সঠিক নিউজ (কেন বন্ধ করে দেওয়া হল সর্বাধিক জনপ্রিয় social networking sites ফেসবুক)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ফেসবুক বিশ্ব ওয়েব সাইট প্রেইজ Ranking এ google এর পরেই যার অবস্থান।অর্থাৎ বিশ্বের দ্বিতীয়তম জনপ্রিয় সাইট এটি।যে কোন বয়সের লোকদের কাছে ফেসবুকের জনপ্রিয়তা তাকে পৌছে দিয়েছে ২য় তে।যা এখন প্রতিযোগিতা করছে কিং গুগল এর সাথে।আজ হঠাৎ করেই বা্ংলাদেশে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে।কেন বন্ধ করে দেওয়া হল তা নিচে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য ব্যবহার করে তুলে ধরা হল।

Blogger আর Web Developer জন্য ফেসবুক আর্শিবাদ সরুপ ।এছাড়াও অনেকে কলেজ ও ইউনিভারসিটির পড়াশুনার কাজেও ফেসবুক ব্যবহার করে থাকে।তাই আঁশা করবো বাংলাদেশ সরকার সবদিক বিবেচনা করে খুব তারা তারি আবার ফেসবুক চালু করবেন ও দোষিদের যোগ্য শাস্তি দেবেন।ফেসবুক permanent ভাবে বন্ধ হয়ে গেলে  আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।

বিদ্র:টিউনটি একটি অসামাপ্ত টিউন আপডেট করা হচ্ছে।

তথ্যসূত্র:http://www.prothom-alo.com/detail/date/2010-05-29/news/66874

http://bdnews24.com/bangla/details.php?id=127642&cid=2

Level 0

আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতদিন মনে মনে চেয়েছিলাম যাহা, আজি বুঝি পূরণ হলো তাহা…………………………..আহা!! কি আনন্দ লাগিতেছে মনে, ফেইসবুক যেন আর নাহি দেখি এ বাংলার আয়তনে
মোর নবীকে নিয়ে যখন করেছিলো রঙ্গ, কোথায় ছিলো তখন সরকারে বঙ্গ……………….আজি যখন হইল ম্যাডামদের ইজ্জত নিয়া টানাটানি, তবেই বুঝি আদেশ এলো বন্ধ করো ফেইসবুকখানি
ক্ষমতা থাকিলে নবীর চেয়েও ম্যাডামদের সম্মান বড় হয়, ব্যাপারখানা দেখিয়া ইহাই এ অধমের মনে লয়!!!!!

    Level 0

    ফেসবুক বন্ধ করেদিলেই কি সব সমস্যা শেষ।যারা এই ধরনের অপকর্ম করে তারা আজ ফেসবুকে কাল অন্য সাইটে করবে।আসলে মানুষই সব মানুষই সব।কিভাবে ব্যবহার করা হবে সেইটাই বড় কথা।মানুষকে নিজেকে ফ্রেস রাখতে হবে তাহলেই সব ঠিক।একটা বিষয়ে ভাবেন google এ যদি মন্দ বিষয়ে সার্চ দেন সে কিন্ত আপনাকে মন্দ বিষয়ের ফলাফল দেখাবে।তাই বলে কি google ব্যবহার ছেড়ে দেবেন?

    Level 0

    একমত মার্কবিপ্লব ভাইয়ের সাথে

আজ সকালে জাহাঙ্গীর ভাই এর কমেন্টটি পড়ে খুব ভাল লাগল। সতিই সরকারের কাছে নবী (স:) তো ছাই ম্যাডামরাই হলো তাদের ভগবান। তাই যে কাজটি করেছে তাকে স্যালুট।

আমি মনে করি একজননের জন্য এমন কাজ করা ঠিক না । যারা করবে তাদের শাস্তি দেওয়া। খারাপ লোক পৃথিবীতে থাকবেই। তা হলে তো সব কিছু বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলেই তো সবকিছু ঠিক হয় না।

    Level 0

    ইন্টানেটের ৯০ ভাগই মন্দ বিষয়।আমার ১০ ভাগ নিয়েই চলতে হবে।প্রতিটি বিষয়ের ভাল মন্দ আছে।আমাদের কাছেই সব চাবি কাঠি।আমরা কিভাবে এটা ব্যবহারে করবো সেটাই বড় বিষয়।ফেসবুক বন্ধ করে দেয়া কোন সঠিক সমাধান না।

আমি ফেসবুক বন্ধ করার পক্ষে না। আমার মনে হয় ফেসবুক বন্ধ না করে দোষী ব্যক্তি/ব্যক্তিদের শাস্তি দেয়া উচিত। যদি কেউ গ্লাসে দুধ পান না করে মদ পান করে সেক্ষেত্রে গ্লাসের অপরাধ কোথায়? একইভাবে যারা ফেসবুকের অপব্যবহার করছেন তাদের জন্য আমরা ফেসবুক সাইট কে দায়ী করতে পারিনা।
পক্ষান্তরে একটা লোককথা মনে পড়ে- `কানা কম পড়লে ঠিকই টের পায়’। ঘুমন্ত জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমি একমত পোষন করি।

