বাংলাদেশের সাবমেরিন ক্যাবল মেরামতে ব্যাহত হতে পারে ইন্টারনেট !

টিউন বিভাগ খবর
প্রকাশিত

১৯ মে থেকে ২১ জুন পর্যন্ত দ্রুত গতির ইন্টারনেট চালু করার জন্য ,   বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ হবে। এ কারণে ব্যাহত হতে পারে বাংলাদেশের সাথে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ইন্টারনেট যোগাযোগ।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসাইন এ কথা জানিয়েছেন।
মনোয়ার হোসাইন জানান, ২৯ মে থেকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মাঝামাঝি স্থানে বাংলাদেশের একমাত্র সাবমেরিন এসএমডব্লিউ ফোর এর কাজ হবে। এই সময়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ইন্টারনেটের যোগাযোগ ঠিক রাখতে সরকারি প্রতিষ্ঠান আই টু আই ক্যাবল ভাড়া নিয়েছে। ভারতের চেন্নাই থেকে এ ক্যাবল দিয়ে বাংলাদেশের ডাটা ও কলগুলো মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানান তিনি।

Level 0

আমি vampierboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am littel boy but cute and wise


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই সব ঘোড়ার ডিম করে আমাদের সমস্যা ছাড়া আর কিছুই হবে না। বাংলাদেশে যেই পরিমান ব্যান্ডউইথ হাস্যকর ভাবে রিজার্ভ রাখা হয় তার সঠিক ব্যাবস্থাপনা হলে যথেষ্ঠ দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যায়। এই সাবমেরিন ক্যাবল মেরামত করা হচ্ছে কেবল সরকারী দলের চামচাদের অবৈধ ভিওআইপি ব্যাবসার সুবিধা করার জন্য।

Level 0

ei kothar mane ki bujhaise???? দ্রুত গতির ইন্টারনেট চালু করার জন্য ,

Level 0

ঠিক বলসেন ভাই , সাবমেরিন ঠিক করা হবে কি না তাতেও যথেষ্ট সন্দেহ আছে , 😀

Level 0

জানি না ,ওরাই জানে !!!!!!!!!!!!!!!!!

Level 0

এর পর কি ঘোড়ার গোতির স্পিড পাব ??? নাকি কচ্ছ্প গতির ই ?? update 😉

এতদিন ঘুঘু ধান খেয়েছে , এবার ধান ঘুঘু খাবে !

Level 0

thik bolsen bro