টেকটিউনসের মডারেশন প্যানেল মিটিং এর বিস্তারিত, আসছে মডারেশন নীতিমালা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আপনারা নিশ্চয়ই জানেন টেকটিউনসের টিউনারদের প্রতিটি টিউনের জন্য নিজস্ব নীতিমালা রয়েছে।
বিভিন্ন কারনে এর পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন এর দরকার হয়ে থাকে। আজকের মিটিং এ মূলত এই নীতিমালা নিয়েই আলোচনা হয়েছে।

মডারেশন নীতিমালার কিছু

  • টেকটিউনস এর মডারেটরগন আসলে টিউনারদের মোটিভেটর বা টিউনারদের গাইড লাইনার এর দায়িত্ব পালন করবেন। যাতে করে নতুন টিউনাররা ভাল ও উন্নত মানের টিউন করতে আগ্রহী হয়।
  • নতুন টিউনার দের টিউন ফরমেটিং, বানান সংশোধন করে দেওয়া, ছবি এবং লিঙ্ক সমুহ ঠিক করে দেওয়া ইত্যাদি কাজই মডারেটরদের কাছে প্রাধান্য পাবে।
  • যে কোন ব্লগার বা টিউনার তার নিজস্ব ব্লগে প্রকাশিত লেখা টেকটিউনসে প্রকাশ করার ক্ষেত্রে কোন সূত্র না দিলেও হবে।
  • কিন্তু একাধিক ব্লগে ও অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম (যেমন-সামু বা প্রথম আলো ব্লগ) এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে সূত্র দিতে হবে, টিউনার এর নাম সহ।
  • কপি পেস্ট টিউন বা বাংলিশ (বাংলা এবং ইংরেজী মিশ্রিত), ইরেংজী টিউন সমুহ পেন্ডিং করে দেওয়া হবে।
  • টিউনারদের যে কোন সাহায্য জন্য মডারেটরদের সাথে যোগাযোগ করতে পারবে। এজন্য টেকটিউনসের প্রত্যেক মডারেটর এর ইমেইল এ্যাড্রেস থাকছে।
  • কোন প্রকারের অসমাপ্ত টিউন বা অর্ধেক টিউন প্রকাশ করা যাবে না। শুধু মাত্র লিঙ্ক দেয়ার উদ্দেশ্য কমেন্ট করা যাবে না।
  • ট্যাগ ব্যাবহার এর ক্ষেত্রে অবশ্যই প্রাসঙ্গিক ট্যাগ ব্যাবহার করা হবে।
  • বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ করা যাবে না। লিংক দেওয়া যাবে।
  • কোন রকমের এডসেন্স বা এফিলিয়েট মার্কেটিং জাতীয় এ্যাড টিউনে দেয়া যাবে না।

এখানে নীতিমালার অল্প কিছু বিষয় তুলে ধরা হয়েছে। নীতিমালার পূর্নবিবরন খুব শীঘ্রই টিউনের মাধ্যমে প্রকাশ করা হবে।

উপস্থিত ছিলেন

  • মেহেদি হাসান ভাই - CEO
  • টিনটিন ভাই - মডারেটর
  • হাসিব – সাব-মডারেটর
  • শিমুল ভাই - সাব-মডারেটর
  • রকিবুল হায়দার - সাব-মডারেটর
  • ফাহিম রেজা বাধন - সাব-মডারেটর
  • শাকিল আরেফিন- প্রোমোশন ম্যানেজার
  • রলিন- গ্রাফিক্স এডিটর
  • এবং সাম্য- ইভেন্ট ম্যানেজার

আর কি কি থাকতে পারে মডারেশন নীতিমালায়? এ ব্যাপারে কোন পরামর্শ থাকলে কমেন্ট এ উল্লেখ করুন।
সবাই ভালো থাকবেন, আর আশা করি টেকটিউনসের সাথেই থাকবেন।

 

Level 0

আমি সাম্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আজ নবনির্বাচিত সাব-মডারেটর’দের অভিষেক হয়েছে কী? হয়ে থাকলে তাদের জন্য শুভকামনা।

পুরা প্যানেলকেই অভিনন্দন…………..টেকটিউনস ভালবাসি, সাথে আপনাদেরকেও……….প্রত্যাশা, better টেকটিউনস সবসময় ৷
নতুন নির্বাচিত সাব-মডারেটরদেরকে শুভেচ্ছা…………

