সিম্ফোনী’র নতুন হ্যান্ডসেট এক্সপ্লোরার ডব্লিউ৬০ কম দামে দারুণ সব ফিচার নিয়ে হাজির হল বাজারে…

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। সিম্ফোনী দীর্ঘ দিন আগে থেকেই এক্সপ্লোরার ডাব্লিউ ৬০ হ্যান্ডসেটের বিজ্ঞাপন দিয়ে আসছিল। অবশেষে বাজারে এসেছে এই ফোন সেটটি। সবার ধারণাকে ভূল প্রমান করে অনুমেয় অনেক মূল্যকেই ডিঙ্গিয়ে মাত্র ৯৪৯০/- টাকায় বাজারজাত করছে এই হ্যান্ডসেট টি। এটিই এখন পর্যন্ত বাংলাদেশের বাজারের সবচেয়ে কম মূল্যের আইসক্রিম স্যান্ডুইচ চালিত স্মার্টফোন। আসুন দেখে নেই কি কি আছে এই ডুয়েল সিমের এই এন্ড্রয়েড হ্যান্ডসেটেঃ

সিম্ফোনী এক্সপ্লোরার ডব্লিউ৬০

১. প্রসেসরঃ  ১ গিগা হার্টজ এর প্রসেসর

২. র‍্যামঃ ইউজার এভেইলেবল ৫১২ মেগা বাইট

৩. রমঃ ইউজার এভেইলেবল ৪ গিগাবাইট

৪. ডাব্লিউ ভিজিএ রেজ্যুলেশনের (৪৮০*৮০০ পিক্সেল্‌স) IPS ক্যাপাসিটিভ টাচ (৪.০")

৫. ৫ মেগা পিক্সেল রেয়ার ও ভিজিএ মানের ফ্রন্ট ক্যামেরা

৬. জিপিআরএস এড্‌জ ও ওয়াই ফাই

৭. ব্লু-টুথ, এক্সিলেরোমিটার সেন্সর

৮. ১৬০০ mAh এর ব্যাটারী।

এবং এর অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ৪.০ (আইসক্রিম স্যান্ডুইচ বা ICS)

এবার আসুন দেখা যাক অফিসিয়াল ওয়েব সাইটে প্রদত্ত কনফিগারেশনের আলোকে সামান্য পার্ফরম্যান্সের অনুমান।

ভাল দিকঃ এতে ব্যবহার করা হয়েছে IPS TFT capacitive Display যা নিঃ সন্দেহে খুব ভাল মানের একটি ডিসপ্লে। আমরা সবাই জানি সিম্ফোনী মূলত চাইনিজ রি-ব্রান্ডেড হ্যান্ডসেট তার পরেও মাইক্রোম্যাক্সের IPS ডিসপ্লে যুক্ত মোবাইল গুলোর রেজ্যুলেশন বেশ ভাল মানের। সেই সাথে ৪" এর ডাব্লিউ ভিজিএ রেজ্যুলেশন হওয়ায় এর ডিসপ্লে যে চমৎকার হবে এ ধারনাই করা যায়। ব্যবহার করা হয়েছে ১৬০০ mAh এর ব্যাটারী যা প্রস্তুত কারকের দাবী অনুযায়ী ১৩ ঘন্টার টকটাইম দেয়। বাস্তবে এমনটি হলে অসাধারন। সিম্ফোনীর ভাষ্যমতে ইউজার এভেইলেবল র‍্যাম ৫১২ মেগা বাইট এবং রম ৪গিগা বাইট। রমের ব্যাপারে বলতে হয় অসাধারণ (অফিসিয়াল সাইটের তথ্যানুযাযী; একটি দোকানে এই হ্যান্ডসেট হাতে নিয়ে দেখলাম তবে চালানো হয়নি)। ৯.৯ মিমি মিটারের পুরুত্ব এই হ্যান্ডসেটের যা স্লিক এবং স্টাইলিশ। ৫ মেগা পিক্সেলের ক্যামেরা হলেও চাইনিজ ক্যামেরা গুলোর মান নিয়ে সন্দেহ আছে। তবে দাম অনুযায়ী বিবেচনা করলে একে বেশ ভাল নম্বর দেওয়া যায়। কেননা মাত্র ৯৪৯০ টাকায় পাচ্ছেন এই হ্যান্ডসেট।

