বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে ইউনাইটেড বাংলাদেশি হ্যাকার্স টিম !!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমরা সবাই জানি বাংলাদেশ উন্নয়নশীল দেশ । আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আছি । যেখানে অ্যামেরিকায় একজন ১৬ বসর বয়সী তার প্রোগ্রামিং দক্ষতার কারনে অ্যাপেল এর মত নামকরা কোম্পানিতে চাকরির সুযোগ পায় সেখানে বাংলাদেশি একজন ২৫ বসরের ছেলে জানেনা প্রোগ্রামিং কি । অত্যন্ত দুঃখের বিষয় হলেও এটাই আজ সত্য । তাই দেশের জন্য সামান্য উপকার আসে এমন কিছু উদ্যোগ ইউনাইটেড বাংলাদেশি হ্যাকারস টিম এর পক্ষ থেকে নেওয়া হচ্ছে ।অনেকের প্রশ্ন হতে পারে ইউনাইটেড বাংলাদেশি হ্যাকারস টা আবার কি ?? 🙄 কারণ আপনারা অনেকে আমার আগের টিউনটা দেখেননি যেটা আমি এই পোস্টটা করার জন্যই লিখেছিলাম পরিচয় করানোর জন্য। কষ্ট করে ইউনাইটেড বাংলাদেশি হ্যাকারস সম্পর্কে জানতে চাইলে নিচের টিউনটা পড়ুন।


আজ পরিচয় করিয়ে দেবো ইউনাইটেড বাংলাদেশী হ্যাকার্স (UBH) এর সাথে !!!

এই উদ্যোগ এর সারমর্ম টুকু নিন্মে উল্লেখ করা হল । UBH Team  বিনামূল্যে শুধু বাংলাদেশিদের জন্য কিছু কোর্স চালু করতে যাচ্ছে ।এই কোর্স এ অংশগ্রহণ করতে হলে অবশ্যই এই কোর্স এর সকল নিয়ম মেনে চলতে হবে।

কোর্স এর ধরনঃ

♦ php , ♦Visual Basic ,♦  WordPress , ♦ CG & VFX ( অর্থাৎ 3D মডেলিং , এনিমেশন , সেমুলেশন , ভিডিও এডিটিং ইত্যাদি এবং যেসব সফটওয়্যার এর প্রতি গুরুত্ব দেওয়া হবে যেমন : Maya , 3Ds max , Realflow , Autodesk matchmover , Zbrush , Adobe After effetcs ইত্যাদি ) ।

এর মানে এই নয় যে এইসব হাতে কলমে শিক্ষা দেওয়া হবে । তাদেরকে প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়াল অথবা এর লিঙ্ক এবং আর্টিকেল ও দিক নির্দেশনা এবং যেসব জাগায় বুজতে সমস্যা হবে তার সমাধান দেওয়া হবে । কিন্তু php এবং Visual Basic এর জন্য আমাদের নিজেদের ভিডিও টিউটোরিয়াল বাংলায় করার পরিকল্পনা আছে । কারন প্রোগ্রামিং এর বেসিক ভালোভাবে জানলে তেমন আর অসুবিধা হয় না । এই সমগ্র প্রক্রিয়াটি ভালোভাবে সম্পন্ন করার জন্য দুইটি দলের প্রয়োজন । একদল শিখাবে এবং অন্য দল শিখবে । সুতরাং যাদের উপরোক্ত বিষয় গুল সম্পর্কে ভালো জানা আছে এবং যারা উপরক্ত বিষয়গুলো সম্পর্কে শিখতে আগ্রহী তাদেরকে UBH Team এ অংশ গ্রহন করার জন্য আহ্বান করা হচ্ছে । UBH Team এর এই পরিকল্পনা শুধু দেশের জন্য, এতে UBH Team এর বিন্দু মাত্র স্বার্থ নেই ।

বিশেষ দ্রষ্টব্য

UBH এ বর্তমানে উপরোক্ত বিষয়ে পারদর্শী মেম্বার আছে কিন্তু কাজের সুবিধার জন্য আরও অনেক মেম্বার লাগবে অন্যথায় সম্ভব না । আমাদের কাছে প্রায় ৮০ জিবি এর মত বিভিন্ন বিষয় এর উপর ভিডিও টিউটোরিয়াল আছে যা আমাদের মেম্বারদেরকে দেওয়া হবে । এবং বিশেষ করে যারা উপরোক্ত বিষয় সম্পর্কে জানে তাদেরকে শুধু দেশের স্বার্থে বিশেষ ভাবে অংশগ্রহণ করার জন্য অনুরধ করছি । এবং যাদের নিজস্ব কম্পিউটার আছে এবং কমপক্ষে ১০ ঘণ্টা প্রতিদিন কম্পিউটার এর পিছনে বেয় করে শুধু তারাই অংশ গ্রহন করতে পারবে অন্যথায় সুযোগ দেওয়া হবে না ।

