ওয়ার্ডপ্রেসের নতুন ফিচারঃ স্টিকি পোস্ট

ব্লগিং জগতে বিপ্লব ঘটাতে সফল এক প্রতিষ্ঠানের নাম ওয়ার্ডপ্রেস। তাদের ফ্রি ব্লগ হোস্টিং ছাড়াও, সিএমএস জুমলার মত ওয়ার্ডপ্রেস ডট অর্গ (যা নিজের হোস্টিংয়ে নিজের মত সাজানো যায়) বিশ্বকে উপহার দিয়েছে লক্ষ লক্ষ ব্লগ-- ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক। জেনে রাখা ভাল, টেকটিউনসও ওয়ার্ডপ্রেস ইঞ্জিনেই তৈরি- যদিও টেকটিউনসের প্রতিভাবান ডিজাইনার ও ডেভেলপাররা একে ওয়ার্ডপ্রেসের রূপ বদলে নতুন আকর্ষণীয় দৃষ্টিনন্দন একটি রূপ দিতে সক্ষম হয়েছেন।

যাই হোক, এত সফলতার পরও কখনোই বসে থাকেনি ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ। বরাবরই নতুন নতুন ফিচার দিয়ে দিনকে দিন আরো সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তুলছেন অলরেডি জনপ্রিয় হয়ে যাওয়া ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগ, যা যেকেউ পেতে পারেন বিনামূল্যে-- প্রয়োজন শুধু একটি নিজস্ব ইমেইল ঠিকানার। আজ আমি আপনাদের জানাবো সম্প্রতি ওয়ার্ডপ্রেস ডট কমে প্রকাশ করা নতুন একটি ফিচার, স্টিকি পোস্ট।

স্টিকি পোস্ট বলতে মূলত যা বোঝায় তা হলো একটি নির্দিষ্ট পোস্ট যা আপনার ব্লগের হোমপেজে স্টিক করা থাকবে। সাধারণত যখনই কোন নতুন পোস্ট প্রকাশ করা হয়, হোমপেজ থেকে সর্বশেষ পোস্টটি নিচে নেমে গিয়ে নতুন পোস্টটি স্থান পায় সবার উপরে। কিন্তু ধরুন আপনি নির্দিষ্ট একটি পোস্টকে কিছু সময়ের জন্য হোমপেজের সবার উপরে রাখতে চাচ্ছেন, তাহলে কী করবেন?

ওয়ার্ডপ্রেস ডট অর্গ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই হয়তো নিজেরাই কোডিং করে স্টিকি অপশনটি তৈরি করে নিয়েছেন। কিন্তু যারা ওয়ার্ডপ্রেস ডট কমে ব্লগ লিখেন, তারা এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সম্প্রতি ওয়ার্ডপ্রেস নিউজ থেকে প্রকাশিত এক পোস্টে জানানো হয় ওয়ার্ডপ্রেসের সকল সাধারণ ব্লগাররা এখন থেকে স্টিকি পোস্টের নতুন ফিচার উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে বরাবরের মতই কোন কোডিংয়ের ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে না। পোস্ট লিখার সময় যেই বাটনে ক্লিক করে প্রকাশ করা হয় (Publish), সেই বাটনের ঠিক উপরেই দেখবেন Stick this post নামে একটি অপশন আছে।

wp-stick-post.png

অপশনটিকে চেক করে দিলেই নির্দিষ্ট সেই পোস্টটি হোমপেজে স্টিকি হয়ে যাবে। পরবর্তীতে যদি স্টিকি মুছে ফেলতে চান, তাহলে স্টিক করা সেই পোস্টটি এডিট করুন। এডিটিং প্যানেল থেকে Stick this post অপশনটি আনচেক করে সেভ বাটন ক্লিক করুন। ব্যস, কাজ শেষ। হোমপেজ থেকে স্টিকি মুছে যাবে।


একটি স্টিকি পোস্ট। উৎস

যারা ওয়ার্ডপ্রেস ডট অর্গ ব্যবহার করেন কিন্তু কোন কোডিং জানেন না, তারা এই সুবিধাটি এখনই উপভোগ করতে পারবেন না। ওয়ার্ডপ্রেসের পরবর্তী সংস্করণ মুক্তি পাবার সাথে সাথে আপনার সাইট আপডেট করে নিন। তাহলেই এই সুবিধাটি উপভোগ করতে পারবেন।

লক্ষ্যণীয়ঃ স্টিকি পোস্ট বলতে সাধারণত নির্বাচিত পোস্ট বোঝায়। খুব জরুরি না হলে কোন পোস্ট স্টিকি না করাই ভাল। কারণ, ব্যবহারকারীরা হোমপেজে ঢুকে স্ক্রল করে নিচে না নামলে টের পাবেন না যে নতুন পোস্ট প্রকাশিত হয়েছে যতক্ষণ আপনার একটি পোস্ট স্টিকি করা আছে (সব ব্যবহারকারী হয়তো এমনটা মনে করবেন না)। আর সর্বোচ্চ দু'টির বেশি পোস্ট স্টিকি করবেন না। কারণ একাধিক পোস্ট স্টিকি করা হলে তা একটির নিচে আরেকটি বসে যায় যার কারণে আপনার সাইট ভিজিটরকে খানিকটা স্ক্রল করে নতুন পোস্ট আছে কি না তা দেখতে হয়। এটি আপনার সাইটের ইউজারফ্রেন্ডলীনেসকে নষ্ট করে দিবে। যখনই মনে করবেন যে, স্টিক করা পোস্টটি আর জরুরি নয়, তখনই পোস্টটি আনস্টিক করে ফেলবেন।

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই এটা একটা দারুন কাজের জিনিস আমিও হঠাৎ খুজতে খুজতে এই জিনিসটার সন্ধান পাই।