এবার গ্রামীণ ফোনকে এড়িয়ে চলুন!

গ্রামীণ ফোন জন্মলগ্ন থেকেই আমাদের মত পাবলিকদের ফরমালিনমুক্ত বাঁশ দিয়ে আসছে। সারা দেশে যখন ইন্টারনেটেরর বিল কমানো নিয়ে আন্দোলণ শুরু হয়েছে সেখানে এই রক্ত চোষা কোম্পানী পাবলিকের সাথে হাস্যকর এক খেলায় মেতে উছছে। এতদিতন জানতাম আমাদের নেতারা আমাদের আবুল ভাবে কিন্তু ফোন কোম্পানী যে আমাদের আগে থেকেই আবুল ভাবে তার আর একটা প্রমাণ পাওয়া গেল গ্রামীণ ফোনের p1 প্যাকেজের মুল্য হ্রাসের ঘোষনা শুনে। কি বলব ভাষা নাই। যদি আমাকে টিটিতে মনখুলে ইচ্ছামত পোস্ট করার ক্ষমতা দেওয়া হত আর সেই পোস্ট পড়ে কেউ আমাকে গালি না দিত তবে চরম একটা পোস্ট করতাম। যাই হোক সময় এসেছে এই কোম্পানীকে এড়িয়ে চলার আমরা যার যার অবস্থানে থেকে গ্রামীন ফোন ব্যবহার বন্ধ করে দিব। আর বন্ধ না করলেও নেট ও টাকা লোড বন্ধ করে দেব। অলটারনেট হিসাবে সুবিধাজনক নম্বর ব্যবহার করা যেতে পারে।

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গত ৯ বছরে কয়েক দফায় ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে। ২০০৪ সালে প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের মূল্য ছিল ৭২ হাজার টাকা, বর্তমানে কমে ৪ হাজার ৮০০ টাকায় হলেও এর কোনো প্রভাব পড়েনি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের উপর।

**********************************************************************************************************************************************************************************************************
ইন্টারনেটের বিল কমানোর দাবিতে বুধবার বিকেল ৩টা থেকে বিটিআরসি এর সামনে লাগাতার কর্মসূচী দেয়া হয়েছে । আপনারা যারা পারবেন যোগদান করুন। আর যারা পারবেন না তারা নিজ এলাকাই -শহরে আন্দোলন করবেন তাছাড়া বল্গে , সাইটে লেখালেখি করে আন্দোলনে অংশ গ্রহন করুন দেশেরে ভালোর জন্য । *******************************************************************************************************************************

Salar grameen phoner ofice a hamla korte hobe .

Level 0

ভাই এই হারামির ফোন আমাদের সবার বয়কট করা উচিৎ, এই হারামির ফোন ওয়ালারাই পাকিস্তানে কি সুবিধা দিতাছে আর আমাদের কি বাঁশ দিতাছে শালারা, ভাই সবাই এই কাজটা করেন একদিনের জন্য হলেও হারামির ফোন বন্ধ রাখুন।

It is the time to quite the company… But who is better than GP….

যাই ঘোষণা দিক না কেন,বিটিআরসির কথার উপর তাদের কোনো কথা আছে কি?সুতরাং বিটিআরসিকে চাপে রাখলে একটা সুরতহাল হবে। 😐

Level 0

জিপি সিম ব্যবহার করা বন্ধ করুন। একযোগে। সারাদেশে।

Level 0

উল্লেখ্য, আমি বন্ধ করেছি।

Level 0

দুক্ষিত ভাই গ্রামীণফোন বন্ধ করার উপায় নাই। ২০১৩ সালে মাত্র ১০ tk রিচার্জ করছি আর ফ্রী Download করছি 100 GB র উপরে।

amar mote bondho kora uttam

Level 0

free net calie jabo and taka load off

Level 0

এই নাকি ডিজিটাল সরকার? লম্বা লম্বা কথা কইয়া এখন নাকে তেল দিয়া ঘুমায়।

gp off koira ki korum gp re sudhu bash detace goto mashe 3 GB dece dua korben eai mashe jeno 5GB bash deta pari………………………..