আমি ফেসবুক বন্ধ করার পক্ষে না। আমার মনে হয় ফেসবুক বন্ধ না করে দোষী ব্যক্তি/ব্যক্তিদের শাস্তি দেয়া উচিত। যদি কেউ গ্লাসে দুধ পান না করে মদ পান করে সেক্ষেত্রে গ্লাসের অপরাধ কোথায়? একইভাবে যারা ফেসবুকের অপব্যবহার করছেন তাদের জন্য আমরা ফেসবুক সাইট কে দায়ী করতে পারিনা।
পক্ষান্তরে একটা লোককথা মনে পড়ে- `কানা কম পড়লে ঠিকই টের পায়’। ঘুমন্ত জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমি একমত পোষন করি।

আমাদের নজর কাঁচের দিকে, আমরা হীরা চিনবো কেমন করে।

পরিশেষে প্রশাসনকে বলতে হয়- “দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে“।

    অনেকে বলেন যারা কাজটা করেছে তাদের শাশ্তি দিলেই হইত কিন্তু আমার প্রশ্ন কত জনকে এভাবে শাশ্তি দেয়া যায়!আজ এক জন করবে কাল আরেক জন করবে আর ইসলাম বিরোধীরাতো সিরিয়াল দিয়ে করতেই থাকবে এবং তাদের কোন বিচারও হবেনা আমরাতো দেখতে পাচ্ছি সালমান রুশদি কিংবা তসলিমা নাসরিনকে কারা পৃষ্টপোষকতা করছে,তাই আমি বলব পাপিকে নয় আসুন আমরা পাপকে ঘৃনা করি আর ইহাই মনে হয় সমস্যা সমাধানের ভাল উপায়।

পর্নো সিডি আর জিহাদি বই কিভাবে এক সাথে বাস করে আমার মাথায় ঢুকতেছেনা । আমার মনে হয় এগুলো বানানো কথা । সরকার যারে তারে পাইলেই খালি জম্গী বইলা আক্ষা দিতে চায় ।
হালাদের মাথা খারাপ হইয়া গেছে।

আর একটা রিডনকে ধরাতে কয়টা রিডন তৈরি হইছে তা কি সরকারে দেখছে ???
ছামু বল্গে গেলেই দেখবেন রিডনদের ছরাছরি।।

রিডন যা করছে ভালই করছে। বীরের মতো কাজ করেছে।

    জঙ্গিবাদ শব্দটা এমেরিকার সৃষ্টি আর এটা এখন আমাদের ঘার মটকাচ্ছেন,যেহাদি বই থাকলেই যদি জঙ্গি হইয়া যায় তাহলে আমি বলব দুনিয়ার সকল মুসলমানই জঙ্গি কারন যেহাদের সবচেয়ে বড় বই হল পবিত্র আল-কোরান আর এই কিতাব খানা সকল মুসলমানের ঘরেই আছে,যেহাদের সকল কিছু কোরান থেকেই এসেছে এবং নবী(সঃ)এর সুন্নাই দিয়ে আমরা তার ব্যখ্যা পাই কিন্তু যারা এটার অপব্যখ্যা করে আমি নিশ্চয় তাদের দলে নাই কিন্তু যেহাদি বই পেলেই সে জঙ্গি এই কালচারটা আমাদের পালটানো উচিত বরং এতে আরো সমস্যা বাড়বে কমবেনা কারন অন্যায় ভাবে নির্যাতিত হওয়ারাই কিন্তু এক সময় রুখে দাঁড়ায়,যার ফল আজকের জঙ্গিবাদ।

    আমারো মনে হয়………… জিহাদী বই একটা যাচ্ছেতাই সাবজেক্ট। যেই গ্রেফতার হোক না কেন ২/১ টা জিহাদী বই থাকবেই। এই টা কি সেই ক্রস ফায়ারের নিউজ ফরমেট এর মত মনে হয় না। সব সময় একই। কেন এমন.????????????

    আর ফেইসবুক কি দোষ করলো?? এটাতো স্বাধীন একটা ফোরামের মত। সবাই স্বাধীন মতামত দেয়। বেশী ঘাপলা হলে ইউজার কেটে দিতে পারে।

আসলে কি আমিও এটাই চেয়েছিলাম যে ফেইসবুক বন্ধ হয়ে যাক পুরো পৃথিবী থেকে। ফেইসবুক কর্তৃপক্ষ খুব বেড়ে গিয়েছিল।

    Level 0

    হা হা হা
    সেটা কি সম্ভব?
    ফেসবুক বিশ্বে দ্বিতীয়।আমরা বাংলাদেশ থেকে না ভিজিট করলেও তার কিছু আসে যায়না।

Level 0

আমার মতে কম্পুটার ফেলে রেডিও-র প্রতি জোর দেওয়া উচিত। সরকার বেচে থাক, পাবলিক নিপাত যাক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    হ্যাঁ……. ইউ.এস.এ থেকে একটা “ইএমপি” বম্ব এনে ফাটিয়ে সব ইলেকট্রনিক ধ্বংস করে দিলে ভাল করবে। তাতে সব নিরাপদ থাকবে।

Level 0

ভাই, Facebook এতো ঢুকতে পারলাম না, আবার IP ও Hide হলনা। কি একটা দিলেন, কাজই হল ।না

ধুর আমার সব গুরুত্বপূর্ন কাজ সমূহ কাজ গুলো আটকে গেলো 🙁