সিমবিয়ান জোনস :: S60v3 : [পর্ব-০৫] : থ্রিজি ভিডিও কল এর মত রিয়েলটাইম ভিডিওকল করুন যেকোন অপারেটর থেকে!!

থ্রিজি দেশে নেই, তাই বলে কি ভিডিও চ্যাট হবেনা মোবাইল থেকে? অবশ্যই হবে! 😀

যারা ‍S60v5 সেট ব্যবহার করেন, তারা ফ্রিং (Fring) দিয়ে অনায়াসে ভিডিও চ্যাট করতে পারছেন বন্ধুদের সাথে। ‍S60v3 এর FP2 ভার্সনের সেটগুলোতেও ফ্রিং সাপোর্ট করে, কিন্তু জনপ্রিয় S60v3 এর PRE-FP1 ও FP1 সেটগুলোর জন্য ফ্রিং এখনো চালু হয়নি।

যাহোক চলুন পরিচয় করিয়ে দিই UMV Chat নামের চায়নিজ এই awesome ভিডিও ম্যাসেনজারটির সাথে! এটিতে আপনি রিয়েলটাইমে এক বা একাধিক বন্ধুর সাথে ভিডিওচ্যাট বা ভিডিও কনফারেন্সেযুক্ত হবে পারবেন আপনার মোবাইলের EDGE/GPRS কানেকশন ব্যবহার করে!

টিউটোরিয়াল

1. প্রথমে এই লিংক থেকে আপনার ‍S60v3 মোবাইলের জন্য সফটওয়্যারটি নামিয়ে নিন। (সাইজ 485 কিলোবাইট)

2. সফটওয়্যারটি ইন্সটল করুন। এবার Applications থেকে সফটওয়্যারটি চালু করুন।

2. প্রথমে আপনাকে একটি নতুন একাউন্ট খুলতে হবে। Option থেকে Register এ ক্লিক করুন।

3. একটি একঘরের ফর্ম আসবে। এখানে আপনার ইচ্ছামত একটি পাসওয়ার্ড দিন। আর কিছু পূরণ করতে হবেনা।

4. ব্যাস কাজ শেষ। আপনার ইউজার নেম অটোমেটিক জেনারেট হয়ে যাবে। ইউজার নেম একটি সংখ্যা যেমনঃ 352016 ধরণের হবে, এটি লিখে রাখুন, বন্ধুদের শেয়ার করতে বা অন্যকে খুজে পেতে এটি দরকার হবে।

5. এবার লগইন করুন।

6. হোমপেজ আসবে। এখান থেকে  Multicaht বা P2P তে ক্লিক করুন। P2P মানে পিয়ার টু পিয়ার। এখানে অ্যাড করে রাখা বণ্ধুদের সাথে প্রাইভেট চ্যাট করা যাবে। আমি P2P তে ক্লিক করছি।

7. নতুনে ফ্রেন্ড অ্যাড করার জন্য Menu> Search> Find Account থেকে ফ্রেন্ডের ইউজার নেম দিয়ে সার্চ করে অ্যাড করুন। আমার যেহেতু অ্যাড করাই আছে তাই আমার ফোনে ফ্রেন্ডলিস্ট দেখাচ্ছে-

8. ফ্রেন্ডের নামের উপর ক্লিক করুন। যদি ফ্রেন্ড অনলাইনে থাকে তবে চ্যাট শুরু হয়ে যাবে। 😀 😀

অন্যন্য বেশিষ্ট্যঃ

  • এই সফটওয়্যার দিয়ে ফুলস্ক্রিণ মুডে চ্যাট করা যায়!
  • ভয়েস পাঠানো যায়।
  • লেখা (টেক্সট) পাঠানো যায়।
  • ফ্রন্ট ক্যামেরা ও ব্যাক ক্যামেরা দুটোই ব্যবহার করা যায়।
  • খরচঃ ভালো কোয়ালিটির ভিডিও সিলেক্ট করা অবস্থায় ঘন্টায় খরচ হয় 30 মেগাবাইট
  • প্রয়োজনীয় স্পিডঃ গ্রামীণফোনে 10-12 কেবি স্পিড দিয়ের ভালোভাবেই চ্যাট করা যায়। যেকোনো EDGE বা GPRS নেটওয়ার্ক থাকলেই এটি ব্যবহার করতে পারবেন।
ভালো থাকুন, সুম্থ থাকুন।
-- নেট মাস্টার।
.

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar id ta den..apnake add kore try korbo

age thekei fring use kori eta try kore dekhi kemon

pura foul post certificat eerror sign korleo install hoy na

    @সপন মাহমোদ:
    বুঝলাম আপনি সাইন করে সফট ব্যবহারের মান্ধাতার আমলের টেকনিক নিয়া আছেন।
    ফাউল তো লাগবোই। 😀 হা হা হা…

Nokia 6120c ki v3?

Nokia 6120c ki v3? No install error dekhay

ভাই s60v5 এর জন্য নাই???????????????????

vai amar akta purono symbian mobile ache..nokia e65 atate oneek soft certificate error show kore..eta solve korar jonno ki korte pari? plz help korben j janen..THANK YOU

Fring এ ভিডিও কল করতে 3Gলাগবে। fring এর কথা 3Gচালু হবার আগে না তুললেই ভালো।

    @মাসুদ:
    ধন্যবাদ, ব্যাপারটি জানা ছিল না। আমার জানামতে ফ্রিং GPRS/EDGE তেও সাপোর্ট দেয়। যাহোক, ফ্রিং কাজ না করলে এই সফটাট ব্যবহার করে দেখতে পারেন। 😀

FP1 ta fring use kora jay (nokia 6120)

    @রাসেল:
    ফ্রিং তো PRE-FP1, FP1, FP2 সবখানেই ব্যবহার করা যায়। কিন্তু ভিডিও চ্যাট সমর্থন করেকিনা, সেটা জানান।

      @নেট মাস্টার: নেট মাস্টার ভাই দয়া করে নোকিয়া টাচস্ক্রীন স্মার্টফোন গুলো নিয়ে টিউন করেন।আপনার টিউন আমার খুব ভাল লাগে।

Level 0

ধন্যবাদ ভাই আপনাকে./ আপনি nimbuzz ব্যবহার করেন Please আমাকে Add করেন ID : [email protected]

kaj kore na eroor bole

ami apnader 1 ta link dilam.eikhan theke download koren. Sign kora ase koshto kore sgin korte hobe na gallery.mobile9.com/f/1670174/

ami apnader 1 ta link dilam.eikhan theke download koren. Sign kora ase koshto kore sgin korte hobe na http://www.gallery.mobile9.com/f/1670174/

Level 0

vai ata ki nokia c5-00 te support korbe? nokia c5-00 ki Fp2?

Level 0

amar E5 & X5 e support korse without hack…:)

ভাই আমার nokia x6 তে আমি umv software ডাউনলোড করে ইন্সটল করেছি কিন্তু hang হয়ে যায় কেন। আর আমি কি আমার মোবাইল থেকে ভিডিও কল করেতে পারব প্লিয আমাকে জানান