনেটে গতি অনেক বেড়ে যাবে। পরবর্তী সময়ে যদি NokiaPc Suite ব্যবহার করে ইন্টারনেট সংযুক্ত করেন, তাহলে এ সেটিংস বদলে যাবে।পুনরায় করে নিতে হবে। সবাইকে ধন্যবাদ…………

Level 0

আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকে ও ধন্যবাদ

জটিল টিউন try করে দেখি কাজ হয় কিনা ।

    try করেন একটু হলে ও বাড়বে মনির হুসাইন ভাই ধন্যবাদ

Level 0

kaj hobe na.ami eta aro 2-3 bosor aagei check kore dekhesi…

এখানে গতি বারালে কোন লাভ হই না।

    একটু হলে ও বাড়ে shekh sajib ভাই ধন্যবাদ

শুরুতেই একটা ধন্যবাদ দিলাম। কাজ হলে আরেকবার ধন্যবাদ দেবো!

    ধন্যবাদ পিচ্চি সুমন ভাই

সহমত পিচ্চি'র সাথে । শুরুতেই একটা ধন্যবাদ দিলাম । কাজ হলে আরেকবার ধন্যবাদ দেব ।

ধন্যবাদ ভাইয়া তবে এটাতে মডেম এর স্পিড বারে না জাস্ট স্পিডটা বেশী শো করে যেমন আমার একটা lg কমদামী সেট আছে ওটা কানেক্ট করলে ৭.২ mbps শো করে হাহাহাহা । আর নোকিয়াটাতে ৯৫৬ শো করে যেখানে জিপি দেয়ই সর্বোচ্চ ২৫৬

    ধন্যবাদ আসলে অপারেটররা যে স্পিড দেয় সেটাই আসল …………..

Level 0

এটা তে এক্তু বাড়ে, কিন্তু মাঝে মাঝে আবার পেজই খোলে না।

Level 0

কোন লাভ নাই, এটাতে speed এর কোন উন্নতি হবে না…

    ভাইজান আমাদের যে স্পীড এর জন্য অনেখ উন্নতি

    @GoriberBondhu @ikhanrahi ভাই ধন্যবাদ

ধন্যবাদ।

    রায়হান ভাই ধন্যবাদ

আপনি যদি এডিট করে নিজের স্পীড নিজেই বাড়ায়া দেন তাইলে ১০০০ জিবিপিএস দেখাইলেও অবাক হওয়ার কিছু নাই 🙁

    ধন্যবাদ মন্তব্যর জন্য

ভাইয়া আমি জানতাম তবুও টেকটিউন্স এ টিউন করার জন্য ১ লাখ ধন্নবাদ

    আপনাকে ও ১ লাখ ধন্যবাদ

Level 0

এই,খবর,টি,কালের কণ্ঠ টেক বিশ্ব তে পরেচিলাম।শেয়ার করার জন্য থাঙ্কস।

    ধন্যবাদ রনি ভাই

ভাই মোবাইল দিয়ে নেট ব্যবহার এ মোবাইল অনেক গরম হয় এবং মোবাইল এর আয়ু অনেক কমে যায় তাই আর ইউস করব না।

    ঠিক বলেছেন মোবাইল অনেক গরম হয় মডেম না থকে ব্যবহার করতে হয় আনেক সময় ধন্যবাদ রানার ভাই

Level New

কাজের কাজী টিউন ভাই। প্রিয়তে রেখে দিলাম। ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য।

    আপনাকে ও আনেক ধন্যবাদ

এটা বারালে কোনো লাভ নাই

    কারো কারো না ও বাড়তে পারে ধন্যবাদ

rasel saheb kamon achen?tune to korchen fatafati.egiye jan.valo thakben.

    আরে ভাই আপনারে খুব মিস করতেছি মনে হয় কয়েক হাজার বছর আপনার টিউন দেখি নাই কেমন কাটছে ছুটি তাড়া তাড়ি ফিরে আসেন টেকটিউনে নিজের দিকে খেয়াল রাখবেন শরন করার জন্য আনেক আনেক ধন্যবাদ।

Level 0

ভাই broadband এর গতি বাড়ানোর কোন সিস্টেম যানা থাকলে আওয়াজ দিন…। ব্যাপক দরকার……….. thANX for the tune…..

    পেলে জানাবো আপনাকে ধন্যবাদ

সুন্দর ও কাজের টিউন !!!!!!!!

    দুষ্ট ছেলে ভালো আছো ধন্যবাদ মন্তব্যর জন……………

Level 0

এটা আমি অনেক আগেই জানি কিনন্তু এটা সুধু দেখার খেত্রে, আসলে এটাই কোন লাভ নেই, এখানকার কেও ভাল Speed পেলে আমাকে জানাবেন সবাইকে ধন্যবাদ……………………………………………

    আপনাকে ধন্যবাদ………..

Level 0

mobile re modem hisebe use korle mobiler ayu koima jay. amar nokia 2700 ety modhhy entekal forman korse. modem hisebe use kortam, bluetooth diye, pc suit lagto na.

    ধন্যবাদ মোবাইল আয়ু কমে গেলে ব্যবহার না করাই ভালো

Level 0

thik boleso. arigatu gojaimas.

    sorry ভাই কি বল্লেন বুঝলাম না রাগ করলেন না কি

Level 0

rasel bi ababe barale speed bare ata vhul kotah. ashole speed soman take, ami 5 year jabot mobile ke modem hisebe bebohar kore ashchi ,
r amar akahne speed ato besi apnara shunle amake pagol bolben… //

    আমি দেশের বাহিরে থাকি এখানে আমি এ ভাবে ভালো স্পিড পাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনি কোথায় আছেন ধন্যবাদ nasir ভাই

টিউন সুন্দর হইছে,
অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।
তবে কথা একটাই,আপনি যত প্রকার ট্রিক্সই করেন না কেন আসলে কোম্পানি আপনাকে যতটুকু স্পীড দিবে আপনি ঠিক তত খানিই পাবেন,
ঠিক কিনা?

    আতাউর রহমান ভাই ১০০% ঠিক ধন্যবাদ আপনাকে…………..

এটা করে কোন লাভই হয় না