আর নয় দীর্ঘ লাইন-ট্রেনের টিকিট এখন অনলাইনে, ঘরে বসেই কিনুন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের জন্য নিয়ে এল অনলাইনে টিকিট কেনার সুবিধা। যাদের ভিসা কাড, মাস্টার কার্ড (ডেবিট কার্ড ও ক্রেডিট কাড) আছে তারা এ সুবিধা ভোগ করতে পারবেন। একটি কার্ডের অধীনে সর্বোচ্চ ৪ টি টিকিট কিনা যাবে। এ সেবা পেতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। পরবর্তীতে যখন টিকিট দরকার হবে এ রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে টিকিট কাটা যাবে। যাত্রার তিন দিন আগে এ টিকিট ক্রয় করা যাবে। তবে শুরুতে মাত্র ১০% টিকিট এ ব্যবস্থায় পাওয়া যাবে। অর্থাৎ মোট টিকিটের সংখ্যা ৩০০ হলে ৩০টি টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। এর আগে কর্তৃপক্ষ মোবাইলে টিকিট কেনার ব্যবস্থা চালু করলেও টিকিট স্বল্পতা আর নিয়মকানুন না জানার কারণে তা সাধারণ যাত্রীদের তেমন সুবিধা দিতে পারেনি। এ ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে তাই টিকিটের সংখ্যা আরো বাড়াতে হবে। না হয় এর সুবিধাও জনগণ পাবে না কখনো।

কিভাবে রেজিস্ট্রেশন করবেনঃ

রেজিস্ট্রেশনটি হল আপনার তথ্যাদি দিয়ে অনলাইনে টিকিট কাটার জন্য নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া। এটি একবার করলে সবসময় সেটা দিয়ে কাজ চালানো যাবে। তাই বারবার করতে হবে না। কাজটি করার জন্য আপনার একটি ব্যক্তিগত E-mail Adress লাগবে। রেজিস্ট্রেশন করার জন্য নিচের নিদের্শনাগুলো দেখুন।

  • প্রথমে http://www.esheba.cnsbd.com লিংকটিতে যান। যে পেজ আসবে তাতে Sign up বাটনে ক্লিক করুন।

  • নিচের মত ফরমটি নিজের তথ্য দিয়ে পূরণ করুন।

ফরমে আপনার নাম, E-mail Adress, পাসওয়ার্ড, ঠিকানা, ফোন নাম্বার (এরিয়া কোড সহ), মোবাইল নম্বর ক্যাপচা (এলোমেলো লেখা) পূরণ করুন।

বিঃদ্রঃ এই E-mail Adress টিতে আপনাকে টিকিটের Confirmation পাঠানো হবে। তাই ব্যক্তিগত E-mail Adress টিই ব্যবহার করুন। আবার মোবাইল নং টিও গুরুত্বপূর্ণ। টিকিট সংগ্রহ করার সময় এ নাম্বারটি লাগবে। তাই নিজের মোবাইল নংটিই ব্যবহার করুন। মোবাইল নং ও ফোন নাম্বারের মাঝখানে কোন চিহ্ন দেয়া যাবে না, অতিরিক্ত নাম্বারও বসানো যাবে না। যে ঘরগুলোতে লাল তরকা চিহ্ন আছে সে ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। বাকিগুলো পূরণ না করলেও চলবে। যেমন ঠিকানা আর ফোন নাম্বার। আর তথ্যগুলো যত্ন সহকারে মনে রাখবেন। না হয় নতুনভাবে আবার রেজিস্ট্রেশন করতে হতে পারে।

সবগুলো ঘর পূরণ করা হয়ে গেলে REGISTER বাটনে ক্লিক করুন। যদি আপনার তথ্যগুলো দেয়াতে কোন ভুল থাকে তাহলে এ ফর্মটি সামনে এগুবে না। নিচের মত লাল লেখার মেসেজ পাবেন।

  • যদি সঠিক হয়ে থাকে তাহলে Please check your email for validation link লেখা মেসেজ পাবেন।

  • আপনার মেইলে এড্রেসে (যেটি রেজিস্ট্রেশন ফরমে দিয়েছেন) একটি মেসেজ যাবে।

  • মেসেজটি খুলোন। ওখানে একটি লিংক পাবেন।

  • লিংকটিতে একবার ক্লিক করুন। আপনাকে রেলেওয়ের ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ। নিচের মত নিশ্চিত মেসেজ পাবেন।

টিকিট কাটবেন যেভাবেঃ

  • ১। টিকিট কাটার জন্য http://www.esheba.cnsbd.com/ এ যান। নিচের মত পেজ আসবে। নিচের মত রেজিস্ট্রেশনের তথ্যগুলো ব্যবহার করে Log in/Sign in বাটনে ক্লিক করুন।

