জেনে নিন প্রযুক্তির নানা বিষয়

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সালাম সবাইকে আসা করি সবাই ভালো আছেন।

আমার এই টিউনের মাধ্যমে আপনারা জানতে পাড়বেন প্রযুক্তির নানা বিষয়

তবে জানুনঃ

  • 01.কম্পিউটার আবিস্কার করেন-হাওয়ার্ড আইকেন।
  • 02.আধুনিক কম্পিউটারের জনক-চার্লস ব্যাবেজ।
  • 03.বিশ্বের প্রথম কম্পিউটার পোগ্রামার-লেডে অ্যাডা অগাস্টা।
  • 04.সর্বপ্রথম মিনি কম্পিউটার আবিস্কার হয়-1964 সালে।
  • 05.বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম-পিডিপি-1।
  • 06.বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার-আইবিএম 1620।
  • 07.কম্পিউটারে বাংলা লেখার প্রথম সফটওয়্যারের নাম-শহীদলিপি।
  • 08.মাইক্রোসফটের প্রধান নির্বাহীর নাম-স্টিভ বলমার।
  • 09ফেইসবুকের প্রধান নির্বাহীর নাম-মার্ক জুকেরবার্গ।
  • 10.মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠাতার নাম-বিল গেটস।
  • 11.নকিয়ার প্রধান নির্বাহীর নাম-ওলি পেকা।
  • 12.অ্যাপলের প্রধান নির্বাহীর নাম-স্টিভ জবস(পুরো নাম স্টিভেন পল জবস)।
  • 13.ব্রডব্যান্ড গতিতে শীর্ষে রয়েছে-দক্ষিণ কোরিয়া।
  • 14.কম্পিউটারে বাংলা লেখার প্রথম সফটওয়্যারের ডেভলপার-সাইফুদ্দোহা শহীদ।
  • 15.বাংলাদেশে প্রথম ইন্টারনেট সুবিধা আসে-১৯৯৬ সালের 6 জুন।
  • 16.বাংলাদেশে প্রথম মোবাইল সুবিধা আসে-১৯৯৩ সালের এপ্রিল মাসে।
  • 17.CDMA-এর পূর্ণরূপ-Code Division Multiple Access.
  • 18.বাংলাদেশে নির্মাণাধীন আইসিটি পার্কের অবস্থান-গাজীপুরের কালিয়াকৈর।
  • 19.বাংলাদেশে আইসিটি ইনকিউবেটর অবস্থিত-ঢাকার কারওয়ান বাজারে।
  • 20.চীনে নতুন চালু হওয়া সার্চ ইঞ্জিনের নাম-গুজি।
  • 21.ত্রিমাত্রিক চ্যানেলে প্রথম সরাসরি ফুটবল ম্যাচ সম্প্রচার করা হয়েছে-যুক্তরাজ্য।
  • 22.বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারীর দেশ-চীন।
  • 23.বিশ্বে সর্বপ্রথম যে কম্পিউটার তৈরি করা হয় তাতে মেমরি হিসাবে- পাঞ্চ কার্ড(যা ছিল রিড অনলি) ব্যবহার করা হয়েছিল।।
  • 24.CRT-এর পূর্ণরূপ-Cathode Ray Tube.
  • 25.আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম-অ্যাপল ইঙ্ক।
  • 26.BASIS-এর পূর্ণরূপ-Bangladesh Association of Software and Information Services.
  • 27.ফ্লাশ প্লেয়ার তৈরি প্রতিষ্ঠানের নাম-অ্যাডব।
  • 28.গুগলের মোবাইল অপারেটিং সিস্টেমের নাম-এনড্রয়েড।
  • 29.GSM-এর পূর্ণরূপ-Global System for Mobile.
  • 30.এমপিথ্রি ফাইল ফরম্যাট উদ্ভাবকের নাম-ডাগফিন ব্যাচ।
  • 32.স্কাইপ-ইন্টারনেটভিত্তিক টেলিফোন সার্ভিস।
  • 33.বিশ্বের সবচেয়ে হালকা মোবাইলের ওজন-৪০ গ্রাম।
  • 34.BTRC-এর পূর্ণরুপ -Bangladesh Telecommunication Regulatory Commission.
  • 35.উইন্ডোজ সেভেন ব্যবহার করা যাবে- ৫৯টি ভাষায়।
  • 36.BCS-এর পূর্ণরুপ-Bangladesh Computer Somiti.
  • 37.BCC-এর পূর্ণরুপ-Bangladesh Computer Council.
  • 38.কাসপারস্কি ল্যাবের প্রতিষ্ঠাতার নাম- ইউজিনি ক্যাসপারস্কি।
  • 39.বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার(বিসিএস কম্পিউটার সিটি)- ঢাকার আগারগাঁওয়ে।
  • 40.বাডা অপারেটিং সিস্টেমের প্রথম হ্যান্ডসেটের নাম- স্যামসাং ওয়েভ এস-৮৫০০।

সূত্রঃ বিভিন্ন পত্রিকা

ভালো যদি লেগেই যায় , তাহলে কমেন্ট করবেন।

Level 0

আমি অমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই তো লেগে গেল! নতুন অনেক কিছু জানতে পারলাম।

দারুন হয়ছে

boss….jotil hoice….

ভাল লাগলো…………