এবার আসুন দেখে নেই কি কি কমতি মনে হচ্ছে আপাত দৃষ্টিতেঃ মাত্র ১ গিগা হার্টজ এর সিঙ্গেল কোর প্রসেসর এবং ৫১২ মেগা বাইটের র‍্যাম থাকায় আইসক্রিম স্যান্ডুইচের মজা খুব একটা ভালভাবে নেওয়া যাবে না। প্রসেসরটি ডুয়েল কোর মানের হলে বেশ ভাল হত। সেই সাথে প্রসেসর ম্যানুফেকচারারের নামের উল্লেখ নেই তাই এর বেঞ্চমার্কিং স্কোর সেট না ব্যবহার করে বলার উপায় নেই। এতে ডেডিকেটেড কোন জিপিইউ আছে কিনা আর থাকলেও তা কি তা জানা যায় নি (শুধু বলা হয়েছে OpenGL ES2.0 সাপোর্টেড)। গেমিং এর জন্য তাই নিঃসন্দেহে কিছুই বলা যাচ্ছে না। ফ্রন্ট ক্যামেরা থাকলেও নেটওয়ার্ক কানেক্টিভিটিতে ৩জি এনেবল্‌ড কিনা তা বলা হয় নি তাই ধরেই নিচ্ছি এটি ৩জি সাপোর্ট করে না। জিপিএস এর ব্যাপারেও কিছু বলা হয়নি অর্থাৎ জিপিএস ও নেই। প্রক্সিমিটি সেন্সর-না থাকায় কল করার/কাটার সময় পাওয়ার বাটন চাপতে হবে।

শেষকথাঃ তবে আপাত বিবেচনায় এবং মূল্য বিবেচনায় এই হ্যান্ডসেটটি বেশ ভাল কনফিগারেশনের এবং ভাল হবে বলেই আমার ব্যক্তিগত ধারনা। তবে প্রকৃত ব্যবহারকারী কর্তৃক এর পারফর্ম্যান্স রিভিউ জানার পরেই মূলত বোঝা যাবে এটির কার্যকারিতা সম্পর্কে। আপনাদের মধ্যে কেউ যদি এই হ্যান্ডসেটটি কেনেন এবং ব্যবহার করে থাকেন তবে অবশ্যই এর ভাল খারাপ দিক গুলো নিয়ে বস্তুনিষ্ঠ একটি রিভিউ প্রদান করবেন তাতে করে অনেকেরই উপকার হবে।

আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া, আপনার টিউনগুলো সবসময়ই কেন যে এত সুন্দর হয় বুঝতে পারি না! এইটাও তার ব্যতিক্রম নয়! এত সুন্দর বিস্তারিত টিউন করার জন্য অনেক অনেক ধন্যবাদ!

Level 0

ভাইয়া, একটা কথা ছিল। এক্সিলেরোমিটার সেন্সরটা কি?

