বাংলাদেশ এ প্রথমবারের মত 3D মুভি।দেখে আসুন বসুন্ধরা সিটি সিনেপ্লেক্স থেকে………

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আস-আলামু-আলাইকুম।

অনেক দিন পর আপনাদের জন্য টিউন করছি।অফিস এর ব্যস্ততার জন্য এখন আর টিউন করা হয়না।

আপনারা নিশ্চই শুনেছেন বসুন্ধরা সিটি তে 3D মুভি চালু হবে।সেই কথাটাই এখন সত্যি হতে যাচ্ছে।

বাংলাদেশ এ এই প্রথমবার এর মত  আগামিকাল শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হচ্ছে দি এমেজিং স্পাইডারম্যান 3D।

আগামীকাল এর শো-টাইম নিচে ছবি আকারে দিয়ে দিলাম।

এই ছবির টিকেটের দাম একটু বেশি হবে।টিকিটের দাম কত টাকা হবে  তা নিচের ছবিতেই দেখে নিন।

আশা করি সবাই এই খবর শুনে খুশি হবেন এবং দেখতে যাবেন।আমিও দেখার জন্য উদগ্রীব হয়ে আছি দেখার জন্য।

বিস্তারিত জানতে এখান থেকে ঘুরে আসুন।

সুত্রঃ স্টার সিনেপ্লেক্স।

সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি যাচ্ছি। আসা করি কোয়ালিটি ভালোই হবে!!!

ঠিক আছে আপনি আগে দেখে আমাদের জানান । ভালো হলে চেষ্টা করবো চার পরে থ্রী ডি এর স্বাদ নেবার

কেমন হয় জানাবেন। অনেক দুরে থাকি তারপরও চেষ্টা করব।

যেই দেখেন না কেন ,পোস্ট করে জানাবেন কেমন লাগল… খুঁটিনাটি সহ

আজকে পত্রিকায় পড়লাম। ধন্যবাদ শেয়ার করার জন্য

দারুন

আমি দক্ষিণ কোরিয়ায় গিয়ে দেখেছি। আসলে থ্রী ডি’র মজাই আলাদা। সুযোগ হলে সবাই দেখবেন।

চমতকার টিউন।আশা করি অনেক মজা পাবেন এই 3D Movie টা। ধন্যবাদ।

    @আরিফ: আমি কেনো?আপনি পাবেন না?

      @মুকুট: হা পাবো। তবে প্রতিদিন।আমি সেখানেই জব করি। আমন্ত্রন রইল দেখা হবে মুকুট ভাই।

কম্পিউটার এর জন্য থ্রিডি মুভির লিং দিবেন। আমার চসমা আছে।

Level 0

kothai valo chosma pabo r dam e ba koto hobe??? kew janle plz janaben.

    @ronyipe: বসুন্ধরা সিটি তে এবং আইডিবি তে পাওয়া যাবে।দাম পড়বে ২০০-৪০০টাকার মধ্যে।কিন্তু খুব একটা ভালো পাওয়া যাবেনা।আর যদি ৩ডি মনিটর থাকে তবে সেই চশ্মার দাম পড়বে সর্বনিন্ম ২০০০-১২০০০টাকার মধ্যে।