  • ২। যে পেজ আসবে তাতে Purchase Ticket বাটনে ক্লিক করুন। নিচের মত পেজ আসবে। ফরমে আপনার যাত্রার তারিখ, কোন স্টেশন থেকে যাবেন, কোন স্টেশনে যাবেন, ট্রেনের নাম, টিকিটের ক্লস, যাত্রী সংখ্যা পূরণ করে SEARCE করে দেখুন টিকিট আছে কিনা।

  • যদি টিকিক না থাকে তাহলে নিচের মত লাল লেখার মেসেজ পাবেন। দুঃখের বিষয় হলো বেশিরভাগ সময় ওটাই পাবেন।

  • ৩। যদি টিকিট থাকে তাহলে তাহলে ডেভিট/ক্রেডিট কার্ডের কজটি করতে হবে এবং আপনার মেইলে টিকিট বরাদ্দের নিশ্চিত মেসেজ যাবে। ওটি প্রিন্ট করে রেলওয়ে স্টেশনের নির্দিষ্ট ই-বুথ এ গেলে আপনার টিকিটটি পেয়ে যাবেন। সাথে লাগবে আপনার মোবাইল।

ভাড়ার জন্য দেখতে পারেন

বাংলাদেশ রেলওয়ের পেজঃ

নিচে আপনাদের সুবিধার্থে ট্রেনের সিডিউলটি দেয়া হলঃ

-

Intercity Trains (Metre Gauge & Dual Gauge)

Train no Name Off day From Departure To Arrival
701Subarna expressFridayChittagong07:00Dhaka12:40
702Subarna expressFridayDhaka15:30Chittagong21:20
703Mahanagar godhuliNoChittagong15:00Dhaka21:25
704Mahanagar ProvatiNoDhaka07:40Chittagong14:20
705Ekota expressTuesdayDhaka09:50Dinajpur19:10
706Ekota expressMondayDinajpur21:50Dhaka07:35
707Tista expressMondayDhaka07:20Dawngonge Bazar12:50
708Tista expressMondayDawngonge Bazar14:40Dhaka20:05
709Parabat expressTuesdayDhaka06:40Sylhet13:10
710Parabat expressTuesdaySylhet15:00Dhaka21:45
711Upakul expressWednesdayNoakhali14:40Dhaka20:30
712Upakul expressWednesdayDhaka07:00Noakhali13:05
713Karotoa expressNoSantahar16:15Lalmonirhat20:10
714Karotoa expressNoLalmonirhat20:30Santahar00:20
717Joyantika expressNoDhaka14:00Sylhet21:00
718Joyantika expressThrusdaySylhet07:30Dhaka14:35
719Paharika expressMondayChittgong08:00Sylhet17:00
720Paharika expressSaturdaySylhet10:15Chittgong19:25
721Mahanagr ProvatiSundayChittagong07:20Dhaka14:05
722Mahanagar godhuliSundayDhaka15:50Chittgong22:35
723Udayan expressSaturdayChittagong21:00Sylhet06:00
724Udayan expressSundaySylhet21:10Chittgong05:35
729Meghna expressNoChittagong17:00Chandpur22:05
730Meghna expressNoChandpur05:00Chittgong10:15
735AghnibinaNoDhaka09:30Tarakandi15:15
736AghnibinaNoTarakandi15:55Dhaka22:05
737Egarosindhur ProvatiWednesdayDhaka08:10Kishorganj11:55
738Egarosindhur ProbhatiNoKishorganj06:45Dhaka11:00
739Upaban expressWednesdayDhaka21:50Sylhet05:10
740Upaban expressNoSylhet22:00Dhaka05:15
741TurnaNoChittagong23:00Dhaka06:15
742TurnaNoDhaka23:30Chittgong06:10
743Bhramanputra expressNoDhaka18:00Dawangong Bazar23:55
744Bhramanputra expressNoDawangong Bazar06:00Dhaka11:45
745Jamuna expressNoDhaka16:30B.B Setu Purbo23:50
746Jamuna expressNoB.B Setu Purbo01:30Dhaka08:10
749Egarosindhur godhuliNoDhaka18:30Kishorganj22:50
750Egarosindhur godhuliWednesdayKishorganj12:50Dhaka17:05
751Lalmoni expressFridayDhaka22:10Lalmonirhat08:20
752Lalmoni expressFridayLalmonirhat10:40Dhaka21:05
757Drutajan expressWednesdayDhaka19:40Dinajpur05:00
758Drutajan expressWednesdayDinajpur08:10Dhaka17:40
767Dolanchapa expressnoSantahar15:00Dinajpur21:40
768Dolanchapa express-Dinajpur06:10Santahar13:10