    @BotMaster: মন্তব্যের জন্য ধন্যবাদ। এক্সিলেরোমিটার সেন্সর মূলত গতি পরিমাপক সেন্সর যা বিভিন্ন অক্ষে (x,y,z ইত্যাদি) গতির পরিবর্তন পরিমাপ করে অবস্থানের পরিবর্তন/মাধ্যাকর্ষন ইত্যাদির পরিমাপ করে থাকে। এটা গ্রাভিটি বা মাধ্যাকর্ষন এর বলকেও পরিমাপ করে যার ফলে আপনি যখন আপনার স্মার্ট ফোন উল্টিয়ে ফেলেন বা ঘোরান তখন এটি এই ঘুর্ণন এর উপর ভিত্তি করে সুনির্দিস্ট কাজ করে যেমন মোশন গেমিং এ, ভিডিও প্লে ব্যাকের সময় মোবাইল স্ক্রীন এডজাস্টমেন্ট ইত্যাদি…

Level 0

ভাল সেট

Level 0

জিপিএস এবং জিপিউ এই দুটোর বিষয়ে উল্লেখ করলেন না যে? জানতে চাচ্ছিলাম যে ইন্টারনাল জিপিএস আছে কিনা এবং জিপিউ আছে নাকি?

    @Aslam: “এবার আসুন দেখে নেই কি কি কমতি মনে হচ্ছে আপাত দৃষ্টিতেঃ…..” অংশটুকু আরেকবার পড়ে দেখুন। ধন্যবাদ।

Gpu আছে?

Level 0

symphony w10 ki er cheye valo hobe naki kharap hobe??? plzzz hlp me

Level 0

এটাতে ব্যবহার করা হয়েছে MTK6575 প্রসেসর। যেটা ডুয়াল কোর ঠিকই কিন্তু একটা কোর কাজ করে শুধু এফএম রেডিও ও জিপিএস এর জন্য। তাই ডুয়াল কোর হলেও ডুয়েল কোরের সুবিধা খুব একটা পাওয়া যাবেনা।

গতকাল কিনে ফেললাম Symphony W60 সব কিছুই ভাল লাগছে। আমার মনে হয় সবচেয়ে কম দামের এনড্রয়েড ফোন এটিই মানের দিক থেকে যদিও 5-6 হাজার টাকায় এনড্রয়েড ফোন পাওয়া যায় কিন্তু গুনগত মান বিবেচনা করলে কম দামে এটিই সেরা।

    @রুহুল আমিন: বেঞ্চমার্ক স্কোর টা জানাবেন একটু বিস্তারিত ভাবে জানাবেন। মানে প্রসেসর র‍্যাম রম ৩ডি গেমিং ইত্যাদির স্কোর এবং ওভারঅল স্কোর।

    Level New

    ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে এই সেটের ক্যামেরা দিয়ে ছবি তুল্লে ছবির সাইজ কত কিলো বাইট হয়

Symphony W60 এর PC Suite বা driver টি আমার খুব দরকার কারো জানা থাকলে প্লিজ জানাবেন।

Symphony W60 এর PC Suite বা driver টি আমার খুব দরকার। কারো জানা থাকলে প্লিজ জানাবেন।

    Level 0

    @রুহুল আমিন:
    মনে বড় খায়েস ছিল, সেটখানা খরিদ করব; ভারী কোনো গেমস বা অ্যাপ্স চালিয়েছেন?
    সবচেয়ে বড় কথা, আপনারা কি আপনাদের বন্ধুদের RECOMEND করবেন, সেটটি কিনতে?

      @paulahsan: সেটটি খুবই ভাল আমার কাছে মনে হয়ছে। ফ্রুইট নিনজা গেমস ভিতরে ছিল এটি আমি খেলেছি ভালই চলে। আর সবচেয়ে বড় কথা হল আমি একদা টাইগার Full HD মুভি চালিয়েছি কোন সমস্যা হয়নি মুভিটির সাইজ 3.20 গিগাবাইট. যেহেতো 3.20 গিগাবাইট এইচডি মুভি চলে সেহেতো গেমসও চলতে পারে আমি গেমস পছ্ন্দ করি না তাই অন্য কোন গেমস খেলে দেখিনি।

Level 0

প্রক্সিমিটি সেন্সর না থাকায় খুবি হতাশ হলাম। কেনার আগে ভাল করে দেখে কেনা উচিত ছিল। কিন্তু এখন করার কিছুই নাই। call করার বা কাটার আগে পাওয়ার বাটন চাপতে হয়।

