Motorolla Atrix HD MB886 রিভিউ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সালাম সকল টেকি ভাইদের। আজও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন রিলিজের অপেক্ষায় মোবাইলের রিভিউ নিয়ে। গত টিউন করেছিলাম  Samsung Galaxy Tab 7.7 LTE 1815 নিয়ে। আজকের আপকামিং মোবাইল রিভিউঃ Motorolla Atrix HD MB886 । চলুন দেখে নেয়া যাক কি কি ফিচার আছে এই মোবাইলে।

Motorola_ATRIX_HD_MB886

Motorolla Atrix HD MB886 মোবাইলের রয়েছে লাইভ উইডগেট সহ MOTOBLUR UI  প্রযুক্তি। সাথে রয়েছে Corning Gorilla glass protection। এর দিস্প্লে আকৃতি  4.5 ইঞ্চি যাতে capacitive touchscreen প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে।  Motorolla Atrix HD MB886 ২জি, ৩জি, ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে থাকে। এর রয়েছে splash resistant  এবং color boost.

Motorola ATRIX HD MB886 এর বডি সাইজ 133.5 x 69.9 x 8.4 মিমি, ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি এবং র‍্যাম ১ জিবি। অপারেটিং সিস্টেম হিসাবে ব্যাবহার করা হয়েছে জনপ্রিয় Android OS, v4.x (Ice Cream Sandwich) এবং এর সিপিউ হল Dual-core 1.5 GHz।

প্রাইমারি ক্যামেরা রেজেলুশেন ৮ মেগা পিক্সেল সাথে AED LED এবং Auto Focus তো থাকছেই। সুতরাং নিশ্চিন্তে আপনি আপনার প্রিয় সময়গুলো ধরে রাখতে পারবেন। আর সেকেন্ডারি ক্যামেরা রেজুলেশন ১.৩ মেগা পিক্সেল। ভিডিও চ্যাট আর ভিডিও কলের জন্য যা যথেষ্ট।

দারুন ১টা ফিচার বলতে Motorolla Atrix HD MB886 HDMI পোর্ট রয়েছে আরও রয়েছে 30 fps রেটে 1080p P4/H.263/H.264.WMV/Xvid/DivX ভিডিও প্লে ব্যাক ব্যাবস্থা।

এই স্মার্টফোনট জিপিআরএস এবং এজ নেটওয়ার্ক দ্বারা ডাটা ট্রান্সফার করতে পারে। HSDPA নেটওয়ার্ক স্পিড পাবেন ২১ mbps আর HSUPA নেটওয়ার্ক স্পিড পাবেন ৫.৭৬ mbps।

এর সাথে বিল্টইন কুইক অফিস ডকুমেন্ট থাকছে।সাথে আরও থাকছে Google Search, Maps, Gmail, YouTube এবং Google Talk integration।

এর ওজন ১৪০ গ্রাম আর ব্যাটারি হিসাবে ব্যাবহার করা হয়েছে Li-Ion 1780 mAH. এই স্মার্টফোনটি এই বছরের শেষের নাগাদ রিলিজ পাবে। কোন স্মার্টফোন কিনতে চাইলে Motorolla Atrix HD MB886 কথা মাথায় রাখতে পারেন।

মুলপোস্ট

আমার ব্লগ

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দাম কত ?

Level 1

PRICE PLEASE?

Level 0

সব দিলেন দামটা দিলেন না

Level 0

দাম কত পড়তে পারে?

    @tech_no: বেশি না, মাত্র ৬০০ ডলার। :p

আমি এটি ব্যবহার করি। আগে গ্যালাক্সি নোট ব্যবহার করতাম। কিন্তু সেটার চার্জিং এ সমস্যা দেখায় মটোরোল এ্যাটরিক্স ব্যবহার করছি। দারুন।
(আমাকে কেউ মালদার পার্টি ভাববেননা। সব সেকেন্ড হ্যান্ড সেট ব্যবহার করি। আমাদের এখানে এটার দাম সম্ভবত: ২২,০০০/- টাকা।) গ্যালাক্সি নোট ২৭,০০০/-।