Intercity Trains (Broad Gauge & Dual Gauge)

Train no Name Offday From Departure To Arrival
715Kapotaskh expressWednesdayKhulna06:30Rajshahi13:10
716Kapotaskh expressWednesdayRajshahi14:00Khulna20:35
725Sundarban expressFridayKhulna20:00Dhaka05:35
726Sundarban expressSaturdayDhaka06:20Khulna16:50
727Rupsha expressThrusdayKhulna07:50Saidpur17:30
728Rupsha expressThrusdaySaidpur07:15Khulna17:20
731Barendra expressSundayRajshahi15:00Nilphamari21:00
732Barendra expressSundayNilphamari06:00Rajshahi11:35
733Titumir expressWednesdayRajshahi06:30Chilahati13:30
734Titumir expressWednesdayChilahati14:10Rajshahi21:25
747Simanta expressNoKhulna20:45Saidpur05:30
748Simanta expressNoSaidpur19:15Khulna04:30
753Silk city expressSundayDhaka14:40Rajshahi20:55
754Silk city expressSundayRajshahi07:30Dhaka13:30
755Madhumati expressFridayGoalonda ghat14:30Rajshahi20:00
756Madhumati expressFridayRajshahi07:10Goalonda ghat12:45
759Padma ExpressTuesdayDhaka Cantt22:45Rajshahi04:40
760Padma ExpressTuesdayRajshahi16:00Dhaka cantt21:45
761Sagardari ExpressMondayKhulna15:00Rajshahi21:40
762Sagardari ExpressMondayRajshahi06:50Khulna13:30
763Chittra ExpressMondayKhulna08:40Dhaka18:20
764Chittra ExpressMondayDhaka19:00Khulna05:15
765NilsagarMondayDhaka Cantt08:25Nilphamari17:15
766NilsagarSundaySaidpur23:15Dhaka Cantt07:25
769Dhumketue expressTuesdayDhaka06:00Rajshahi12:00
770Dhumketue expressMondayRajshahi23:20Dhaka04:50
3107/3110Moitree ExpressNODhaka Cantt08:10Kolkata18:45
3108/3109Moitree ExpressNOKolkata07:10Dhaka Cantt18:05

Mail/Express Trains (Metre Gauge):