    @Double R: ব্যাপারটা ভাল হল না। কি আর করবেন একটু কষ্ট করেই চালাতে থাকুন আর মন্তব্যের জন্য ধন্যবাদ অন্য দের কাজে আসবে।

    Level 0

    @Double R: ভিডিও কল করা যাচ্ছে? প্রক্সিমিটি সেন্সর না থাকায় কি খুব বড় কোনো সমস্যা হবে !!
    মনে বড় খায়েস ছিল, সেটখানা খরিদ করব; ভারী কোনো গেমস বা অ্যাপ্স চালিয়েছেন?

Level 2

faltu china set kinnen na vai dhora khaben ajaira jotto sob china set banay

fastrony BAI THEK BOLESEN

KE JA 1TA DORA KHILAM W10 KENA. V CALL HOI NA 3G NAI … TAR THAKE HTC KENTAM

“প্রক্সিমিটি সেন্সর-না থাকায় কল করার/কাটার সময় পাওয়ার বাটন চাপতে হবে।” -বুঝলাম না ভাই। কোন পাওয়ার বাটন?

অবশ্য এন্ড্রয়েড সেট সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই।আপ্নার রিভিউ পেলে খুব খুশি হ্লাম।আমি আজকেই w60 এর রিভিউ চেয়ে পোষ্ট দিলাম।

proximity sensor er kaz ta please buzie bolen.

Level 0

@Double R ebong @রুহুল আমিন ভাই, ভিডিও কল করা যাচ্ছে? প্রক্সিমিটি সেন্সর না থাকায় কি খুব বড় কোনো সমস্যা হবে !!
মনে বড় খায়েস ছিল, সেটখানা খরিদ করব; আপনারা কেউ কি ভারী কোনো গেমস বা অ্যাপ্স চালিয়েছেন?
সবচেয়ে বড় কথা, আপনারা কি আপনাদের বন্ধুদের RECOMEND করবেন, সেটটি কিনতে?

    @paulahsan: এই সেটের সবচেয়ে বড় যে ল্যাকিংস, সেটা হল থ্রিজি না থাকাটা। তাই ভিডিও কল করা যাবে না। তবে স্কাইপে ভিডিও কল সাপোর্ট করার কথা। কয়েকদিন অপেক্ষা করুন এর ব্যবচ্ছেদ করে কেউ না কেউ অবশ্যই লিখবে। তখন ডিসিশন নিতে পারবেন।

এখানে অনেকেরই এই সেটটি সম্পর্কে খারাপ ধারনা চায়না সেট বলে। আমি সময় করতে পারছি না বলে তা না হলে এই সেটটি সম্পর্কে একটি রিভিউ লেখতাম আমার বিশ্বাস যদি সবাই এই সেটটা সম্পর্কে জানে সবাই স্যামসাংয়ের পরিবর্তে এটিই ব্যবহার করবে (বিশেষ করে যারা অপব্যয় পছন্দ করে না এবং স্বল্প আয়ের মানুষ)।

sony xperia tipo ফোনটা কেমন হবে কেউ কি বলবেন plz . বা এই ধরণের কোন ভাল ফোন এর খবর কি কেউ দিতে পারবেন ?
answer এর আশায় থাকলাম |

Level 0

know all kinds phone feature and download android games visit

mobilebazer.com

এই ফোনটাতে ৩ টা কাজের জিনিসই নাই । সেইটা হলো
১। প্রক্সিমিটি সেন্সর ।
২। জিপিএস ।
৩। ৩জি ।
এর চেয়ে Walton Primo G1 অনেক ভালো । দাম এইটার চাইতে একটু বেশী হইলেও কিনার ইচ্ছা আছে ।

Level 0

ato kiso jni na atutok bolte parii set a a khubi bhalo bole mone hocce