ইন্টারনেটে অশনি সংকেতঃ ৯ জুলাই বিচ্ছিন্ন হবে হাজারো কম্পিউটারের ই-সংযোগ!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সম্প্রতি জানা গেছে, জুলাইয়ের ৯ তারিখে বিশ্বব্যাপী হাজার হাজার কম্পিউটারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। পিসি ওয়ার্ল্ডের বরাত দিয়ে ম্যাশএবল এই খবর জানিয়েছে।

সূত্র মতে, পিসি এবং ম্যাক কম্পিউটারের জন্য ২০০৭ সালে ছড়িয়ে পড়া এক ট্রোজানের কারণে জুলাইয়ের ৯ তারিখে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে হাজার হাজার মানুষ। ডিএনএস চেঞ্জার নামের এই ট্রোজান মূলত আক্রান্ত কম্পিউটারের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করে ফেলে। এর ফলে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় সঠিক ঠিকানা চাপলেও ট্রোজান যারা তৈরি করেছে তাদের ডিএনএস সার্ভার হয়ে ওয়েবসাইট আসে। এতে করে হ্যাকাররা ইচ্ছেমতো আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারবে।

ম্যাশএবল জানিয়েছে, গোয়েন্দা সংস্থা এফবিআই অনেকদিন আগেই এই ট্রোজান যারা তৈরি করেছে তাদের গ্রেফতার করেছে। একইসঙ্গে তাদের ডিএনএস সার্ভারগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রচুর কম্পিউটার এই ট্রোজানে আক্রান্ত হওয়ায় এফবিআই ব্যাকআপ হিসেবে নিজেরাই কিছু সার্ভার বসিয়েছে।

ট্রোজানের সার্ভার বন্ধ করে দেয়া হলেও সূত্র জানিয়েছে, এখনও বিশ্বব্যাপী হাজার হাজার ম্যাক ও উইন্ডোজ কম্পিউটারে এই ট্রোজান রয়েছে। এফবিআই-এর ব্যাকআপ সার্ভারের মাধ্যমেই ডিএনএস রাউটিং এখন পর্যন্ত ঠিকঠাকভাবে চলছে। তবে জুলাইয়ের ৯ তারিখ এফবিআই এসব সার্ভার বন্ধ করে দিচ্ছে। ফলে ট্রোজান আক্রান্ত কম্পিউটারগুলো সঙ্গে সঙ্গেই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

সূত্র জানিয়েছে, মাত্র চার মাসের জন্য এফবিআই ডিএনএস সার্ভারগুলো চালু করা হলেও আদালতের নির্দেশে সেগুলো এতোদিন ধরে সক্রিয় আছে। তবে এবার জুলাইয়ের ৯ তারিখেই এগুলো বন্ধের তারিখ নিশ্চিত করা হয়েছে।

বাঁচবার উপায়ঃ

ব্যবহারকারীরা তাদের কম্পিউটার এই ট্রোজানে আক্রান্ত কি না তা পরীক্ষা করার জন্য ডিএনএস চেঞ্জার চেক-আপ নামের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।  ঠিকানা- http://www.dns-ok.us

যদি ট্রোজান খুঁজে পাওয়া যায়, তাহলে যেসব অ্যান্টি-ভাইরাস টুল দিয়ে তা বিদায় করতে হবে তার তালিকা পাওয়া যাবে এই লিংকে http://www.dcwg.org/fix/

এখন দেখবার বিষয় ট্রোজেন ভাইরাসটি কতটা ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। সেই অপেক্ষায়...

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন! 🙂

লিখাটির মূল লেখকঃ আহমেদ তৌফিক, প্রকাশিত হয়েছেঃ উত্তরেরকন্ঠ.কম পত্রিকায়!

Level 2

আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“হাজার হাজার কম্পিউটারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে”
কোটি কোটি হইলে একটু ভয় পাইতাম 😛 ব্যাপার না 😀

Level 0

জানি ! তারপরও শাওন ভাইকে ধন্যবাদ ।

হাজার হাজার কম্পিউটারের মধ্যে আমার টা নাই তাই ভয় পাই না

erokom attacker kotha er ageo shunechi,but asha kori amar laptope kichu hobena,eta nidristo elakar pc te attack korte pare.

Level 0

vai amito apnar deya web e dhokar try korlam but kasper to atkiye dilo…somadhan????????

তখন আমি বড় ভাইয়ের পিসি চালাইতাম!! ধরলে হেরটায় ধরব আমার কি!!! 🙂

Level 0

ki ekta website dilen..kono script e nai, eta shobshomoyei Green dekhabe.
jai hok, tune ta bhalo hoise 🙂

Level 0

dhonnobaad. jananor jonno.

@সাইফুল ইসলাম: হাচা কথা কইচেন 😀 😀

😉 দেখা যাক কি হয় যারা এই ট্রোজানে আক্রান্ত…

Nice Post
😀 😀 😛

hehe ame green…:D

তথ্য প্রদানের জন্য অনেক ধন্যবাদ………………