মানুষের মাংস খেত ব্রিটিশ রাজ পরিবার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসলামু আলাইকুম, বন্ধুরা আল্লার রহমতে আমি ভালই আছি আশাকরছি তোমরাও নিশ্চয় ভালই আছো না হলে এত শীতে গরম লেপথেকে বেরিয়ে কম্পিউটারের সামনে বসা যায় মহান সৃষ্টি কর্তার কাছে দোয়া কামনা করি যে আমাদেরকে এভাবেই ভালো রাখে এবং এই Bloging-এর মাধ্যমে দেশ-বিদেশের বন্ধুদের সঙ্গে যুক্ত থাকতে পারি । (আমিন)

এবার কাজের কথায় আসি, বন্ধুরা তোমরা Hollywood-এর Wrong Turn Movie টা নিশ্চয় দেখেছো । movie দেখতে কে না ভালোবাসে, movie তে কিছু মানুষ মানুষকে কেটে ফেলে দিচ্ছে এবং সেই মানুষের মাংসকে খাচ্ছে, কি সাংঘাতিক ব্যাপার । মানুষ মানুষকে কখনও খেতে পারে ? নিশ্চয় পারে! কী সবাই চমকে গেলে তো হ্যা চমকানোরই কথা হ্যা মানুষ মানুষকে খেতে পারে এবং খেয়েছে কী বিশ্বাস হচ্ছেনা এটা আমার কথা নয় একজন ব্রিটিশ লেখক Richard Sugg-এর কথা সম্প্রতি ব্রিটিশ রাজপরিবারকে নিয়ে প্রকাশিত একটি বই থেকে জানা গিয়েছে, অষ্টাদশ শতকের শেষ দিকে ওই রয়্যাল পরিবারের কেউ কেউ মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ খেতেন লেখক Richard Sugg -এর মতে, তত্‍কালিন অনেক অভিজাত ব্রিটিশ পরিবারেই এরকম খাদ্যাভ্যাস ছিল । নরখাদকের তালিকায় নাম রয়েছে দ্বিতীয় চার্লস, প্রথম ফ্রান্সিস, রানি প্রথম এলিজাবেথ, চিকিত্‍সক জন ব্যানিস্টার, এলিজাবেথ গ্রে, কাউন্টেস অব কেণ্ট, রবার্ট বয়েল, টমাস উইলিস, তৃতীয় উইলিয়াম ও রানি ম্যারি । বইটিতে আরও লেখা হয়েছে, চিকিত্‍সা ক্ষেত্রে মানুষের মাংষের ব্যবহার নিয়ে বৈজ্ঞানিক গবেষণা, প্রকাশনা ও ব্যবসায়িক নেটওয়ার্ক সংক্রান্ত অনেক তথ্য পাওয়া যায় । লেখকের জিজ্ঞাসা, চিকিত্‍সা সংক্রান্ত গবেষণায় মরদেহ ব্যাবহারের বিষয়টি মধ্যযুগীয় ব্যাপার ছিল । অথচ বিজ্ঞানের উত্কর্ষের সময়ে ইউরোপে কেন এমনটা হত সেটা ভাবার বিষয় । বইটির নাম হচ্ছে Mummies, Cannibals, and Vampires: The History of Corpse Medicine from the Renaissance to the Victorians.

বইটি এখানে দেখতে পাওয়া যাবে এবং আমার সাইট টি এখানে দেখা যাবে ।

Level 0

আমি Musharof। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ওরেব্বাপরে এ কি 🙂
তবে আমি কিন্তু মটেই গরম লেপথেকে বের হই নি 🙁

Level New

ওরেব্বাপরে এ কি 🙁
তবে আমি কিন্তু মটেই গরম লেপথেকে বের হই নি 🙂
ছবিতে যারা মাংস খাচ্ছে তাদের দেখে তো ব্রিটিশ রাজপরিবার মনে হয় না 🙁

    Level 0

    boi ta porle bujhte parben .ar rajporibarer mangso khaoya dekhle boitar nam diye google image khoj korun peye jaben.image gulo deoya somvob hoini.

টেকটিউনস সাইটে এই টিউন না করে কোন হিস্ট্রি সাইটে এই টিউনটা করলে ভাল করতেন। টেকটিউনস শেখায় সামনে তাকাতে আর হিস্ট্রি শেখায় পিছনে তাকাতে।

Level 0

Otit mone thakle manus ekta valo manus hoye thake. amader Dhorme eta sikhaina je otit ke vule jeye vobissot ke niye chola. Ar khotha holo techtunes sikhay notun kichu jana.

Level 0

সাংঘাতিক ব্যাপার

@Musharof – আমি আপনার সঙ্গে একমত তবে আমি শুধু বলতে চাই এটা সেই জায়গা নয় সেটা আপনাকে বুঝতেই হবে। প্রযুক্তিতে সর্বদা বদল হচ্ছে আমরা সবাই তার দিকে চেয়ে রোজ টেকটিউনসে আসি, আপনি আর প্লিজ পেছনে টানবেন না।