টেকটক নামে একজন টিউনার আছেন যার কোনো মৌলিক লেখা নেই ৷ তার কাজ শুধু ডয়চে ভেলে থেকে কপি পেস্ট টিউন করা ৷ তাও আবার হাফ-টিউন ৷ এগুলো এডমিনদের চোখ এড়িয়ে যায়, নাকি দেখেও দেখেন না সেটা বুঝিনা ৷ এ সম্পর্কিত নীতিমালা প্রনয়ন নিয়ে আগেও বলেছি, কিন্তু ফলাফল সেই একই অবস্থা…..নাকে তেল, ঘুম…….দেখি এবার কি হয় ৷ শুধু কাগজে কলমে লাফালাফি নাকি আসলেই কিছু……….

***সবিশেষ সতর্কতা: টেকটক নিয়ে আমার কোনো সমস্যা নেই. আমার সমস্যা কপি পেস্ট এবং হাফ টিউন নিয়ে ৷

    হাফ-টিউন ৷ এর জন্য “কোন প্রকারের অসমাপ্ত টিউন বা অর্ধেক প্রকাশিত টিউন করা যাবে না” ধারা প্রযোজ্য।

    Level 0

    আমি আপনার সাথে একমত।এই ব্যাপারে এডমিনরা কিছু না করলে যা লাউ তাই কদুই থেকে যাবে।।

সবাইবকে ধন্যবাদ। সাম্য ভাই আমাকে একটু বলবেন কি ভাবে লেখা টেকটিউনস দিতে হয়। আমি টেকটিউকে খুব পছন্দ করি। ভাল থাকবেন ।

    @সুখন,আপনি ড্যাসবোর্ড এ থেকে new post এ গিয়ে শুরু কইরা দেন।

আইসা পড়ছে বানান পরীক্ষক, এইবার এইগুলো ঠিক করেন
কিছূ, আ্যডমিন, সাহাজ্যর, আডসেন্স, আফিলিয়েট,

আরো কয়েকটি…..
টিউনার দের, মাল্টি না কম্যুনিটি?
যাক এসব, আশা করি সংশোধন করে নেবেন এবং ব্যাপারটা খারাপভাবে নেবেন না।
আর আরেকটি কথা সারা বিশ্বে ব্লগিং এর জনপ্রিয়তার অন্যতম কারন কিন্তু এফিলিয়েট সেখানে এটার উপর খড়গ টানা কি ঠিক হল?

    বুঝি নাই কি বললেন

    রে ভাই কপি পেস্ট এ তো দেশ টা ছাইয়া যাচ্ছে।
    প্রথম পাতার ১০ টাই কপি পেস্ট ।

    হে হে এডমিন প্যানেলে গেছেন সব দেইখাও কিছু কইতে পারবেন না তবে চুপ থাইকা আপনাগোর কাজ আপনারা সাইরা দিবেন। যা যা করা লাগে।

    {[আপনি খুব দ্রুত গতিতে মন্তব্য প্রদান করছেন। ধীরে বৎস ধীরে।}] – এর মানে কি?
    একটি Comment এর মাঝে কত সময় অপেক্ষা করতে হবে?

    @ফাসিক একই টিউনে একটি মন্তব্য প্রকাশ হচ্ছে এমতাবস্থায় আরেকটি মন্তব্য করলে তখন এই নোটিশ দেয় আমার জানামতে

মডু বাহিনীকে অভিনন্দন আবারও । আশা করি মডু বাহিনী মডারেটরগিরি কম ফলাইবে না হয় খবর কইরা দেমু ।

সাম্য ভাই কামডা ঠিক হয় নাই। শাকিল ভাই, আমার ও আপনের নামের পাশে কিছু লিখেন নাই কেন? আমরাও তো কিছু দায়িত্বে আছি 😛

    @রলিন , সরি ভাই, সকালেই ঠিক করে দিয়েছিলাম।

Level 0

সাম্য ভাই, ডাইনে/বামে, উপরে/ নিচে নিয়ম কানুন গুলো ভাল।
দেখেন সবাই মানলে/পালন করলেই হয়।
যারা র্নিরবাচিত হয়েছে তাদের সবাইকে ধ্যনবাদ।