Train no Name Off day From Departure To Arrival
1Dhaka mailNoChittagong22:30Dhaka07:10
2Chittagong mailNoDhaka22:30Chittagong07:15
3Karnaphuli expressNoChittagong10:00Dhaka20:45
4Karnaphuli expressNoDhaka08:25Chittagong19:10
7Uttarbanga mailNoSantahar08:00Punchogor22:20
8Uttarbanga mailNoPunchogor07:40Santahar22:20
9Surma mailNoDhaka22:50Sylhet12:00
10Surma mailNoSylhet20:00Dhaka09:55
11Dhaka expressNoNoakhali20:30Dhaka05:55
12Noakhali expressNoDhaka20:10Noakhali04:40
13Jalalabad expressNoChittagong19:30Sylhet11:10
14Jalalabad expressNoSylhet22:30Chittagong13:15
17Kushiara expressNoAkhaura06:15Sylhet12:30
18Kushiara expressNoSylhet16:10Akhaura22:15
19Bagora expressNoSantahar17:35Lalmonirhat23:40
20Bagora expressNoLalmonirhat11:10Santahar17:20
21Padmarag expressNoSantahar05:50Lalmanirhat12:10
22Padmarag expressNoLalmanirhat13:50Santahar20:10
29Sagarika expressNoChittagong08:30Chandpur14:10
30Sagarika expressNoChandpur14:50Chittagong20:55
33Titas commuterNoAkhaura05:00Dhaka08:30
34Titas commuterFridayDhaka10:10B.Baria13:15
35Titas commuterFridayB.Baria13:55Dhaka16:45
36Titas commuterNoDhaka17:40Akhaura21:20
37Mymensingh expressNoChittagong15:10B.B Setu Purbo09:00
38Mymensingh expressNoB.B Setu Purbo02:00Chittagong22:10
39Isakhan expressNoDhaka11:30Mymensingh21:45
40Isakhan expressNoMymensingh07:30Dhaka18:00
41Kanchan expressNoParbatipur08:00Thakurgaon road12:00
42Kanchan expressNoThakurgaon road14:00Parbatipur18:00
43Mahua expressNoDhaka04:40Mohanganj15:55
44Mahua expressNoMohanganj17:00Dhaka03:15
45Samatat expressNoNoakhali07:30Akhaura12:15
46Samatat expressNoAkhaura12:50Noakhali19:25
47Dewanganj ComuterNoDhaka05:30Dewanganj Bazar12:30
48Dewanganj ComuterNoDewanganj Bazar13:30Dhaka19:25
49Balaka ComuterNoDhaka10:30Mymensingh14:10
50Balaka ComuterNoMymensingh14:50Dhaka18:40
51Jamalpur commuterNoDhaka16:10Dewangonj Bazar23:15
52Jamalpur commuterNoDewangonj Bazar04:20Dhaka10:30
53Benapole CommuterNoKhulna07:10Benapole09:50
54Benapole CommuterNoBenapole12:45Khulna15:40
55Voyal expressNoDhaka21:00Dewangong Bazar04:15
56Voyal expressNoDewangong Bazar01:00Dhaka11:25
Turag/1ExpressFridayDhaka05:00Joydebpur06:10
Turag/2ExpressFridayJoydebpur07:25N.Gong09:45
Turag/3ExpressFridayN.Gong10:05Joydebpur12:25
Turag/4ExpressFridayJoydebpur12:45Dhaka14:55
Turag/5ExpressFridayDhaka17:20Joydebpur18:45
Turag/6ExpressFridayJoydebpur20:15Dhaka22:35
219LocalFridayN.Gong7:00Dhaka7:40
221LocalFridayN.Gong7:55Dhaka8:35
223LocalFridayN.Gong09:15Dhaka09:55
225LocalFridayN.Gong12:15Dhaka12:55
223LocalFridayN.Gong14:15Dhaka15:00
229LocalFridayN.Gong16:25Dhaka17:05
231LocalFridayN.Gong17:15Dhaka17:55
233LocalFridayN.Gong18:45Dhaka19:30
235LocalFridayN.Gong20:05Dhaka20:50
237LocalFridayN.Gong21:05Dhaka21:50
239LocalFridayN.Gong22:30Dhaka23:10
220LocalFridayDhaka06:00N.Gong06:40
222LocalFridayDhaka06:45N.Gong07:30
224LocalFridayDhaka08:10N.Gong08:55
226LocalFridayDhaka10:05N.Gong10:45
228LocalFridayDhaka12:30N.Gong13:15
230LocalFridayDhaka14:40N.Gong15:20
232LocalFridayDhaka16:10N.Gong16:55
234LocalFridayDhaka17:30N.Gong18:15
236LocalFridayDhaka18:40N.Gong19:20
238LocalFridayDhaka20:00N.Gong20:40
240LocalFridayDhaka21:30N.Gong22:10
59Ramsagar ExpressNoBonarpara06:30Dinajpur12:20
60Ramsagar ExpressNoDinajpur15:50Bonarpara21:15
61Dinajpur CommuterNoLalmonirhat06:50Birol10:30
62Dinajpur CommuterNoBirol11:20Lalmonirhat14:40
63Burimari ExpressNoLalmonirhat19:00Parbatipur21:10
64Burimari ExpressNoParbatipur05:10Lalmonirhat07:40
65Burimari ExpressNoLalmonirhat08:00Burimari13:00
66Burimari ExpressNoBurimari13:30Lalmonirhat18:20
69Perbotipur ExpressNoLalmonirhat21:30Parbatipur23:40
70Perbotipur ExpressNoParbatipur18:30Lalmonirhat21:10

Mail/Express Trains (Broad Gauge):

Train No Name Off day From Departure To Arrival
5Rajshahi expressNoJoydevpur11:30Chapainawabganj21:50
6Rajshahi expressNoChapainawabganj07:45Sirajgonj Bazar17:15
15Mahananda ExpressNoKhulna11:15Chapainawabganj23:15
16Mahananda ExpressNoChapainawabganj05:45Khulna18:20
23Rocket expressNoKhulna09:30Parbatipur22:20
24Rocket expressNoParbatipur9:50Khulna23:45
25Nakshikantha expressNokhulna02:00Goalondaghat11:00
26Nakshikantha expressNoGoalondaghat13:00Khulna22:15
27Chilahati expressNoParbatipur04:30Chilahati06:25
28Chilahati expressNoChilahati07:10Parbatipur09:30
31Uttara expressNoRajshahi11:00Parbatipur19:15
32Uttara expressNoParbatipur03:25Rajshahi10:25
53Benapol commuterNoKhulna07:10Benapol09:50
54Benapol commuterNoBenapol12:45Khulna15:40
57Rajshahi commuterFridayIshurdi07:00Rajshahi09:20
58Rajshahi commuterFridayRajshahi17:30Ishurdi19:10

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রতিদিন টিকেট করা যাবে কি?