*হ্যাকার হিসেবে কাওকে এখন নেয়া হবে না । এই বিষয় পরে বিবেচনা করা হবে ।

আগ্রহীরা যুক্ত হবেন যেভাবে

আপনারা যদি এই প্রোগ্রাম এ যুক্ত হতে চান তাহলে আপনাকে আপাতত পরবর্তী নির্দেশনা পাওয়ার জন্য ইউনাইটেড বাংলাদেশি হ্যাকারস এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হতে হবে ।আমি এই প্রোগ্রাম এর আপডেট নিয়ে টিউন করতে পারি কি পারি না তা আমি বলতে পারবনা।তাই বলবো এই গ্রুপে যুক্ত হয়ে যেতে,যাতে আপনারা জেনে নিতে পারেন। ২১শে ফেব্রুয়ারী এই প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও এস.এস.সি আর এইচ.এস.সি পরীক্ষার্থীদের অনুরোধের জন্য কিছুটা পেছানো হয়েছে।  UBH এর ফাওন্ডার লাইটনিং থান্ডার (Prappo Prince) যখন সিদ্ধান্ত নেবেন তখন এই মিশন শুরু হওয়ার কথা ছিলো।আর আশা করা হচ্ছে আগামী মাস (June) থেকে এই কার্যক্রম UBH Team শুরু করতে যাচ্ছে। এই ঘোষণা যিনি (Prappo Prince) দিয়েছেন তার দেওয়া fb status নিচে উল্লেখ করা হলো।

Prappo Prince এর ঘোষণা

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে , UBH Team এর কার্যক্রম আগামি সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ্‌ । এবং php দিয়ে আগে শুরু হবে , php এর বেসিক শেষ হওয়ার পর বাকিগুলো পর্যায়ক্রমে শুরু হবে ইনশাআল্লাহ্‌ ।
এই কার্যক্রম এর মধ্যে থাকছেঃ
১ । php ( basic ) . এবং সাধারন web development এর জন্য যতটুকু লাগে ।

২ । বেসিক web development using using wordpress including theme and plugins development .

৩ । VFX এর জন্য : Autodesk Maya , Realflow , Adobe Aftereffects এবং আরও কিছু ।

৪ । Basic android ios and windows 8 app development with mobile jquery framework .
শুধু php এবং web development এর বেসিক টিউটোরিয়াল আমাদের বানানো থাকবে । এবং বাকিগুলো সংগৃহীত এবং এসবের উপর সাহায্য করা হবে ।

আর এই সব টিউটোরিয়াল গুল UBH Team এর official youtbe channel এ পাওয়া হাবে ভিন্ন ভিন্ন playlist এ।

http://www.youtube.com/channel/UCFSyp7j3CuVHaWAucsypf8A

এবং এই ভিডিও গুলো অবশই ট্রেনিং এর পরে youtube এ আপলোড করা হবে ।

সুধুমাত্র নিবন্ধন করা সদস্যরাই কেবল সাহায্য পাবে । এবং তাদেরকে ভিন্ন গ্রুপে নিয়ে তাদের বিষয় ভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়া হবে ।
এবং এই সবকিছুই বিনা মূল্যে , এর সাথে UBH এর কারো বিন্দু মাত্র স্বার্থ নেই । শুধু মাত্র দেশের জন্য ।
এবং হেকিং এর জন্য কেও আমাদের সাথে যোগ দিতে চাইলে Ratul Sharkar এর সাথে যোগাযোগ করতে পারেন।

কোর্সে যোগ দেবার নিয়ম

আপনাকে এই কোর্সে যোগ দিতে হলে প্রথমে http://web.ubhteam.org/register/ এ গিয়ে নিবন্ধন করতে হবে। তারপর আপনাকে http://web.ubhteam.org/join-ubh/ এই লিঙ্কে গিয়ে এই কোর্সের জন্য নিবন্ধন নিশ্চিত করতে হবে।

♦  আপনার ইউজার নেম কোর্সের নিবন্ধন ফর্মে নামের পাশে ব্র্যাকেট এর মধ্যে লিখতে হবে। আপনাকে ০১ জুন,২০১৪ ইং তারিখ এর মধ্যে নিবন্ধন করতে হবে।

এই প্রোগ্রাম এর সকল দায়িত্ব  ইউনাইটেড বাংলাদেশি হ্যাকারস (UBH) © দল এর। এর যেকোনো পরিবর্তন ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা UBH Team রাখে।

বর্তমানে এই হ্যাকার দল তাদের সদস্যদের সাথে যোগাযোগ এবং হ্যাকিং বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে একটি ফোরাম সাইট তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে ইউ বি এইচ তাদের নব নির্মিত ওয়েবসাইট "http://www.ubhteam.org" এর শুভ উদ্ধোধন করেছে, যদিও তা এখনো নির্মানাধীন অবস্থায় রয়েছে। এছাড়া তাদের ফেসবুক পেজ "http://www.facebook.com/UBH.Team" এবং ফেসবুক গ্রুপ"http://www.facebook.com/united.Bangladeshi.hackers" তো আছেই।

Level 0

আমি আদিল শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটু বেশিই অসামাজিক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

খুবই ভাল উদ্যোগ। শুভ কামনা রইল।

Level 2

I want to learn.

প্রশংসনীয় উদ্যেগ। শুভ কামনা রইল।।

শুভ কামনা রইল।

ভালো মন্দ খুভ কম বুজি তাই আমার কপাল পুরে এ যাত্রায় কি পুরবে কে জানে

শুভ কামনা রইল ,,,,,,,,,,,,,,,,,