Windows 2000 এবং XP সার্ভিস প্যাক সেবা বন্ধ হচ্ছে।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

জানা গেছে, মাইক্রোসফট উইন্ডোজ ২০০০ (ডেস্কটপ এবং সার্ভার) এবং এক্সপি সার্ভিস প্যাক ২-এর গ্রাহক সেবাটি বন্ধ হয়ে যাচ্ছে ১৩ জুলাই থেকে।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মাইক্রোসফটের পণ্য কিনলে বিনা খরচেই ৫ বছরের কাস্টমার সাপোর্ট পাওয়া যায়। পাশাপাশি অর্থের বিনিময়ে আরো ৫ বছরের সাপোর্ট দেয় প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক খবরে জানা গেছে, উল্লিখিত পণ্য দুটির বেলায় অর্থের বিনিময়ে দেয়া মাইক্রোসফটের সেবা বন্ধ হয়ে যাবে ১৩ই জুলাই থেকে।

মাইক্রোসফট এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই সিদ্ধান্তে পুরোনো গ্রাহকদের হতাশ হওয়ার কারণ নেই। তারা কেবল নতুন ভার্সনে আপগ্রেড করে নিলেই হবে। বর্তমান গ্রাহকদের যারা সার্ভিস প্যাক-২ বা তারও আগের কোনো ভার্সন ব্যবহার করছেন, তারা খুব সহজেই আপডেট অপশন থেকে সার্ভিস প্যাক-তিনে আপগ্রেড করতে পারবেন। পুরোনো প্যাকেজ হতে নতুন প্যাকেজে আপগ্রেড করতে মাইক্রোসফট সব ধরনের সহযোগিতা করবে বলেই জানা গেছে।

এছাড়াও যারা কোনো সার্ভিস প্যাক ছাড়াই উইন্ডোজ ভিসতা ব্যবহার করছেন তাদেরও সেবাটিও বন্ধ হয়েছে এপ্রিলের ১৩ তারিখে। অবশ্য তারা কোনোরকম ফি ছাড়াই সার্ভিস প্যাক-দুইয়ে আপগ্রেড করতে পারবেন।

তথ্য সূত্রঃ বিডি নিউজ

Level 0

আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাহ্‌ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

মনে হচ্ছে উইন্ডোজ সেভেন-এর দিকে নিয়ে যেতে চাচ্ছে গ্রাহকদের !

উইন্ডোজ সেভেন রকসসসসস

এখন সবাই(প্রায়) windown se7en ব্যবহার করে

    Level 0

    কিছু সত্য কিছু মিথ্যা
    কারন হিসাবে আমি বলব
    আমি এই সাইড নিয়ে আছি, ত প্রায় যখন পারসোনাল/করপরেট লেভেল এ SUPPORT এ যাই
    MAXIMUM পিসি এখন এক্সপির দখলে…।।
    যারা ও ব্যবহার করছে… তার ম্যাক্সিমাম LAPTOP ব্যবহার কারি
    আর আপনি বুঝতেই পারছেন আজ কাল ল্যপ্টপ এর লিমিট ভিস্তা থেকে সুরু……so better use w-7

    i think u got the point

ধন্যবাদ তথ্যটির জন্য,
আমি তো এসপি-২ ব্যবহার করি, কিন্তু আমার হাডডিক্স ৪০ গি.বা এবং সি ড্রাইভ ৭ গিবা. তাই আমার সাভিস প্যাক ৩ ইন্সটল হয়না। এখন আমি কি করতে পারি? তাছাড়া আমাদের এক্সপি তো জেনুইন না, তাহলে কি অটো আপডেট হবে?

    Level 0

    ১। আপনার HDD পুরা ফরমেট করে ২০ গিগা করুন…এতে করে আপনি উইন্ডোস-৭ পর্যন্ত ব্যবহার করতে পারবেন(গ্যারান্টি)
    ২। জেনুইন না হলে আপনার UPDATE হবেনা তবে তারপর অ যদি আপনি আপডেট করতে চান তাহলে আপনাকে MS অবৈধ ব্যবহার কারি হিসাবে সনাক্ত করব………তাই সাধু সাবধান!!!!!!!!

    http://www.facebook.com/pages/Dhaka-Bangladesh/Computronics/84918604377

    7 GB তে অবশ্যই SP3 Install হবে।
    জেনুইন না হলে আপডেট হবে না।

    emdad ভাই এর একটা টিপস আছে কি করে XP setup দিতে হয়, ওটা দেখতে পারেন। বিস্তারিত পাওয়া যা নিচের ঠিকানায় ।
    http://www.emdadblog.blogspot.com
    তার পরও না পারলে XP setup দেওয়ার সময় আমাকে ফোন দিবেন, আসাকরি সমাধান পাবেন। ……..০১৭৩৬৪৯০৬০০….ধন্যবাদ।

Level 0

নেওয়াজ ভাই,এখন কি ব্যবহার করবে ?
বলে দিলে ভাল হতে, ধন্যবাদ………।

    ভাই উইন্ডোজ 7 চালানোর জন্য মাইক্রোসফট এর এটা একটা নতুন চাল।

    Level 0

    আপনি এক্সপি ব্যবহার করতে পারবেন…কোনো সমস্যা নাই
    তবে আগে যদি MS এক্সপির উন্নয়নে কোন কাজ করত যা ব্যবহার কারিরা UPDATE হিসাবে পেত তা তারা আর পাবে না……
    এই আর কি……

    http://www.facebook.com/pages/Dhaka-Bangladesh/Computronics/84918604377

ধন্যবাদ জানানোর জন্য ।

বাংলাদেশের Maximum ব্যাবহারাকারী Pirated OS ব্যাবহার করে। বন্ধ হইলেও অসুবিধা নাই। সমস্যা কোথায়? SP3 তে Upgrade করে নিলেইতো হবে।
ধন্যবাদ।

আপনি কি ভাই ??? সবাই এত আপনাকে লিঙ্ক দিতে বাড়ন করলো তারপরও………………

    হা হা হা হা হা
    এবার মনে হয় কাজ হছে, উনি সব জায়গা থেকে কমেন্ট ডিলিট করে দিছেন।
    🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

চোরে না শুনে ধর্মের কাহিনি।

তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

থবরটি “কালের কন্ঠ” থেকে পেড়েছি , আমার কাছে Service pack 3 আছে তাই XP থেকে নড়ছিনা ।