“নতুন টিউনার দের টিউন ফরমেটিং, বানান সংশোধন করে দেওয়া, ছবি এবং লিঙ্ক সমুহ ঠিক করে দেওয়া ইত্যাদি কাজই মডারেটরদের কাছে প্রাধান্য পাবে।”—- মডারেশন খুবই জরুরী হয়ে পরেছিল। ধন্যবাদ।

“যে কোন ব্লগার বা টিউনার তার নিজস্ব ব্লগে প্রকাশিত লেখা টেকটিউনসে প্রকাশ করার ক্ষেত্রে কোন সূত্র না দিলেও হবে।” — সূত্র না দিলে বুঝবেন কিভাবে যে এটি (অন্যের ব্লগ থেকে) কপি পেস্টকৃত কি না।

“কিন্তু অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম (যেমন-সামু বা প্রথম আলো ব্লগ)এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে সূত্র দিতে হবে।” — সূত্রের সাথে লেখকের নামও উল্লেখ করা প্রয়োজন।

“কপি পেস্ট টিউন বা বাংলিশ (বাংলা এবং ইংরেজি মিশ্রিত), ইরেংজি টিউন সমুহ পেন্ডিং করে দেওয়া হবে।” —ভাল ইংরেজী টিউন কি মডারেটররা বাংলায় অনুবাদ করার দায়িত্ব নিতে পারে না? অথবা ইংরেজীর জন্য আলাদা টেকটিউটন প্লাটফর্ম?

    আরো একখান কথা
    “কোন রকমের আ্যডসেন্স বা আ্যফিলিয়েট জাতীয় আ্যড টিউনে দেয়া যাবে না।”

    এডসেন্স এড তো অবশ্যই বৈধ না এবং তা দেয়াও ঠিক না কিন্তু এফিলিয়েট তো যে কোন ব্লগেই বৈধ। অবশ্য সেটা কতৃপক্ষ বন্ধ করতেই পারে। কিন্তু কথা হইল এর মাধ্যমে এখন থেকে কোন সফটওয়্যার এর হটফাইল বা জিদ্দু থেকে ডাউনলোড লিংক দেয়া যাবে না। কারন এখানে পিপিসি এবং এফিলিয়েশন এর ব্যাপার আছে।

    @টিউটো ভাই,
    ১। “কিন্তু অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম (যেমন-সামু বা প্রথম আলো ব্লগ)এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে সূত্র দিতে হবে।” — সূত্রের সাথে লেখকের নামও উল্লেখ করা প্রয়োজন।
    অবশ্যই।
    ২।“কপি পেস্ট টিউন বা বাংলিশ (বাংলা এবং ইংরেজি মিশ্রিত), ইরেংজি টিউন সমুহ পেন্ডিং করে দেওয়া হবে।” —ভাল ইংরেজী টিউন কি মডারেটররা বাংলায় অনুবাদ করার দায়িত্ব নিতে পারে না? অথবা ইংরেজীর জন্য আলাদা টেকটিউটন প্লাটফর্ম?
    না পারে না। কেউ যদি techcrunch কপি মারা শুরু করে। তাহলে কি আমরা ওই গুলো অনুবাদ শুরূ করে দেব নাকি?

যে কোন ব্লগার বা টিউনার তার নিজস্ব ব্লগে প্রকাশিত লেখা টেকটিউনসে প্রকাশ করার ক্ষেত্রে কোন সূত্র না দিলেও হবে।
তাহলে কিভাবে বুঝবেন যে এটা তারই লেখা। তাহলে তো রিয়া আপুর মত নিজের লেখায় নিজেকেই চোর হতে হবে।

    @FaSiK (ফাসিক), হুম এইটা বুঝার জন্যই আমাদের কিছু টেকনিক আপ্লাই করতে হবে।

মডারেটররা এখন প্রতিটি লেখাই পাবলিশ হবার পরে চেক করে দেখে সেটা আর কোথাও আছে কি না। থাকলে সেক্ষেত্রে টিউনারের নামের কোন মিল আছে কি না। মিল থাকলে ভালো এবং না থাকলে সাময়িকভাবে টিউন পেন্ডিং হবে। তবে পরে টিউনার যদি নিজ দায়ীত্বে সোর্স আপডেট করে মডারেটরদের রিভিউ রিকোয়েষ্ট পাঠায় তবে টিউনটি আবার আপ করে দেয়া হবে।

আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি।

ধন্যবাদ

    ভাইয়া একটা প্রশ্ন ছিল , এখন বিভিন্ন সফটওয়্যার কোম্পানি প্রোমোশন হিসেবে জেনুইন লাইসেন্স ফ্রি দেয় । সেগুলোও কি সরাসরি দেয়া যাবে না ??? তাছাড়া কোন টিউন কোন সময় আপডেট বা মডারেট করা হচ্ছে তা টিউনারদের যেকোন প্রকার নোটিশ দিয়ে জানানো জরুরী । এই ব্যাপারে কি কিছু করা যায় ???

নিয়মনীতি গুলো খুবই কার্যকর। মডারেটরের কাছে আমার অনুরোধ, বিষয়গুলি যে তারা অতি দক্ষতার সাথে পর্যবেক্ষন করেন।

    @শোয়েব……… হুম, ঝড় এর কি এখন একটু কমানো যায়? আবার রাগ কইরেন না।

ভাইরে একজন টিউনারের একঘেয়েমি টিউন পড়তে পড়তে বিরক্তি আইসা যায়।
এই বিষয়ে একটা নীতিমালা চাই

    @প্রকৌশলী আতিক…একটা উদাহরন দেন তো ভাই।

    কয়েকজন প্রতিদিনে অনেকগুলো Tune করেন। এদের কাউকেই হয়তো বোঝাতে চেয়েছেন।

    @সাম্য

    উদাহরন : সাম্য !

    যদিও আমি এ ব্যাপারে দায়িত্বশীল ব্যাক্তি না তারপরও বলি এ ব্যাপারে নীতিমালা আছে এবং একজন কোনভাবেই একদিনে ৩ টির বেশী টিউন করতে পারবে না।

    আর এরপরও একঘেয়েমী আসার তো কথা না কারন টিউনার এক থাকলেও টিউন তো এক থাকে না তাই না? বরং এর সবচেয়ে সহজ সমাধান হলো আপনি টিউন পড়ার সময় কার টিউন তা নিয়ে না ভেবে টিউনটি পড়ুন।

    শাকিল আরেফিন says: ………..নীতিমালা আছে এবং একজন কোনভাবেই একদিনে ৩ টির বেশী টিউন করতে পারবে না। তাহলে ২০ মার্চ, ২০১০ তো একজন চারটি টিউন করেছিল, তাহলে সেখানে দায়িত্বশীল কারো হস্তক্ষেপ বা এব্যপারে কোন কমেন্টস ছিল না কেন? কেউ বলতে পারেন?
    মডারেশন নীতিমালার বাস্তবিক প্রয়োগ হয়া বাঞ্চনীয়।
    ট্যাগ ব্যাবহার এর ক্ষেত্রে অবশ্যই প্রাসঙ্গিক ট্যাগ ব্যাবহার করা হবে। তাহলে কি- বিভাগ ব্যাবহার এর ক্ষেত্রে অবশ্যই প্রাসঙ্গিক ট্যাগ ব্যাবহার না করলে চলবে? ইদানীং খুব বেশী বেশী বিভাগ ব্যাবহার মিস ইউজ হচ্ছে, একটু নজর দিলে টে.টি এর মান আরো ভালো হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ।

আমি কিছু বলতে চাই , টেকটিউনস এর পারিবারিক বা এডমিন সিন্ধান্ত ছারা এটা পুরা টিউনারের হাতে ছেরে দেওয়া উচিত । অর্থাং একটা নিয়ন্ত্রন টিউনারদের দেওয়া উচিত । সেটা টেকটিউনস কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে । পরিস্কার বলতে , যখন টেকটিউনস এর পরিবর্তন করা হবে তখন সেটা সবাইকে জানান যে এই পরিবর্তন হচ্ছে , এটা কি ভাল নাকি খারাপ । আর বেশি কিছু না । আর একটা কথা আমি চাই টেকটিউনস এর টিউনে রেটিং সিস্টেম হোক । আর জনপ্রিয় পোস্ট বলে একটা পেজ হোক । অথবা first পেজ এর একটা অংশে এটা থাক । যদিও সবার মতামত মেনেই টেকটিউনস এত দূরে এগিয়ে গিয়েছে । আশা করব আরো এগিয়ে যাক …………..