    Level 0

    @তুহিন: প্রতিদিন 1ট একাউন্ট দিয়ে 4(চার)টি টিকেট কাটা যাবে

      @nurnila: তাহলে তো Blacker দের কাছে সব টিকেট চলে যাবে

    Level 0

    @তুহিন:

    মাসে ১ বার যাওয়ার (৪ টি একবারে) ১ বার ফেরার (৪ টি একবারে) ।

Level 0

ধন্যবাদ। পরে কাজে লাগতে পারে।

Level New

ভাই টিউনটি এত সুন্দর হইসে যে মনোনয়নের জন্যে ভোট দিলাম

ভাই ডেভিট/ক্রেডিট কার্ডের ব্যপারটা বুঝতে পারলাম না। আমার কি ডেভিট/ক্রেডিট কার্ডের কোন নাম্বার দিতে হবে নাকি অন্যকিছু।
ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য।

    Level 2

    @ওয়াহিদ: সবসময় টিকিট নাই দেখায় তাই ডেভিট/ক্রেডিট কার্ডের স্ক্রীনশট দিতে পারি নি। ঐ পেজে আপনাকে আপনার কার্ডের বিস্তারিত তথ্য দিতে হবে। ওখানে বেশ কটি অপশন আছে। ঐ পেজে গেলে নিজ থেকেই পারবেন।

    Level 0

    @ওয়াহিদ:

    Credit card number, expiry date, security code এসব দিতে হবে। তবে এখনও সব Credit card accept করে না। scb এর card দিয়ে আমি টিকেট কিনতে পেরেছি। Brac Bank এর card দিয়েও করা যায় কিন্তু আগে থেকে Brac Bank এ গিয়ে register করতে হবে।

BOSS, AMI 2 BAR TRY KORSI, 2TA ALADA E MAIL ID DIE…BUT EKBAR O, AMAR EMAIL E CONFIRMATION LINK ASE NAI….KI KORBO?

    Level 2

    @shofiqsohel48: Please check your email for validation link লেখাটি যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার মেইলে মেসেজ গেছে। আপনি spam ফোল্ডার চেক করেন।

valo

ami boss shooooob check korsi…. 🙁 ….apnar ai tune ta aamar jonno khub joruri….amake ghono ghono dhk te jete hoi…..jai hok….ami confirmation mail pai ni…..:(

Level 0

ticket i only dhaka theke collect kora jabe? naki joydebpur station thekeo collect kora jabe? i mean sob station e ki e-booth ase?

    Level 0

    @faisal.fbd:

    যেসব ট্রেন এর টিকেট online থেকে করা যাবে শুধু সেসব station থেকে টিকেট সংগ্রহ করা যাবে। সব সময় Source station থেকে টিকেট Print নিতে হবে। ধরুন আপনি chittagong থেকে Dhaka যাওয়ার টিকেট করেছেন, তাহলে টিকেট Print নিতে হবে chittagong station থেকে। online এ যদি জয়দেবপুর Source station হিসেবে show করে তাহলে ওখান থেকেও পারবেন।

Level 0

hello baiya, ami apner train er niom golo flo kory account open koreci and ticket o kateci but apni bolecen amer email ticket er confirmation letter asby kinto akono ase nai. 07/06/12 date a ticket niyeci. bolben ki e-both kon site stationer.

    Level 2

    @Raihana: e-both এর ব্যাপারে আপনি রেলস্টেশনে গিয়ে একবার জিজ্ঞেস করে নিলে সেটাই বরং ভাল হয়। কারণ নতুন ব্যবস্থাতো। তাই সবখানের e-both এর ব্যাপারে ধারণা নেই ভাই।

Level 0

ভাইয়া একটু তাড়াতাড়ি উত্তর দেবেন.

Thank you, i firstly thought i would be risky, now will try with courage.

Level 0

bhaiya dhaka stationer e-booth ti .

    Level 2

    @Raihana: খোঁজ নিয়ে জানতে পারলাম e-booth টা নাকি নির্দিষ্ট স্টেশনেই। অর্থাৎ আপনি যে স্টেশন থেকে টিকিট কিনবেন সেখানেই যেতে হবে। ওখানে আলাদাভাবে কাউন্টার করা হয়েছে।

    Level 0

    @Raihana:

    ঢাকা station এ কলকাতার টিকেট counter থেকে e-tkt print করতে পারবেন। উপরে ছোট করে লিখা আছে “মবি টিকেট”।