জিপি তো ইউস করছি ফ্রী ইন্টারনেট ইউস করার জন্য 😛 আর নাহলে জিপি কে ইউস করে 😀

গ্রামীণফোনের ফাঁশি চাই । গ্রামীণফোনের , তুই রাজাকার – তুই রাজাকার। হা ঃ হাঃ হাহ—–

আমারা সবায় মিলে আন্দলন করব যাতে তারা আমাদের দাবি মেনে নেয়।

ভাই GP বাদ দিলে উল্টা আমি কষ্ট পামু :'( প্রতিদিন কমপক্ষে 900MB ইউজ করি পুরা ফ্রি ফ্রি !!! ১ পয়সাও দেই না !!! আমি ভাই GP নিয়া চরম মজায় আছি 🙂 🙂 🙂

    Level 0

    ভাই পদ্ধতিটা share করেন। তাহলে আমরাও বাঁশ দিতে পারব।

Vai Achi Apner Sathe!!!

Level 0

ami gp use kora onek agei chere desi

Gp Use kori shodhu matro free use korar jonno.

ফ্রী নেট এর জয় হোক । জিপি আমরা আছি তোমার ফ্রী নেট এর সাথে ।

    @Tanvir Mustafa Joy: কিভাবে ফ্রি ব্যবহার করেন সবাইকে জানালে সবাই এক সাথে বাশ দিত

এই সব আর কত বলব, শুনব, দেখব। জাষ্ট ব্যাবহার করা বাদ দিছি…

উপরের অনেকে বললেন যে ফ্রী নেট ইউস করে,ফ্রী নেট ইউস করে, খুব মজা ইত্যাদি ইত্যাদি তা ভাই আপনারা এটা শেয়ার করেন না কেন? GPকে বাঁশ দিতেআমাদেরও সবাইকে সুযোগ করে দিন। না হলে এমন লোভ দেখাতে নাই। পারস্পারিক সহযোগিতা না থাকলে তো আমরা এত বড় জানয়ার(GP) কে দমন করতে পারব না। plz share ur idea.tnx all

Level 0

টিটির কি হয়েছে ? ফ্রী নেটের উপরে সকল টিউটো ডিলিট করা হয় কেন ?

    @Mobstar: টিটির এ্যাডমিন সেকশনের সাথে মনে হয় জিপির কেউ জড়িত আছে।

Level 0

vai per 2 month por por mone hoy 20 taka kore load dei……….

Level 0

GP রে ইচ্ছা মত বাঁশ দিতে ইচ্ছা করছে।

    @arif_m1: এই বাটপারদের ফরমালিনযুক্ত বাশ দিন

যদিও “জিপি হোনকে” সবার ফরমালিন যুক্ত বাশ দিতে মনে চাচ্ছে, তবে আমার মনে চাচ্ছে শালাকে আইক্কাওলা একটা লম্বা বাশ দিতে।

ভাই জিপি বন্ধ কার যাবে না। গত মাসে আমার 2টি পিসি দিয়া মিনিমাম 50 জিবি বাশ দিছি তাও পুরা ফ্রিতে। আমার যারা বন্দু বান্দব আছে সাবাইকে বাসায় বাসায় যেয়ে সেটাপ করে দিছি জিপিকে বাশ দেওয়ার পদ্ধতি। অনেককে এ্যাড্রয়োয়েড মোবাইলেও জিপির ফ্রি নেট খুলে দিছি। আামার নিজের হাতেই সিমফোনি W15. w20 সেট কিনে দিছি কম করে হলেও 10-12 টি। তারা শুধু এ্যানড্রয়োয়েড ফোন কিনছে ফ্রি নেট চালানোর জন্য (মানে জিপিকে বাশ দেওয়ার জন্য) তাহলে বুঝুন দেশের মানুষ জিপিকে কত ভালবাসে। অত ভালবাস ছেড়ে কি থাকা যায়। আপনার সাথে কথা নাই আপনি কি না আমাকে এই ভালবাসা ভেঙ্গে দিতে বলাছেন।

আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জিপিকে আমার কাছে থেকে আলাদা করতে পারবে না।
ছেড়ে দে শয়তান তুই আমাকে বলতে পারবি কিন্তু আমার মন থেকে জিপির এই ভালবাসা মুছতে পারবি না।

মাইন্ড লাইয়েন না একটু মজা লইলাম।

    @Reaz Ul Islam: কিভাবে পিসি দিয়ে বাস দিলেন শেয়ার করেন সবাই এক সকাথে বাস দিক

@cracker007: অক্ষরটা উল্টে গেল নাকি?